নয়াদিল্লি, 4 ডিসেম্বর: তিনরাজ্যে গেরুয়া ঝড় ৷ মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে বিরোধীদের ধরাশায়ী করে বিপুল ভোটে জয়লাভ বিজেপির ৷ উত্তর ভারতের এই তিনরাজ্যকে গেরুয়ায় রাঙিয়ে লোকসভা ভোট নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে সংসদে ঢোকার আগে বিরোধী সাংসদদের ইতিবাচক ভাবমূর্তি নিয়ে চলার বার্তা দিলেন তিনি ৷
প্রধানমন্ত্রী বলেন,"আমি চাই গণতন্ত্রের পতাকা উড়িয়ে রাখতে সকল সাংসদ ঐক্যবদ্ধভাবে কাজ করুক । আমি আলোচনা ও বিতর্কের জন্য নিজেদের প্রস্তুত করার জন্য তাদের কাছে আর্জি জানাচ্ছি ৷ বিরোধীদের রাগ ঝেড়ে ফেলে ইতিবাচক মনোভাব নিয়ে সংসদে আসার এটি একটি সুবর্ণ সুযোগ । সংসদ একটি ফলপ্রসূ এবং গঠনমূলক বিতর্কে ভরা শীতকালীন অধিবেশনের শুরু হতে পারে ।" সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের আগে সাংবাদিকদের মুখোমুখি হন নরেন্দ্র মোদি ৷ সেখানে প্রধানমন্ত্রী জানান, বিধানসভা নির্বাচনের ফল থেকে উৎসাহিত হয়েছেন তিনি ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বলেন, "জনগণ নেতিবাচক চিন্তাভাবনার বিরুদ্ধে ভোট দিয়েছে ।" তিনি বিরোধী সাংসদদের বিধানসভা নির্বাচন নিয়ে বেশি মাথা না ঘামিয়ে জনপ্রতিনিধি হিসাবে নিজেদের কাজ করতে অনুরোধ করেন । তাঁর কথায়, "হতাশা স্বাভাবিক ৷ তবে আপনারা ক্ষোভ প্রকাশ করতে গিয়ে অন্যকে আক্রমণ করবেন না ৷ বরং কাজের দিকে মনোনিবেশ করুন । আমি আপনাদেরকে আপনার অবস্থান কিছুটা পরিবর্তন করার পরামর্শ দেব ৷"
তিনি সাংসদদের সংকীর্ণ মনোভাবকে একপাশে রেখে জীবনের ইতিবাচক দিকগুলিতে মনোযোগ দেওয়ার জন্য পরামর্শ দেন । প্রধানমন্ত্রী বলেন, "গণতন্ত্রের চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য বিরোধীদের একটি দুর্দান্ত ভূমিকা রয়েছে । এটি আপনার ইমেজ মেকওভারেরও সময় । দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য লম্বা ঝাঁপের অপেক্ষা করা যাবে না ৷"
আরও পড়ুন: