ETV Bharat / bharat

Karnataka Next CM: কে হবেন মুখ্যমন্ত্রী ? আজ হাইকমান্ডের সঙ্গে বৈঠকে সিদ্দারামাইয়া-শিবকুমার

author img

By

Published : May 15, 2023, 10:31 AM IST

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাছাতে আজ দিল্লিতে বৈঠকে বসছে কংগ্রেস হাইকমান্ড ৷ সোনিয়া, রাহুল এবং খাড়গের নেতৃত্বে এই বৈঠকে মুখ্যমন্ত্রিত্বের দুই দাবিদার সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমারএও উপস্থিত থাকবেন ৷

Karnataka Next CM ETV BHARAT
Karnataka Next CM

হায়দরাবাদ, 15 মে: কে হবেন কর্ণাটকের নবনির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী ? এই প্রশ্নের জবাব এখনও অধরা ৷ এনিয়ে আজ দিল্লিতে বৈঠকে বসবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ৷ রবিবার সন্ধ্যায় কংগ্রেস বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব সর্বসম্মতিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তারপর সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রিত্বের দাবিদার দুই শীর্ষ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমার ৷ সেখানে তাঁরা সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করবেন বলে খবর ৷

প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, দিল্লিতে সোনিয়া, রাহুল, খাড়গে, বেণুগোপাল-সহ শীর্ষ নেতারা প্রথমে আলোচনা করবেন ৷ সেই বৈঠকে সিদ্দারামাইয়া এবং শিবকুমার থাকবেন কিনা তা জানা যায়নি ৷ তবে, তাঁরা রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধির সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারবেন ৷ মুখ্য়মন্ত্রী বাছাই নিয়ে বৈঠকের আগে রাহুল গান্ধি এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তাঁর বাড়িতে বৈঠক করবেন ৷ সেখানে কর্ণাটকের নির্বাচিত জনপ্রতিনিধিদের মত এবং দলের বাকি নেতারা কী চাইছেন তা বুঝে নেবেন রাহুল ৷

উল্লেখ্য, রবিবার বেঙ্গালুরুর এক পাঁচতারা হোটেলে মুখ্যমন্ত্রী ঠিক করা নিয়ে বৈঠক হয়েছিল ৷ সেখানে নির্বাচিত বিধায়করা সর্বসম্মতভাবে দলের নেতা খাড়গের উপরেই এই গুরুদায়িত্ব সোপে দিয়েছেন ৷ তাঁর সিদ্ধান্তকেই মান্যতা দেওয়া হবে বলে দাবি করা হয়েছে ৷ বৈঠকে নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্বে থাকা শীর্ষ কংগ্রেস নেতা কেসি বেণুগোপালও উপস্থিত ছিলেন ৷ কিন্তু বৈঠকে যা ঠিক হল তার সঙ্গে কর্ণাটকের বাস্তব পরিস্থিতির খানিকটা ফারাক আছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড অংশ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী কে ? খাড়গের কোর্টে বল ঠেলল পরিষদীয় দল

ইতিমধ্যে, কংগ্রেসের নিচুতলার নেতা কর্মীরা দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন ৷ একদল সিদ্দারামাইয়াকে চাইছেন । অন্যদের পছন্দের মুখ্যমন্ত্রী প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ৷ নিজেদের পছন্দের নেতার সমর্থনে পোস্টারও পড়তে শুরু করেছে ৷ এমনকী দুই শীর্ষনেতার পরিবারের সদস্যরাও মুখ্যমন্ত্রিত্বের দাবিদারি নিয়ে মন্তব্য করে ফেলেছেন ৷ সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র জানিয়েছেন, তাঁর বাবাই মুখ্যমন্ত্রীর পদের আসল দাবিদার ৷ অন্যদিকে, শিবকুমারের দাদা ডিকে সুরেশ জানিয়েছেন, ভাই মুখ্যমন্ত্রী হলে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন ৷

হায়দরাবাদ, 15 মে: কে হবেন কর্ণাটকের নবনির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী ? এই প্রশ্নের জবাব এখনও অধরা ৷ এনিয়ে আজ দিল্লিতে বৈঠকে বসবে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ৷ রবিবার সন্ধ্যায় কংগ্রেস বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব সর্বসম্মতিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতে ছেড়ে দেওয়া হয়েছে ৷ তারপর সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রিত্বের দাবিদার দুই শীর্ষ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমার ৷ সেখানে তাঁরা সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করবেন বলে খবর ৷

প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, দিল্লিতে সোনিয়া, রাহুল, খাড়গে, বেণুগোপাল-সহ শীর্ষ নেতারা প্রথমে আলোচনা করবেন ৷ সেই বৈঠকে সিদ্দারামাইয়া এবং শিবকুমার থাকবেন কিনা তা জানা যায়নি ৷ তবে, তাঁরা রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধির সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারবেন ৷ মুখ্য়মন্ত্রী বাছাই নিয়ে বৈঠকের আগে রাহুল গান্ধি এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তাঁর বাড়িতে বৈঠক করবেন ৷ সেখানে কর্ণাটকের নির্বাচিত জনপ্রতিনিধিদের মত এবং দলের বাকি নেতারা কী চাইছেন তা বুঝে নেবেন রাহুল ৷

উল্লেখ্য, রবিবার বেঙ্গালুরুর এক পাঁচতারা হোটেলে মুখ্যমন্ত্রী ঠিক করা নিয়ে বৈঠক হয়েছিল ৷ সেখানে নির্বাচিত বিধায়করা সর্বসম্মতভাবে দলের নেতা খাড়গের উপরেই এই গুরুদায়িত্ব সোপে দিয়েছেন ৷ তাঁর সিদ্ধান্তকেই মান্যতা দেওয়া হবে বলে দাবি করা হয়েছে ৷ বৈঠকে নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্বে থাকা শীর্ষ কংগ্রেস নেতা কেসি বেণুগোপালও উপস্থিত ছিলেন ৷ কিন্তু বৈঠকে যা ঠিক হল তার সঙ্গে কর্ণাটকের বাস্তব পরিস্থিতির খানিকটা ফারাক আছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড অংশ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী কে ? খাড়গের কোর্টে বল ঠেলল পরিষদীয় দল

ইতিমধ্যে, কংগ্রেসের নিচুতলার নেতা কর্মীরা দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন ৷ একদল সিদ্দারামাইয়াকে চাইছেন । অন্যদের পছন্দের মুখ্যমন্ত্রী প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ৷ নিজেদের পছন্দের নেতার সমর্থনে পোস্টারও পড়তে শুরু করেছে ৷ এমনকী দুই শীর্ষনেতার পরিবারের সদস্যরাও মুখ্যমন্ত্রিত্বের দাবিদারি নিয়ে মন্তব্য করে ফেলেছেন ৷ সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র জানিয়েছেন, তাঁর বাবাই মুখ্যমন্ত্রীর পদের আসল দাবিদার ৷ অন্যদিকে, শিবকুমারের দাদা ডিকে সুরেশ জানিয়েছেন, ভাই মুখ্যমন্ত্রী হলে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.