ETV Bharat / bharat

Shashi on Rahul Disqualification: রাহুলের সাংসদ পদ খারিজ বিজেপির আত্মঘাতী গোল, দাবি শশীর - ফৌজদারি মানহানির মামলা

রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor Slams BJP) ৷ এই সিদ্ধান্ত বিজেপির আত্মঘাতী গোল বলে তাঁর দাবি ৷

Shashi on Rahul Disqualification
Shashi on Rahul Disqualification
author img

By

Published : Mar 25, 2023, 4:27 PM IST

তিরুঅনন্তপুরম (কেরালা), 25 মার্চ: রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ (Rahul Gandhi Disqualification as MP) করে বিজেপি (BJP) আত্মঘাতী গোল করল ৷ এমনটাই মনে করেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Congress MP Shashi Tharoor) ৷ শনিবার তিনি এই মত প্রকাশ করেছেন ৷ একই সঙ্গে তিনি রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পদক্ষেপের সমালোচনা করেছেন ৷ তাঁর মতে, শেষ পর্যন্ত এই ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলির লাভ হবে ৷ আর লাভবান হবেন রাহুল গান্ধি ৷

প্রসঙ্গত, মোদি পদবি নিয়ে ফৌজদারি মানহানির মামলায় (Criminal Defamation Case) দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধি ৷ তাঁর দু’বছরের সাজা হয়েছে ৷ সেই কারণে 1951 সালের জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী খারিজ হয়ে গিয়েছে রাহুলের সাংসদ পদ ৷ যদিও কংগ্রেস এই ইস্যুতে লাগাতার বিজেপিকে আক্রমণ করে চলেছে ৷ পুরোটাই বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ কংগ্রেসের ৷ সেই একই কথাই শোনা গেল কেরালার তিরুঅনন্তপুরমের সাংসদের মুখে ৷

তাঁর কথায়, এই ঘটনার জেরে ভারতীয় গণতন্ত্রের খারাপ পরিস্থিতি সারা বিশ্বের কাছে উন্মোচিত হয়ে গেল ৷ তাছাড়া সব জায়গায় রাহুল গান্ধির খবরই শিরোনামে রয়েছে ৷ তাই এর জন্য বিজেপিকে ফল ভোগ করতে হবে ৷ কারণ, এর ফলে বিরোধী ঐক্য যা এখনও পর্যন্ত দেখা যাচ্ছিল না, তা আরও জমাট হওয়ার সুযোগ পেয়ে গেল ৷ তাঁর ব্যাখ্যা, কংগ্রেসের বিরোধী আঞ্চলিক দলগুলিও এখন এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে ৷ গণতন্ত্রের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করেছে ৷

কংগ্রেসের এই সাংসদ গুজরাতের সুরাত আদালতের (Surat Court) রায় নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ তাঁর কথায়, "আসলে এমন কিছু আছে যা এই বিষয়ে সঠিক বলে মনে হচ্ছে না ৷" তাঁর দাবি, মামলাকারী আগেই এই মামলায় গুজরাত হাইকোর্টে গিয়েছিলেন ৷ সেখান থেকে স্থগিতাদেশ এনেছিলেন ৷ কিন্তু যেই সুরাত আদালতে এই মামলার বিচারক পরিবর্তন হয়ে গেল, তখনই গুজরাত হাইকোর্ট থেকে মামলা তুলে নেওয়া হল ৷ এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছেন শশী ৷ তাঁর বক্তব্য, "যে লোকটি স্থগিতাদেশ চেয়েছিলেন, তিনি এসে স্থগিতাদেশ প্রত্যাহার করেন এবং মামলাটি পুনরায় শুরু করেন ৷ আর কয়েক দিনের মধ্যে এই রায় পেয়ে যান ।"

একই সঙ্গে তিনি রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পদক্ষেপে পদ্ধতিগত ত্রুটি আছে বলে দাবি করেন ৷ তাঁর দাবি, সাংসদ পদ খারিজের অধিকার সংবিধান একমাত্র দিয়েছে রাষ্ট্রপতিকে ৷ অথচ লোকসভার সচিবালয়ের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির সঙ্গে এই নিয়ে পরামর্শ করা হয়েছে কি না, সেই বিষয়ে কোনও তথ্য নেই ৷ পাশাপাশি এত দ্রুত কেন সদস্য় পদ খারিজ করা হল, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷

আরও পড়ুন: সাংসদ পদ খারিজ করে বা জেলে পাঠিয়ে আমাকে চুপ করানো যাবে না, মোদি-আদানিকে নিশানা রাহুলের

তিরুঅনন্তপুরম (কেরালা), 25 মার্চ: রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ (Rahul Gandhi Disqualification as MP) করে বিজেপি (BJP) আত্মঘাতী গোল করল ৷ এমনটাই মনে করেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Congress MP Shashi Tharoor) ৷ শনিবার তিনি এই মত প্রকাশ করেছেন ৷ একই সঙ্গে তিনি রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পদক্ষেপের সমালোচনা করেছেন ৷ তাঁর মতে, শেষ পর্যন্ত এই ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলির লাভ হবে ৷ আর লাভবান হবেন রাহুল গান্ধি ৷

প্রসঙ্গত, মোদি পদবি নিয়ে ফৌজদারি মানহানির মামলায় (Criminal Defamation Case) দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধি ৷ তাঁর দু’বছরের সাজা হয়েছে ৷ সেই কারণে 1951 সালের জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী খারিজ হয়ে গিয়েছে রাহুলের সাংসদ পদ ৷ যদিও কংগ্রেস এই ইস্যুতে লাগাতার বিজেপিকে আক্রমণ করে চলেছে ৷ পুরোটাই বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ কংগ্রেসের ৷ সেই একই কথাই শোনা গেল কেরালার তিরুঅনন্তপুরমের সাংসদের মুখে ৷

তাঁর কথায়, এই ঘটনার জেরে ভারতীয় গণতন্ত্রের খারাপ পরিস্থিতি সারা বিশ্বের কাছে উন্মোচিত হয়ে গেল ৷ তাছাড়া সব জায়গায় রাহুল গান্ধির খবরই শিরোনামে রয়েছে ৷ তাই এর জন্য বিজেপিকে ফল ভোগ করতে হবে ৷ কারণ, এর ফলে বিরোধী ঐক্য যা এখনও পর্যন্ত দেখা যাচ্ছিল না, তা আরও জমাট হওয়ার সুযোগ পেয়ে গেল ৷ তাঁর ব্যাখ্যা, কংগ্রেসের বিরোধী আঞ্চলিক দলগুলিও এখন এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে ৷ গণতন্ত্রের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করেছে ৷

কংগ্রেসের এই সাংসদ গুজরাতের সুরাত আদালতের (Surat Court) রায় নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ তাঁর কথায়, "আসলে এমন কিছু আছে যা এই বিষয়ে সঠিক বলে মনে হচ্ছে না ৷" তাঁর দাবি, মামলাকারী আগেই এই মামলায় গুজরাত হাইকোর্টে গিয়েছিলেন ৷ সেখান থেকে স্থগিতাদেশ এনেছিলেন ৷ কিন্তু যেই সুরাত আদালতে এই মামলার বিচারক পরিবর্তন হয়ে গেল, তখনই গুজরাত হাইকোর্ট থেকে মামলা তুলে নেওয়া হল ৷ এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছেন শশী ৷ তাঁর বক্তব্য, "যে লোকটি স্থগিতাদেশ চেয়েছিলেন, তিনি এসে স্থগিতাদেশ প্রত্যাহার করেন এবং মামলাটি পুনরায় শুরু করেন ৷ আর কয়েক দিনের মধ্যে এই রায় পেয়ে যান ।"

একই সঙ্গে তিনি রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পদক্ষেপে পদ্ধতিগত ত্রুটি আছে বলে দাবি করেন ৷ তাঁর দাবি, সাংসদ পদ খারিজের অধিকার সংবিধান একমাত্র দিয়েছে রাষ্ট্রপতিকে ৷ অথচ লোকসভার সচিবালয়ের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির সঙ্গে এই নিয়ে পরামর্শ করা হয়েছে কি না, সেই বিষয়ে কোনও তথ্য নেই ৷ পাশাপাশি এত দ্রুত কেন সদস্য় পদ খারিজ করা হল, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷

আরও পড়ুন: সাংসদ পদ খারিজ করে বা জেলে পাঠিয়ে আমাকে চুপ করানো যাবে না, মোদি-আদানিকে নিশানা রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.