ETV Bharat / bharat

Dausa Rape Case: 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাকরি থেকে বরখাস্ত সাব ইন্সপেক্টর - সাব ইন্সপেক্টর

Child Raped in Dausa: 4 বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে চাকরি থেকে বরখাস্ত করল রাজস্থান পুলিশ ৷ দেষ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Dausa Rape Case
4 বছরের শিশুকে ধর্ষণ দৌসায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 12:53 PM IST

জয়পুর (রাজস্থান), 12 নভেম্বর: দৌসায় 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে ৷ এই ঘটনার প্রকাশ্যে আসার পরই তাঁকে গ্রেফতার করা হয়। এবার তাঁকে চাকরি থেকেও বরখাস্ত করা হল। ডিজিপি উমেশ মিশ্র এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন । এরপরই জয়পুর রেঞ্জের আইজি উমেশচাঁদ দত্ত শনিবার রাতে অভিযুক্ত এসআই ভূপেন্দ্র সিংকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ জারি করেন ।

জানা গিয়েছে, শুক্রবার দৌসায় এই ধর্ষণের ঘটনাটি সামনে আসে ৷ অভিযোগ, 54 বছর বয়সি এসআই ভূপেন্দ্র সিং চার বছরের নাবালিকাকে ধর্ষণ করেছেন । ঘটনার খবর পেয়ে এলাকাবাসী তোলপাড় সৃষ্টি করে । এই ঘটনার পরই অভিযুক্ত ভূপেন্দ্র সিং নিজেকে বাঁচাতে থানার ভিতরে একটি ঘরে ঢুকে তালাবদ্ধ করে দেন । তবে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে ৷ অভিযুক্তকে থানা বের করে আনে ৷ তাঁকে রাস্তার মোড়ে নিয়ে গিয়ে মারধর করা হয় । এবার চাকরি গেল অভিযুক্ত পুলিশ আধিকারিকের।

সূত্রের খবর, মেয়েটির বাবা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে গেলে সেখানে কয়েকজন তাঁকে মারধর করে । এ সময় প্রচণ্ড আঘাতে তাঁর হাত ভেঙে যায় । এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে । দৌসার এসপি বন্দিতা রানা জানিয়েছেন, এই ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত এসআই ভূপেন্দ্র সিংকে গ্রেফতার করা হয়েছে ।

পাশাপাশি, 164 ধারায় নির্যাতিতার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে । নাবালিকা এখন আশংকামুক্ত বলে জানা গিয়েছে । পুলিশ তদন্তে নেমে এই মামলায় আপাতত অভিযুক্ত এসআই ভূপেন্দ্র সিংকে চাকরি থেকে বরখাস্ত করেছে । শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার আরও তদন্ত করছে পুলিশ ৷ টানা জেরার মুখে পড়েছেন অভিযুক্ত পুলিশ কর্মী।

আরও পড়ুন:

  1. চকলেটের লোভ দেখিয়ে 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন ! অভিযুক্ত প্রতিবেশী যুবক
  2. হাথরসে সাত বছরের নাবালিকাকে 'ধর্ষণ' নাবালকের, দায়ের এফআইআর
  3. স্কুলের শৌচালয়ে ছাত্রীকে গণধর্ষণ দুই শিক্ষকের, আটক অভিযুক্তরা

জয়পুর (রাজস্থান), 12 নভেম্বর: দৌসায় 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে ৷ এই ঘটনার প্রকাশ্যে আসার পরই তাঁকে গ্রেফতার করা হয়। এবার তাঁকে চাকরি থেকেও বরখাস্ত করা হল। ডিজিপি উমেশ মিশ্র এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন । এরপরই জয়পুর রেঞ্জের আইজি উমেশচাঁদ দত্ত শনিবার রাতে অভিযুক্ত এসআই ভূপেন্দ্র সিংকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ জারি করেন ।

জানা গিয়েছে, শুক্রবার দৌসায় এই ধর্ষণের ঘটনাটি সামনে আসে ৷ অভিযোগ, 54 বছর বয়সি এসআই ভূপেন্দ্র সিং চার বছরের নাবালিকাকে ধর্ষণ করেছেন । ঘটনার খবর পেয়ে এলাকাবাসী তোলপাড় সৃষ্টি করে । এই ঘটনার পরই অভিযুক্ত ভূপেন্দ্র সিং নিজেকে বাঁচাতে থানার ভিতরে একটি ঘরে ঢুকে তালাবদ্ধ করে দেন । তবে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে ৷ অভিযুক্তকে থানা বের করে আনে ৷ তাঁকে রাস্তার মোড়ে নিয়ে গিয়ে মারধর করা হয় । এবার চাকরি গেল অভিযুক্ত পুলিশ আধিকারিকের।

সূত্রের খবর, মেয়েটির বাবা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে গেলে সেখানে কয়েকজন তাঁকে মারধর করে । এ সময় প্রচণ্ড আঘাতে তাঁর হাত ভেঙে যায় । এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে । দৌসার এসপি বন্দিতা রানা জানিয়েছেন, এই ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত এসআই ভূপেন্দ্র সিংকে গ্রেফতার করা হয়েছে ।

পাশাপাশি, 164 ধারায় নির্যাতিতার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে । নাবালিকা এখন আশংকামুক্ত বলে জানা গিয়েছে । পুলিশ তদন্তে নেমে এই মামলায় আপাতত অভিযুক্ত এসআই ভূপেন্দ্র সিংকে চাকরি থেকে বরখাস্ত করেছে । শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার আরও তদন্ত করছে পুলিশ ৷ টানা জেরার মুখে পড়েছেন অভিযুক্ত পুলিশ কর্মী।

আরও পড়ুন:

  1. চকলেটের লোভ দেখিয়ে 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন ! অভিযুক্ত প্রতিবেশী যুবক
  2. হাথরসে সাত বছরের নাবালিকাকে 'ধর্ষণ' নাবালকের, দায়ের এফআইআর
  3. স্কুলের শৌচালয়ে ছাত্রীকে গণধর্ষণ দুই শিক্ষকের, আটক অভিযুক্তরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.