ETV Bharat / bharat

নেহরু-গান্ধি পরিবারের প্রশংসায় পঞ্চমুখ শিবসেনা

নেহরু-গান্ধি পরিবারের প্রশংসায় পঞ্চমুখ শিবসেনা ৷ তাদের মুখপত্র ‘সামনা’য় প্রকাশিত একটি প্রবন্ধে লেখা হয়েছে, নেহরু-গান্ধিদের তৈরি করা নিয়ম মেনেই আজ টিকে যাচ্ছে ভারত ৷ সংশ্লিষ্ট প্রতিবেদনে মোদি সরকারের সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়েও সমালোচনা করা হয়েছে ৷

author img

By

Published : May 8, 2021, 5:55 PM IST

Shiv Sena praise Nehru-Gandhi family in covid situation
নেহরু-গান্ধি পরিবারের প্রশংসায় পঞ্চমুখ শিবসেনা

মুম্বই, 8 মে : করোনা আবহে এবার নেহরু-গান্ধি পরিবারের প্রশংসায় পঞ্চমুখ হল শিবসেনা ৷ তাদের বক্তব্য, ঠিক যখন আশপাশের ছোট ছোট রাষ্ট্রগুলিও ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, তখনও সেন্ট্রাল ভিস্তা প্রকল্প চালিয়ে যাচ্ছে কেন্দ্রের মোদি সরকার ৷ শিবসেনার সাফ কথা, মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ভারত যে এখনও টিকে আছে, তার প্রধান কারণ গত 70 বছরে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের তৈরি করে যাওয়া বিভিন্ন নীতি ৷ এই প্রসঙ্গে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধি থেকে মনমোহন সিংয়ের ভূমিকার কথাও উল্লেখ করেছে শিবসেনা ৷

শিবসেনার মুখপত্র ‘সামনা’য় প্রকাশিত একটি প্রবন্ধে লেখা হয়েছে, ‘‘ইতিমধ্যেই ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ ৷ তাদের আশঙ্কা, আগামী দিনে ভারত থেকে গোটা পৃথিবীতে আরও প্রবলভাবে ছড়িয়ে পড়বে করোনার ভাইরাস ৷ এই পরিস্থিতে পৃথিবীর প্রত্যেকটি দেশকেই ভারতের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে ৷ পড়শি বাংলাদেশ ভারতে রেমডেসিভিরের 10 হাজার ভায়াল পাঠিয়েছে, ভুটান ভারতকে মেডিক্য়াল অক্সিজেন দিয়েছে ৷ নেপাল, মায়ানমার এবং শ্রীলঙ্কাও ‘আত্মনির্ভর’ ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ৷’’

এই প্রসঙ্গে আলোচনা চালাতে গিয়েই নেহরু-গান্ধি পরিবারের প্রশংসা করা হয়েছে ‘সামনা’র ওই প্রতিবেদনে ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘স্পষ্টভাবে বলতে গেলে বলা যায়, নেহরু-গান্ধিদের তৈরি করা নিয়ম মেনেই আজ টিকে যাচ্ছে ভারত ৷ একাধিক দরিদ্র দেশ ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ৷ এর আগে পাকিস্তান, রুয়ান্ডা এবং কঙ্গোর মতো দেশ অন্যদের কাছ থেকে সাহায্য নিত ৷ কিন্তু, এখনকার শাসকদের ভুল নীতি ভারতের পরিস্থিতি ক্রমশ খারাপ করেছে ৷’’

আরও পড়ুন : অক্সিজেন সরবরাহে নজরদারি চালাতে টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের

এই প্রবন্ধে শিবসেনার কটাক্ষ, একদিকে যখন একের পর এক গরিব দেশ ভারতকে সাহায্য করতে এগিয়ে আসছে, তখনও 20 হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্প থেকে পিছু হঠছে না নরেন্দ্র মোদির সরকার ৷

মুম্বই, 8 মে : করোনা আবহে এবার নেহরু-গান্ধি পরিবারের প্রশংসায় পঞ্চমুখ হল শিবসেনা ৷ তাদের বক্তব্য, ঠিক যখন আশপাশের ছোট ছোট রাষ্ট্রগুলিও ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, তখনও সেন্ট্রাল ভিস্তা প্রকল্প চালিয়ে যাচ্ছে কেন্দ্রের মোদি সরকার ৷ শিবসেনার সাফ কথা, মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ভারত যে এখনও টিকে আছে, তার প্রধান কারণ গত 70 বছরে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের তৈরি করে যাওয়া বিভিন্ন নীতি ৷ এই প্রসঙ্গে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধি থেকে মনমোহন সিংয়ের ভূমিকার কথাও উল্লেখ করেছে শিবসেনা ৷

শিবসেনার মুখপত্র ‘সামনা’য় প্রকাশিত একটি প্রবন্ধে লেখা হয়েছে, ‘‘ইতিমধ্যেই ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ ৷ তাদের আশঙ্কা, আগামী দিনে ভারত থেকে গোটা পৃথিবীতে আরও প্রবলভাবে ছড়িয়ে পড়বে করোনার ভাইরাস ৷ এই পরিস্থিতে পৃথিবীর প্রত্যেকটি দেশকেই ভারতের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে ৷ পড়শি বাংলাদেশ ভারতে রেমডেসিভিরের 10 হাজার ভায়াল পাঠিয়েছে, ভুটান ভারতকে মেডিক্য়াল অক্সিজেন দিয়েছে ৷ নেপাল, মায়ানমার এবং শ্রীলঙ্কাও ‘আত্মনির্ভর’ ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ৷’’

এই প্রসঙ্গে আলোচনা চালাতে গিয়েই নেহরু-গান্ধি পরিবারের প্রশংসা করা হয়েছে ‘সামনা’র ওই প্রতিবেদনে ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘স্পষ্টভাবে বলতে গেলে বলা যায়, নেহরু-গান্ধিদের তৈরি করা নিয়ম মেনেই আজ টিকে যাচ্ছে ভারত ৷ একাধিক দরিদ্র দেশ ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ৷ এর আগে পাকিস্তান, রুয়ান্ডা এবং কঙ্গোর মতো দেশ অন্যদের কাছ থেকে সাহায্য নিত ৷ কিন্তু, এখনকার শাসকদের ভুল নীতি ভারতের পরিস্থিতি ক্রমশ খারাপ করেছে ৷’’

আরও পড়ুন : অক্সিজেন সরবরাহে নজরদারি চালাতে টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের

এই প্রবন্ধে শিবসেনার কটাক্ষ, একদিকে যখন একের পর এক গরিব দেশ ভারতকে সাহায্য করতে এগিয়ে আসছে, তখনও 20 হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্প থেকে পিছু হঠছে না নরেন্দ্র মোদির সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.