কান্নুর, 13 নভেম্বর: কেরলের কান্নুরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই পুলিশের ৷ জানা গিয়েছে, সোমবার সকালে কান্নুরের উরুপ্পুম কুট্টির জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই হয় কেরল পুলিশের থান্ডারবোল্ট ইউনিটের ৷ আয়ানকুন্নু পঞ্চায়েত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে ৷ পুলিশের দাবি, এই গুলির লড়াইয়ে 2 জন মাওবাদী গুলিবিদ্ধ হয়েছে, তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে ৷ ঘটনাস্থল থেকে 3টি বন্দুকও উদ্ধার করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, এদিন যখন কেরল পুলিশের থান্ডারবোল্ট ইউনিটের সদস্যরা আরালাম স্যাঞ্চুয়ারি এলাকায় টহল দিচ্ছিলেন, সেই সময় তাদের লক্ষ্য করে গুলিচালাতে শুরু করে ৷ ওই এলাকাটি মাওবাদী অধ্যুষিত এলাকা বলে পরিচিত ৷ এই এলাকাতেই কদিন আগে মাওবাদীদের একটি দল নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় ৷ তখন এখানে তল্লাশি অভিযানও চালায় পুলিশের থান্ডারবোল্ট ইউনিটের সদস্যরা ৷
জানা গিয়েছ, গত 6 মাসে ইরিট্টি আরালাম এলাকায় আরও শক্তিশালী হয়েছে মাওবাদীদের অবস্থান ৷ সূত্রের খবর, এই এলাকায় 11 জনের একটি মাওবাদী দল ঘাঁটি গেড়েছে, দলে রয়েছেন তিনজন মহিলাও ৷ গত মঙ্গলবার ওয়ানাডের পেরিয়া চাপ্পারাম কলোনি এলাকাতে কেরালা পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় মাওবাদীদের ৷ তারপর গ্রেফতার করা হয় মাওবাদীদের বানাসুরা এরিয়া কমিটির কমান্ডার চন্দ্রু (33) এবং দলের সদস্য উন্নিমায়া (28)কে ৷
এদিনের ওই সংঘর্ষের পর কেরল পুলিশের সঙ্গে কর্নাটক ও তামিলনাড়ু পুলিশও এই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে ৷ পুলিশ সূত্রে খবর, এদিন লথা, সুন্দরীব নামে দুই মাও নেত্রী সেখানে ছিল ৷ আরও এক মাওবাদীও সেখানে ছিল ৷ এদের মধ্যে 2 জন গুলিবিদ্ধ হয়, তবে তারা পালাতে সক্ষম হয়েছে ৷ পুলিশ ওই সংঘর্ষের এলাকা থেকে উদ্ধার করেছে একটি একে 47 রাইফেল, একটি ইনসাস রাইফেল ও দুটি দেশি বন্দুক ৷
আরও পড়ুন:
ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার 8টি সোনার বিস্কুট, ধৃত পাচারকারী
মুম্বইয়ে বাজেয়াপ্ত 4.9 কোটি টাকার মাদক, গ্রেফতার নাইজেরিয়ার নাগরিক-সহ 2