ETV Bharat / bharat

Akanksha Dubey Death Case: ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবের মৃত্যুর ঘটনায় গ্রেফতার গায়ক সমর সিং - বারাণসী পুলিশ

ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবের আত্মহত্যার মামলায় গায়ক সমর সিংকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করেছে বারাণসী পুলিশ ৷ গত 26 মার্চ বারাণসীর হোটেল থেকে অভিনেত্রী ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল ৷

Akanksha Dubey Death Case ETV BHARAT
Akanksha Dubey Death Case
author img

By

Published : Apr 7, 2023, 3:29 PM IST

নয়াদিল্লি, 7 এপ্রিল: গাজিয়াবাদের ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবের আত্মহত্যার মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ ঘটনায় অন্যতম অভিযুক্ত গায়ক সমর সিংকে বৃহস্পতিবার গাজিয়াবাদ থেকে গ্রেফতার করেছে ৷ সমর সিং পলাতক ছিলেন ৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল ৷ গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে বারাণসী পুলিশ ৷ এমনটাই জানিয়েছে গাজিয়াবাদ পুলিশের ডিসিপি নিপুণ আগরওয়াল ৷

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, আকাঙ্খা দুবের আত্মহত্যার মামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সমর সিং নামে এক গায়ককে গ্রেফতার করা হয়েছে ৷ তিনি গাজিয়াবাদের নন্দগ্রাম থানা এলাকার রাজনগরে আত্মগোপন করেছিলেন ৷ উল্লেখ্য, অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল ৷ তার পরেই পুলিশ ঘটনায় জোরদার তদন্ত শুরু করে ৷ আর তাতেই সমর সিংয়ের নাম উঠে আসে ৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পুলিশ ৷ কিন্তু, তিনি গা ঢাকা দিয়ে ছিলেন ৷

ঘটনা নিয়ে গাজিয়াবাদ পুলিশের ডিসিপি নিপুণ আগরওয়াল জানিয়েছেন, বারাণসী পুলিশ বৃহস্পতিবার সেখানে যায় ৷ এর পর গাজিয়াবাদ পুলিশের সাহায্য অভিযুক্ত সমর সিংকে গ্রেফতার করে ৷ এর আগে নয়ডাতে আত্মগোপন করেছিলেন সমর সিং ৷ 4 দিন আগেই তিনি পালিয়ে গাজিয়াবাদ চলে আসেন ৷ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাঁকে নিয়ে যাবে বারাণসী পুলিশ ৷ জানানো হয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই অভিনেত্রীর মৃত্যুর আসল রহস্য সামনে আসবে ৷

আরও পড়ুন: 25 বসন্ত পেরিয়েই থামল পথচলা! প্রয়াত অভিনেত্রী আকাঙ্খা দুবে, হোটেল থেকে দেহ উদ্ধার

উল্লেখ্য, গত 26 মার্চ ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবে বারাণসীর একটি হোটেলে আত্মহত্যা করেন বলে জানা যায় ৷ শরথনাথ এলাকার একটি হোটেলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল ৷ যে ঘটনা ভোজপুরি চলচ্চিত্র জগতকে নাড়িয়ে দিয়ে যায় ৷ তবে, বেশ কিছু তথ্য এই ঘটনায় পুলিশের হাতে আসে ৷ সেখান থেকে জানা যায়, অভিনেত্রী কোনওরকমভাবে চাপে ছিলেন ৷ ফলে তাঁর মৃত্যুর পিছনে কোনও রহস্য ছিল বলে সন্দেহ হয় পুলিশের ৷ সেই তদন্ত নেমেই সমর সিংয়ের সম্পর্কে জানতে পারেন তদন্তকারীরা ৷

নয়াদিল্লি, 7 এপ্রিল: গাজিয়াবাদের ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবের আত্মহত্যার মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ ঘটনায় অন্যতম অভিযুক্ত গায়ক সমর সিংকে বৃহস্পতিবার গাজিয়াবাদ থেকে গ্রেফতার করেছে ৷ সমর সিং পলাতক ছিলেন ৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল ৷ গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে বারাণসী পুলিশ ৷ এমনটাই জানিয়েছে গাজিয়াবাদ পুলিশের ডিসিপি নিপুণ আগরওয়াল ৷

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, আকাঙ্খা দুবের আত্মহত্যার মামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সমর সিং নামে এক গায়ককে গ্রেফতার করা হয়েছে ৷ তিনি গাজিয়াবাদের নন্দগ্রাম থানা এলাকার রাজনগরে আত্মগোপন করেছিলেন ৷ উল্লেখ্য, অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল ৷ তার পরেই পুলিশ ঘটনায় জোরদার তদন্ত শুরু করে ৷ আর তাতেই সমর সিংয়ের নাম উঠে আসে ৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পুলিশ ৷ কিন্তু, তিনি গা ঢাকা দিয়ে ছিলেন ৷

ঘটনা নিয়ে গাজিয়াবাদ পুলিশের ডিসিপি নিপুণ আগরওয়াল জানিয়েছেন, বারাণসী পুলিশ বৃহস্পতিবার সেখানে যায় ৷ এর পর গাজিয়াবাদ পুলিশের সাহায্য অভিযুক্ত সমর সিংকে গ্রেফতার করে ৷ এর আগে নয়ডাতে আত্মগোপন করেছিলেন সমর সিং ৷ 4 দিন আগেই তিনি পালিয়ে গাজিয়াবাদ চলে আসেন ৷ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাঁকে নিয়ে যাবে বারাণসী পুলিশ ৷ জানানো হয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই অভিনেত্রীর মৃত্যুর আসল রহস্য সামনে আসবে ৷

আরও পড়ুন: 25 বসন্ত পেরিয়েই থামল পথচলা! প্রয়াত অভিনেত্রী আকাঙ্খা দুবে, হোটেল থেকে দেহ উদ্ধার

উল্লেখ্য, গত 26 মার্চ ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবে বারাণসীর একটি হোটেলে আত্মহত্যা করেন বলে জানা যায় ৷ শরথনাথ এলাকার একটি হোটেলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল ৷ যে ঘটনা ভোজপুরি চলচ্চিত্র জগতকে নাড়িয়ে দিয়ে যায় ৷ তবে, বেশ কিছু তথ্য এই ঘটনায় পুলিশের হাতে আসে ৷ সেখান থেকে জানা যায়, অভিনেত্রী কোনওরকমভাবে চাপে ছিলেন ৷ ফলে তাঁর মৃত্যুর পিছনে কোনও রহস্য ছিল বলে সন্দেহ হয় পুলিশের ৷ সেই তদন্ত নেমেই সমর সিংয়ের সম্পর্কে জানতে পারেন তদন্তকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.