ETV Bharat / bharat

Shiv Sena Symbol Row: উদ্ধবের শিবসেনার প্রতীক হতে পারে ত্রিশূল, উদীয়মান সূর্য অথবা জ্বলন্ত মশাল - উদ্ধব ঠাকরে

দলীয় প্রতীক করার জন্য নির্বাচন কমিশনের কাছে তিনটি অপশন পাঠাল উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) শিবসেনা (Shiv Sena Symbol Row)৷ তাদের পছন্দ ত্রিশূল, উদীয়মান সূর্য অথবা জ্বলন্ত মশাল ৷

Shiv Sena symbol row: Uddhav-led group gives 3 options 'trident', 'rising sun', 'burning torch'
উদ্ধবের শিবসেনার প্রতীক হতে পারে ত্রিশূল, উদীয়মান সূর্য অথবা জ্বলন্ত মশাল
author img

By

Published : Oct 9, 2022, 6:45 PM IST

মুম্বই, 9 অক্টোবর: শিবসেনার (Shiv Sena Symbol Row) তীর-ধনুক প্রতীক ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন ৷ নয়া প্রতীকের জন্য আবেদন জানাতে বলা হয়েছে ৷ সেই নির্দেশ মেনে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা দলীয় প্রতীক হিসেবে তাদের পছন্দের তিনটি অপশন পাঠাল নির্বাচন কমিশনের কাছে ৷ তারা প্রতীক হিসেবে ত্রিশূল, উদীয়মান সূর্য বা জ্বলন্ত মশাল - এই তিনটির মধ্যে একটি রাখতে চেয়েছে ৷

আন্ধেরি পূর্ব উপনির্বাচনের (Andheri East Bye-poll) আগে শনিবার বড় ধাক্কা খান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)৷ জাতীয় নির্বাচন কমিশনের (ECI) অন্তর্বর্তীকালীন নির্দেশে আপাতত ফ্রিজ করা হয়েছে শিবসেনার চিরাচরিত তির-ধনুক প্রতীককে (ECI freezes bow and arrow symbol of Shiv sena) ৷ আসন্ন উপনির্বাচনে নয়া প্রতীকে লড়তে হবে উদ্ধব শিবিরকে ৷ বিরোধী একনাথ শিন্ডের (Eknath Shinde)-কেও একই নির্দেশ দেওয়া হয়েছে ৷ শিবসেনার প্রতীক কমিশন ফ্রিজ করায় শিন্ডে শিবিরকেও লড়তে হবে নয়া প্রতীকে ৷ আগামী 10 অক্টোবরের মধ্যে দুই শিবিরকেই নয়া প্রতীক কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷

এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, আসন্ন উপনির্বাচনে দু'পক্ষের কেউই শিবসেনার চিরাচরিত 'তির-ধনুক' নির্বাচনী প্রতীকে লড়তে পারবে না ৷ দু'পক্ষকেই জানানো হচ্ছে যে, নির্বাচন কমিশনের বরাদ্দ করে দেওয়া যে প্রতীকগুলি এখনও ফাঁকা রয়েছে, তার মধ্যে থেকে একটি পছন্দ মতো বেছে নিতে ৷

আরও পড়ুন: 'তির-ধনুক' ফ্রিজ করল কমিশন, আসন্ন উপনির্বাচনে উদ্ধব-একনাথকে লড়তে হবে নয়া প্রতীকে

উদ্ধব ঠাকরের একটি সূত্রের তরফে জানা গিয়েছে, বিকল্প হিসেবে শিবসেনা তিনটি অপশন দিয়েছে ৷ একটি ত্রিশূল, উদীয়মান সূর্য অথবা জ্বলন্ত মশাল ৷ ঠাকরে শিবির নির্বাচনের আগে বেশকয়েকটি অফিসিয়াল নামেরও অপশন কমিশনকে দিয়েছে বলে দাবি করেছে সেই সূত্র ৷ তবে এ বিষয়ে সবিস্তারে তিনি কিছু জানাতে চাননি ৷

শিবসেনার বিধায়ক রমেশ লটকের প্রয়াণের কারণে উপনির্বাচন হতে চলেছে আন্ধেরী পূর্ব আসনে ৷

মুম্বই, 9 অক্টোবর: শিবসেনার (Shiv Sena Symbol Row) তীর-ধনুক প্রতীক ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন ৷ নয়া প্রতীকের জন্য আবেদন জানাতে বলা হয়েছে ৷ সেই নির্দেশ মেনে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা দলীয় প্রতীক হিসেবে তাদের পছন্দের তিনটি অপশন পাঠাল নির্বাচন কমিশনের কাছে ৷ তারা প্রতীক হিসেবে ত্রিশূল, উদীয়মান সূর্য বা জ্বলন্ত মশাল - এই তিনটির মধ্যে একটি রাখতে চেয়েছে ৷

আন্ধেরি পূর্ব উপনির্বাচনের (Andheri East Bye-poll) আগে শনিবার বড় ধাক্কা খান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)৷ জাতীয় নির্বাচন কমিশনের (ECI) অন্তর্বর্তীকালীন নির্দেশে আপাতত ফ্রিজ করা হয়েছে শিবসেনার চিরাচরিত তির-ধনুক প্রতীককে (ECI freezes bow and arrow symbol of Shiv sena) ৷ আসন্ন উপনির্বাচনে নয়া প্রতীকে লড়তে হবে উদ্ধব শিবিরকে ৷ বিরোধী একনাথ শিন্ডের (Eknath Shinde)-কেও একই নির্দেশ দেওয়া হয়েছে ৷ শিবসেনার প্রতীক কমিশন ফ্রিজ করায় শিন্ডে শিবিরকেও লড়তে হবে নয়া প্রতীকে ৷ আগামী 10 অক্টোবরের মধ্যে দুই শিবিরকেই নয়া প্রতীক কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷

এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, আসন্ন উপনির্বাচনে দু'পক্ষের কেউই শিবসেনার চিরাচরিত 'তির-ধনুক' নির্বাচনী প্রতীকে লড়তে পারবে না ৷ দু'পক্ষকেই জানানো হচ্ছে যে, নির্বাচন কমিশনের বরাদ্দ করে দেওয়া যে প্রতীকগুলি এখনও ফাঁকা রয়েছে, তার মধ্যে থেকে একটি পছন্দ মতো বেছে নিতে ৷

আরও পড়ুন: 'তির-ধনুক' ফ্রিজ করল কমিশন, আসন্ন উপনির্বাচনে উদ্ধব-একনাথকে লড়তে হবে নয়া প্রতীকে

উদ্ধব ঠাকরের একটি সূত্রের তরফে জানা গিয়েছে, বিকল্প হিসেবে শিবসেনা তিনটি অপশন দিয়েছে ৷ একটি ত্রিশূল, উদীয়মান সূর্য অথবা জ্বলন্ত মশাল ৷ ঠাকরে শিবির নির্বাচনের আগে বেশকয়েকটি অফিসিয়াল নামেরও অপশন কমিশনকে দিয়েছে বলে দাবি করেছে সেই সূত্র ৷ তবে এ বিষয়ে সবিস্তারে তিনি কিছু জানাতে চাননি ৷

শিবসেনার বিধায়ক রমেশ লটকের প্রয়াণের কারণে উপনির্বাচন হতে চলেছে আন্ধেরী পূর্ব আসনে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.