ETV Bharat / bharat

Shivraj Singh Chouhan: টেক-অফের পর যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ করল মুখ্যমন্ত্রীর চপার - chopper of Shivraj Singh Chouhan

রবিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের ধারে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের চপার (chopper of Shivraj Singh Chouhan) ৷ তবে কোনওরকম দুর্ঘটনা এড়িয়ে সুস্থ রয়েছেন মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat
শিবরাজ সিং চৌহানের চপাড়ের অবতরণ
author img

By

Published : Jan 15, 2023, 9:49 PM IST

ভোপাল, 15 জানুয়ারি: যান্ত্রিক ত্রুটির কারণে টেক-অফ করার পরেও রবিবার জরুরি অবতরণ করতে হল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হেলিকপ্টারকে ৷ এদিন মধ্যপ্রদেশের ধার জেলার মানওয়ার শহরে শিবরাজের চপার জরুরি অবতরণ করে ৷ এই ঘটনার ফলে আকাশপথের বদলে সড়কপথেই ধারের উদ্দেশে রওনা হতে হয় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে (MP CM Shivraj Singh Chouhan) ৷

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় মানওয়ার থেকে ওড়ে শিবরাজ সিং চৌহানের চপাড় ৷ কিন্তু খানিক পরেই সেটি মানওয়ারেই ফিরে আসে ৷ যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন এসডিপিও ধীরজ বব্বর ৷ তবে এতে কারও কোনও ক্ষতি হয়নি ৷ সুস্থ রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও ৷ তবে হেলিকপ্টারে সমস্যা হলেও এদিন তাঁর কর্মসূচি স্থগিত করেননি শিবরাজ (emergency landing of Shivraj Singh Chouhans chopper) ৷

  • Madhya Pradesh | CM Shivraj Singh Chouhan's helicopter made an emergency landing due to a technical problem in Manawar while CM Chouhan was going to Dhar from Manawar. He is now going to Dhar via road: CMO pic.twitter.com/iIb3ej7zPF

    — ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) January 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সামনে এল দুর্ঘটনাগ্রস্ত বিমানে পাঁচ ভারতীয় সওয়ারির নাম-পরিচয়

সড়কপথেই প্রায় 75 কিমি দূরে ধারে পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ যোগ দেন একটি জনসভাতেও ৷ চলতি বছরেই বিজেপি শাসিত এই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ তাই এখন থেকেই তাঁর রাজনৈতিক কর্মসূচিও বাড়িয়ে দিয়েছেন শিবরাজ সিং চৌহান ৷ এদিন মানওয়ারেও একটি জনসভা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷

ভোপাল, 15 জানুয়ারি: যান্ত্রিক ত্রুটির কারণে টেক-অফ করার পরেও রবিবার জরুরি অবতরণ করতে হল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হেলিকপ্টারকে ৷ এদিন মধ্যপ্রদেশের ধার জেলার মানওয়ার শহরে শিবরাজের চপার জরুরি অবতরণ করে ৷ এই ঘটনার ফলে আকাশপথের বদলে সড়কপথেই ধারের উদ্দেশে রওনা হতে হয় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে (MP CM Shivraj Singh Chouhan) ৷

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় মানওয়ার থেকে ওড়ে শিবরাজ সিং চৌহানের চপাড় ৷ কিন্তু খানিক পরেই সেটি মানওয়ারেই ফিরে আসে ৷ যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন এসডিপিও ধীরজ বব্বর ৷ তবে এতে কারও কোনও ক্ষতি হয়নি ৷ সুস্থ রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও ৷ তবে হেলিকপ্টারে সমস্যা হলেও এদিন তাঁর কর্মসূচি স্থগিত করেননি শিবরাজ (emergency landing of Shivraj Singh Chouhans chopper) ৷

  • Madhya Pradesh | CM Shivraj Singh Chouhan's helicopter made an emergency landing due to a technical problem in Manawar while CM Chouhan was going to Dhar from Manawar. He is now going to Dhar via road: CMO pic.twitter.com/iIb3ej7zPF

    — ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) January 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সামনে এল দুর্ঘটনাগ্রস্ত বিমানে পাঁচ ভারতীয় সওয়ারির নাম-পরিচয়

সড়কপথেই প্রায় 75 কিমি দূরে ধারে পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ যোগ দেন একটি জনসভাতেও ৷ চলতি বছরেই বিজেপি শাসিত এই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ তাই এখন থেকেই তাঁর রাজনৈতিক কর্মসূচিও বাড়িয়ে দিয়েছেন শিবরাজ সিং চৌহান ৷ এদিন মানওয়ারেও একটি জনসভা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.