ওয়াশিংটন, 12 অক্টোবর: অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে এগোচ্ছে বিশ্ব । আর্থিক বৃদ্ধির হার শ্লথ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশেই । তবে এর মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধি প্রসঙ্গে আশার কথা শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর মতে এবার দেশের আর্থিক বৃদ্ধির পরিমাণ 7 শতাংশের আশপাশে থাকবে (Union FM predicts about economic growth for financial year) । ওয়াশিংটনের একটি সভায় এমন মন্তব্য করলেন তিনি । আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এবং বিশ্বব্যাঙ্কের বার্ষিক সভায় যোগ দিতে ওয়াশিংটনে এসেছেন নির্মলা ।
তাঁর কথায়, 'আমি জানি গোটা বিশ্বের আর্থিক বৃদ্ধির হার সংক্রান্ত সমস্ত পূর্বাভাস এখন পালটে ফেলা হচ্ছে । পরিস্থিতি ভালো নয় বলে আগের থেকে পূর্বাভাসের পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে । তবু আমি বিশ্বাস করি শেষ এক দশকের মধ্যে এবার দেশের অর্থনীতি সবচেয়ে ভাল জায়গায় পৌঁছবে ।' সামগ্রিকভাবে বিশ্বের অর্থনীতি কেন ভাল জায়গায় নেই তার জন্য করোনা থেকে শুরু করে ইউরোপের সংঘাতকেই দায়ী করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে নির্মলার । আরেকটি অনুষ্ঠানে তিনি ভারতের আত্মনির্ভর হওয়ার সঙ্কল্পের ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি জানান আত্মনির্ভর হওয়ার শপথ নেওয়া মানে নিজেদের বিশ্ব থেকে আলাদা করে নেওয়া নয় । আবার নিজেদের রক্ষা করতে কোনও বিশেষ পরিকল্পনার অংশ হওয়াও নয়। নির্মলা বলেন, উৎপাদনের মতো ক্ষেত্রে যাতে দেশে জোয়ার আসে তা নিশ্চিত করতেই আত্মনির্ভর প্রকল্পের সূচনা বলে জানান।
আরও পড়ুন:আবার করোনার ভ্রুকুটি চিনে, দাপট দেখাচ্ছে ওমিক্রণের নয়া দুই ভ্যারিয়্যান্ট