ETV Bharat / bharat

Twitter Account Withheld: অমৃতপালকে নিয়ে টুইট, বন্ধ হল অকালি সাংসদের অ্য়াকাউন্ট

বন্ধ করে দেওয়া হল শিরোমণি অকালি দলের সভাপতি তথা লোকসভার সাংসদ সিমরনজিত সিং মানের (Simranjit Singh Mann) টুইটার অ্য়াকাউন্ট (Twitter Account Withheld) ৷ অমৃতপাল সিংকে (Tweet on Amritpal Singh) নিয়ে টুইট করার জেরেই এই পদক্ষেপ ৷

Simranjit Singh Mann Twitter Account Withheld after he Tweet on Amritpal Singh
বন্ধ টুইটার অ্য়াকাউন্ট
author img

By

Published : Mar 20, 2023, 1:36 PM IST

চণ্ডীগড়, 20 মার্চ: শিরোমণি অকালি দলের সভাপতি তথা লোকসভার সাংসদ সিমরনজিত সিং মানের (Simranjit Singh Mann) টুইটার অ্য়াকাউন্টে বন্ধ করে দেওয়া হল (Twitter Account Withheld) ৷ খালিস্তানপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিং (Tweet on Amritpal Singh) সম্পর্কে টুইটারে মন্তব্য করাতেই সিমরনজিতের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে ৷ সিমরনজিত দাবি করেন, পঞ্জাব পুলিশ হয়তো অমৃতপালকে খুন করতে পারে ! একইসঙ্গে, পুলিশ ও প্রশাসনকে কার্যত হুমকিও দেন তিনি ৷ প্রবীণ এই রাজনীতিক লেখেন, যদি কোনও ভুয়ো সংঘর্ষে অমৃতপালকে খুন করা হয়, তাহলে সারা বিশ্বের শিখ সম্প্রদায় এর জবাব দেবে ! অমৃতপালের বিরুদ্ধে কোনও বেআইনি পদক্ষেপ করা হলে শিখ সমাজের তরফ থেকে তার সার্বিক প্রতিবাদ করা হবে ৷

সিমরনজিতের দাবি, "ওদের (পুলিশকে) অমৃতপালকে বিচারকের সামনে পেশ করতে হবে ৷ কিন্তু, তেমনটা যদি না করা হয়, এবং অমৃতপাল যদি কোনও এনকাউন্টারে মারা যান, তাহলে শুধুমাত্র ভারতে নয়, সারা পৃথিবীতে শিখ সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়াবে ৷ ওঁকে (অমৃতপালকে) পলাতক ঘোষণা করা হয়েছে ৷ এটা মোটেও ঠিক নয় ৷ সংসদের একজন দায়িত্বশীল সদস্য হিসাবে আমি সরকারকে বলতে চাই, তাদের অমৃতপালকে খুন করা উচিত নয় ৷"

এদিকে, অমৃতপাল সিং ও তাঁর সহযোগীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পঞ্জাব পুলিশ ৷ তাদের তরফে জানানো হয়েছে, এই গোটা ঘটনায় এখনও পর্যন্ত মোট 78 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এর বাইরেও বহু মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ৷

প্রসঙ্গত, অমৃতপাল সিং 'ওয়ারিস পঞ্জাব দি' নামক একটি সংগঠনের নেতা ৷ পুলিশের দাবি, এই সংগঠনের সদস্যরা অন্তত চারটি ফৌজদারি মামলায় অভিযুক্ত ৷ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তি ও বিভেদ ছড়ানোর অভিযোগে এই মামলাগুলি রুজু করা হয়েছে ৷ এর মধ্য়ে খুনের চেষ্টা, পুলিশকর্মীদের উপর হামলা, সরকারি কর্মীদের কর্তব্য পালনে বাধা দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে ৷

আরও পড়ুন: যুবকদের আবেগ নিয়ে খেলবেন না, বার্তা হরপ্রীত সিংয়ের

অমৃতপালের সন্ধানে গত তিনদিন ধরে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পঞ্জাব পুলিশ ৷ তাঁকে নিয়ে নানা রটনা ও জল্পনাও চলছে ৷ প্রশ্ন উঠছে, পুলিশ কি ইতিমধ্যেই অমৃতপালকে গ্রেফতার করেছে ? সেই তথ্য কি কোনও কারণে গোপন করা হচ্ছে ? এদিকে, অমৃতপালের বাবা তরসেম সিং দাবি করেছেন, গত শনিবারই পুলিশ তাঁর ছেলেকে গ্রেফতার করেছে ৷ অথচ, তারপরও অমৃতপালকে পলাতক বলে দাবি করা হচ্ছে ! এরই মধ্যে 'ওয়ারিস পঞ্জাব দি'র আইনি পরামর্শদাতা ইমন সিং খারা অমৃতপালকে পেশ করার দাবিতে পঞ্জাব হরিয়ানা হাইকোর্টে একটি মামলা রুজু করেছেন ৷

চণ্ডীগড়, 20 মার্চ: শিরোমণি অকালি দলের সভাপতি তথা লোকসভার সাংসদ সিমরনজিত সিং মানের (Simranjit Singh Mann) টুইটার অ্য়াকাউন্টে বন্ধ করে দেওয়া হল (Twitter Account Withheld) ৷ খালিস্তানপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিং (Tweet on Amritpal Singh) সম্পর্কে টুইটারে মন্তব্য করাতেই সিমরনজিতের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে ৷ সিমরনজিত দাবি করেন, পঞ্জাব পুলিশ হয়তো অমৃতপালকে খুন করতে পারে ! একইসঙ্গে, পুলিশ ও প্রশাসনকে কার্যত হুমকিও দেন তিনি ৷ প্রবীণ এই রাজনীতিক লেখেন, যদি কোনও ভুয়ো সংঘর্ষে অমৃতপালকে খুন করা হয়, তাহলে সারা বিশ্বের শিখ সম্প্রদায় এর জবাব দেবে ! অমৃতপালের বিরুদ্ধে কোনও বেআইনি পদক্ষেপ করা হলে শিখ সমাজের তরফ থেকে তার সার্বিক প্রতিবাদ করা হবে ৷

সিমরনজিতের দাবি, "ওদের (পুলিশকে) অমৃতপালকে বিচারকের সামনে পেশ করতে হবে ৷ কিন্তু, তেমনটা যদি না করা হয়, এবং অমৃতপাল যদি কোনও এনকাউন্টারে মারা যান, তাহলে শুধুমাত্র ভারতে নয়, সারা পৃথিবীতে শিখ সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়াবে ৷ ওঁকে (অমৃতপালকে) পলাতক ঘোষণা করা হয়েছে ৷ এটা মোটেও ঠিক নয় ৷ সংসদের একজন দায়িত্বশীল সদস্য হিসাবে আমি সরকারকে বলতে চাই, তাদের অমৃতপালকে খুন করা উচিত নয় ৷"

এদিকে, অমৃতপাল সিং ও তাঁর সহযোগীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পঞ্জাব পুলিশ ৷ তাদের তরফে জানানো হয়েছে, এই গোটা ঘটনায় এখনও পর্যন্ত মোট 78 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এর বাইরেও বহু মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ৷

প্রসঙ্গত, অমৃতপাল সিং 'ওয়ারিস পঞ্জাব দি' নামক একটি সংগঠনের নেতা ৷ পুলিশের দাবি, এই সংগঠনের সদস্যরা অন্তত চারটি ফৌজদারি মামলায় অভিযুক্ত ৷ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তি ও বিভেদ ছড়ানোর অভিযোগে এই মামলাগুলি রুজু করা হয়েছে ৷ এর মধ্য়ে খুনের চেষ্টা, পুলিশকর্মীদের উপর হামলা, সরকারি কর্মীদের কর্তব্য পালনে বাধা দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে ৷

আরও পড়ুন: যুবকদের আবেগ নিয়ে খেলবেন না, বার্তা হরপ্রীত সিংয়ের

অমৃতপালের সন্ধানে গত তিনদিন ধরে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পঞ্জাব পুলিশ ৷ তাঁকে নিয়ে নানা রটনা ও জল্পনাও চলছে ৷ প্রশ্ন উঠছে, পুলিশ কি ইতিমধ্যেই অমৃতপালকে গ্রেফতার করেছে ? সেই তথ্য কি কোনও কারণে গোপন করা হচ্ছে ? এদিকে, অমৃতপালের বাবা তরসেম সিং দাবি করেছেন, গত শনিবারই পুলিশ তাঁর ছেলেকে গ্রেফতার করেছে ৷ অথচ, তারপরও অমৃতপালকে পলাতক বলে দাবি করা হচ্ছে ! এরই মধ্যে 'ওয়ারিস পঞ্জাব দি'র আইনি পরামর্শদাতা ইমন সিং খারা অমৃতপালকে পেশ করার দাবিতে পঞ্জাব হরিয়ানা হাইকোর্টে একটি মামলা রুজু করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.