বেঙ্গালুরু, 19 মে: কর্ণাটকের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে জট কেটেছে ৷ এ বার ক্যাবিনেট মন্ত্রী কারা হবেন, এই নিয়ে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে আলোচনার জন্য আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী-মনোনীত সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী-মনোনীত ডিকে শিবকুমার ৷ বিশেষ বিমানে দিল্লি যাচ্ছেন এই দুই নেতা ৷ মন্ত্রিসভা গঠন নিয়ে তাঁরা হাইকমান্ডের সঙ্গে আলোচনা করবেন । ক্যাবিনেট মন্ত্রীদের নামের জন্য সবুজ সংকেত পেয়ে আজ সন্ধেতেই বেঙ্গালুরু ফিরবেন দুজনে ।
সিদ্দারামাইয়া, ডিকে শিবকুমার দিল্লিতে এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে আলোচনা করবেন । মন্ত্রিসভার অংশ হওয়ার প্রত্যাশীর সংখ্যা বেশি এবং দুই নেতা তাঁদের ঘনিষ্ঠজনদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়ে হাইকমান্ডের সঙ্গে আলোচনা করবেন । মন্ত্রী পদের জন্য বিধায়কদের তালিকা নিয়ে দিল্লি যাচ্ছেন দুই নেতা । দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে, ডিকে শিবকুমার তাঁর বাসভবনে বলেন যে, "আমরা আমাদের গ্যারান্টি বাস্তবায়ন করতে যাচ্ছি ৷"
আগামিকাল (20 মে) বিকেলে বেঙ্গালুরুর শ্রী কান্তিরভা স্টেডিয়ামে শপথ অনুষ্ঠানে কমপক্ষে 12 থেকে 15 জন মন্ত্রীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে । মন্ত্রিসভা গঠনে সম্প্রদায়ভিত্তিক, অঞ্চলভিত্তিক, জ্যেষ্ঠতা ও নারীর প্রতিনিধিত্বের ভিত্তিতে ভাবনাচিন্তা করা হচ্ছে । বেশির ভাগ শীর্ষ নেতাদেরই মন্ত্রিসভায় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে ।
মন্ত্রী হওয়ার জন্য প্রবল লবি চলছে: মন্ত্রিসভায় জায়গা পাওয়ার জন্য জোর লবি করা শুরু করেছেন বিধায়করা । কেউ কেউ সম্প্রদায়ের স্বামীজিদের মাধ্যমে তাঁদের চাপের কৌশল চালিয়ে যাচ্ছেন ৷ কেউ আবার মন্ত্রিসভায় যোগ দেওয়ার চেষ্টায় হাইকমান্ডের কাছে তদ্বির করছেন । গতকাল থেকে বহু মানুষ সিদ্দারামাইয়া এবং ডিকে-র বাড়িতে গিয়ে মন্ত্রীত্ব পাওয়ার জন্য লবি করা শুরু করেছেন ৷ সূত্রের খবর, সিনিয়রদের বেশিরভাগেরই মন্ত্রী পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে । এছাড়া আরও কিছু নতুন মুখকে মন্ত্রী পদ দেওয়া হতে পারে ।
কাদের মন্ত্রিসভায় যোগ দেওয়ার সম্ভাবনা ? প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ড. জি পরমেশ্বর, প্রাক্তন মন্ত্রী কেজে জর্জ, রামালিঙ্গা রেড্ডি, এমবি পাতিল, আরভি. দেশপান্ডে, এইচকে পাতিল, এম কৃষ্ণাপ্পা, প্রিয়াঙ্ক খাড়গে, লক্ষ্মণ সাভাদি, জগদীশ শেত্তার, দীনেশ গুন্ডুরাও, কৃষ্ণবাইরেগৌড়া, এইচসি মহাদেবপ্পা, সতীশ জারকিহোলি, ইউটি খাদের, ঈশ্বর খন্দ্রে, জমির আহমেদ খান এবং লক্ষ্মী হেব্বালকার ।
অন্য মন্ত্রী পদপ্রার্থী কারা ? মন্ত্রী হওয়ার দৌড়ে আর যাঁরা রয়েছেন তাঁরা হলেন, শরণপ্রকাশ পাতিল, শিবলিঙ্গেগৌড়া, শিবরাজ টাঙ্গাদাগি, পুত্ররাঙ্গাশেট্টি, আল্লামাপ্রভু পাতিল, শরণবাসাপ্পা দর্শনপুরা, তানভীর শেঠ, সেলিম আহমেদ, নাগরাজ যাদব, রূপা শশীধর, এসআর শ্রীনিবাস, চেলুভারায়স্বামী, এমপি নরেন্দ্র স্বামী, মাগাদি বালাকৃষ্ণ, রাঘবেন্দ্র হিটনাল, বি নগেন্দ্র, কেএইচ মুনিয়াপ্পা, আরবি থিম্মাপুরা, শিবানন্দ পাতিল, এসএস মল্লিকার্জুন, রাহেন খান এবং বৈরাতি সুরেশ ।
আরও পড়ুন: সিদ্দারামাইয়ার শপথে আমন্ত্রিত মমতা, জোরালো বিরোধী জোটের ঐক্য