ETV Bharat / bharat

Daler Mehndi and Navjot Sidhu: পাতিয়ালা জেলের একই বারাকের বাসিন্দা সিধু ও দালের মেহেন্দি

author img

By

Published : Jul 16, 2022, 6:56 PM IST

পাতিয়ালা সেন্ট্রাল জেলের 10 নম্বর বারাকে একে অপরের প্রতিবেশী নভ্যোজৎ সিং সিধু এবং দালের মেহেন্দি (Singer Daler Mehndi and Politician Navjot Sidhu Are in Same Barrack of Patiala Central Jail) ৷ জেলের একটি সূত্র মারফত এমনটাই জানানো হয়েছে, সংবাদ সংস্থাকে ৷

singer-daler-mehndi-and-politician-navjot-sidhu-are-in-same-barrack-of-patiala-central-jail
singer-daler-mehndi-and-politician-navjot-sidhu-are-in-same-barrack-of-patiala-central-jail

চণ্ডীগড়, 16 জুলাই: পাতিয়ালা সেন্ট্রাল জেলের একই বারাকে রাখা হল, পঞ্জাবি গায়ক দালের মেহেন্দি এবং কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুকে (Singer Daler Mehndi and Politician Navjot Sidhu Are in Same Barrack of Patiala Central Jail) ৷ 2003 সালের মানবপাচার-কাণ্ডে দালের মেহেন্দিকে 2 বছরের কারাদণ্ড দেয় পাতিয়ালা জেলা আদালত ৷ 2018 সালের ওই মামলায় দালের মেহিন্দিকে অবশেষে হেফাজতে নিয়েছে পুলিশ ৷

সেই জেলেই একবছরের কারাদণ্ডের সাজা ভোগ করছেন নভজ্যোৎ সিং সিধু ৷ এক ব্যক্তিকে মারধর করা এবং পরবর্তী সময়ে তাঁর মৃত্যুর ঘটনায় পঞ্জাবের কংগ্রেস নেতা তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে একবছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷ এই দুই তারকাকেই পাতিয়ালা সেন্ট্রাল জেলের 10 নম্বর বারাকে রাখা হয়েছে ৷ সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে ৷

আরও পড়ুন: NS Sidhu Seeks Time to Surrender : আত্মসমর্পণ করতে সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন নভজ্যোৎ সিং সিধুর

প্রসঙ্গত, পাশের বারাকেই রয়েছেন শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া ৷ যিনি সাংসদ সুখবীর বাদলের আত্মীয় হন ৷ গত ডিসেম্বর মাসে বিক্রম সিং মাজিথিয়ার বিরুদ্ধে মাদক মামলা রুজু হয় ৷ সেই মামলাতেই মাজিথিয়াকে সিধু এবং দালের মেহেন্দির পাশের বারাকে রাখা হয়েছে ৷ পাতিয়ালা জেলের ওই সূত্রের তরফে জানানো হয়েছে, মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী, জেলে সিধুকে বিশেষ ডায়েটের খাবার দেওয়া হচ্ছে ৷ তবে, দালের মেহেন্দি এবং মাজিথিয়াকে জেলের অন্যান্য বন্দিদের মতো সাধারণ খাবার দেওয়া হয় ৷

চণ্ডীগড়, 16 জুলাই: পাতিয়ালা সেন্ট্রাল জেলের একই বারাকে রাখা হল, পঞ্জাবি গায়ক দালের মেহেন্দি এবং কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুকে (Singer Daler Mehndi and Politician Navjot Sidhu Are in Same Barrack of Patiala Central Jail) ৷ 2003 সালের মানবপাচার-কাণ্ডে দালের মেহেন্দিকে 2 বছরের কারাদণ্ড দেয় পাতিয়ালা জেলা আদালত ৷ 2018 সালের ওই মামলায় দালের মেহিন্দিকে অবশেষে হেফাজতে নিয়েছে পুলিশ ৷

সেই জেলেই একবছরের কারাদণ্ডের সাজা ভোগ করছেন নভজ্যোৎ সিং সিধু ৷ এক ব্যক্তিকে মারধর করা এবং পরবর্তী সময়ে তাঁর মৃত্যুর ঘটনায় পঞ্জাবের কংগ্রেস নেতা তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে একবছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷ এই দুই তারকাকেই পাতিয়ালা সেন্ট্রাল জেলের 10 নম্বর বারাকে রাখা হয়েছে ৷ সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে ৷

আরও পড়ুন: NS Sidhu Seeks Time to Surrender : আত্মসমর্পণ করতে সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন নভজ্যোৎ সিং সিধুর

প্রসঙ্গত, পাশের বারাকেই রয়েছেন শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া ৷ যিনি সাংসদ সুখবীর বাদলের আত্মীয় হন ৷ গত ডিসেম্বর মাসে বিক্রম সিং মাজিথিয়ার বিরুদ্ধে মাদক মামলা রুজু হয় ৷ সেই মামলাতেই মাজিথিয়াকে সিধু এবং দালের মেহেন্দির পাশের বারাকে রাখা হয়েছে ৷ পাতিয়ালা জেলের ওই সূত্রের তরফে জানানো হয়েছে, মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী, জেলে সিধুকে বিশেষ ডায়েটের খাবার দেওয়া হচ্ছে ৷ তবে, দালের মেহেন্দি এবং মাজিথিয়াকে জেলের অন্যান্য বন্দিদের মতো সাধারণ খাবার দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.