ETV Bharat / bharat

Adhir Rashtrapatni Row: "হিন্দিটা আমার মতন, এবার বিষয়টা শেষ করুন", অধীরের পাশে শশী - Sonia Gandhi

রাষ্ট্রপতির বদলে 'রাষ্ট্রপত্নী' বলে ফেলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ বিজেপি-কংগ্রেস যুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ ৷ সোনিয়া গান্ধির কাছ থেকেও ক্ষমা দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা ৷ এবার এগিয়ে এলেন শশী থারুর (Adhir Rashtrapatni Row) ৷

Sashi Tharoor over Rashtrapatni Remark
রাষ্ট্রপত্নী বিতর্কে শশী থারুর
author img

By

Published : Jul 31, 2022, 9:30 AM IST

রায়পুর, 31 জুলাই: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'রাষ্ট্রপত্নী' বলা নিয়ে অধীর চৌধুরীর পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ অনুরোধ করলেন, এ নিয়ে অহেতুক চর্চা শেষ করতে ৷ দেশে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং দুশ্চিন্তার বিষয় আছে ৷ ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের একটি সর্বভারতীয় সভায় (All India Professional Congress) বক্তৃতা দেওয়ার সময় তিনি একথা বলেন (Shashi Tharoor defends Adhir Ranjan Chowdhury over President Remark Row) ৷

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জনকে সংসদে দাঁড়িয়ে কথাই বলতে দেওয়া হয়নি ৷ থারুর বলেন, "সংসদে ঢোকার আগেই অধীর জানিয়েছেন যে তিনি ভুল করে ফেলেছেন ৷ এর পিছনে কোনও খারাপ উদ্দেশ্য নেই ৷ তাঁকে কথা বলতেই দেওয়া হল না ৷" এদিকে স্মৃতি ইরানি 10 মিনিট ধরে কথা বলে গেলেন ৷ তাঁকে কেউ থামাননি, অভিযোগ বর্ষীয়ান কংগ্রেস নেতার ৷

এবার এই বিষয়টি থেকে বেরনো উচিত ৷ শশী বলেন, "একজনকে তো কিছু বলতে দিতে হবে ৷ অধীর দু-দু'বার বলতে চেষ্টা করেছেন ৷ কিন্তু তাঁর মাইকটাই অন করা হয়নি ৷" এর সঙ্গে সরকারের দুর্নীতি জড়িত নয়, আর না-তো তাঁকে অবহেলা করা হয়েছে ৷ অধীরের হিন্দি উচ্চারণে ত্রুটি প্রসঙ্গে তিনি নিজের তুলনা টেনে বলেন, "একজন, যাঁর হিন্দি হয়তো আমার মতন, একটা ভুল করে ফেলেছেন ৷ তিনি সেটা মেনেও নিয়েছেন ৷ এবার এটা ছেড়ে এগিয়ে চলুন ৷"

আরও পড়ুন: 'রাষ্ট্রপত্নী' বিতর্কে রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমা চাইলেন অধীর

শুক্রবার কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে 'রাষ্ট্রপত্নী' মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে চিঠিতে লেখেন, "আপনি যে পদে রয়েছেন, তা উল্লেখ করতে গিয়ে আমি একটি ভুল শব্দ বলে ফেলেছি ৷ এর জন্য আমি দুঃখিত ৷ আমি নিশ্চিত করে জানাচ্ছি, এটা শুধুমাত্র উচ্চারণের ত্রুটি মাত্র ৷ এর জন্য আমি ক্ষমা চাইছি এবং আপনাকে তা গ্রহণ করতে অনুরোধ করব ৷" বৃহস্পতিবার কংগ্রেস নেতা জানিয়েছিলেন, তিনি বাঙালি ৷ তাই হিন্দি বলায় খুব একটা সাবলীল নন এবং তার জেরেই এমন শব্দ বিভ্রাট ৷ রাষ্ট্রপতি যদি তাঁর এই শব্দে অসম্মানিত বোধ করে থাকেন, তাহলে তিনি (অধীর চৌধুরী) নিজে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে আসবেন ৷

বৃহস্পতিবার 'রাষ্ট্রপত্নী' মন্তব্যে বিজেপি-কংগ্রেস বাগযুদ্ধে উত্তাল হয়ে ওঠে সংসদের বাদল অধিবেশন ৷ এমনকী এর জন্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকেও আক্রমণ করতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও নির্মলা সীতারমন ৷

আরও পড়ুন: 'রাষ্ট্রপত্নী' মন্তব্যের জের ! অধীরকে তলব জাতীয় মহিলা কমিশনের, দায়ের এফআইআর

রায়পুর, 31 জুলাই: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'রাষ্ট্রপত্নী' বলা নিয়ে অধীর চৌধুরীর পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ অনুরোধ করলেন, এ নিয়ে অহেতুক চর্চা শেষ করতে ৷ দেশে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং দুশ্চিন্তার বিষয় আছে ৷ ছত্তিশগড়ের রায়পুরে কংগ্রেসের একটি সর্বভারতীয় সভায় (All India Professional Congress) বক্তৃতা দেওয়ার সময় তিনি একথা বলেন (Shashi Tharoor defends Adhir Ranjan Chowdhury over President Remark Row) ৷

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জনকে সংসদে দাঁড়িয়ে কথাই বলতে দেওয়া হয়নি ৷ থারুর বলেন, "সংসদে ঢোকার আগেই অধীর জানিয়েছেন যে তিনি ভুল করে ফেলেছেন ৷ এর পিছনে কোনও খারাপ উদ্দেশ্য নেই ৷ তাঁকে কথা বলতেই দেওয়া হল না ৷" এদিকে স্মৃতি ইরানি 10 মিনিট ধরে কথা বলে গেলেন ৷ তাঁকে কেউ থামাননি, অভিযোগ বর্ষীয়ান কংগ্রেস নেতার ৷

এবার এই বিষয়টি থেকে বেরনো উচিত ৷ শশী বলেন, "একজনকে তো কিছু বলতে দিতে হবে ৷ অধীর দু-দু'বার বলতে চেষ্টা করেছেন ৷ কিন্তু তাঁর মাইকটাই অন করা হয়নি ৷" এর সঙ্গে সরকারের দুর্নীতি জড়িত নয়, আর না-তো তাঁকে অবহেলা করা হয়েছে ৷ অধীরের হিন্দি উচ্চারণে ত্রুটি প্রসঙ্গে তিনি নিজের তুলনা টেনে বলেন, "একজন, যাঁর হিন্দি হয়তো আমার মতন, একটা ভুল করে ফেলেছেন ৷ তিনি সেটা মেনেও নিয়েছেন ৷ এবার এটা ছেড়ে এগিয়ে চলুন ৷"

আরও পড়ুন: 'রাষ্ট্রপত্নী' বিতর্কে রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমা চাইলেন অধীর

শুক্রবার কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে 'রাষ্ট্রপত্নী' মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে চিঠিতে লেখেন, "আপনি যে পদে রয়েছেন, তা উল্লেখ করতে গিয়ে আমি একটি ভুল শব্দ বলে ফেলেছি ৷ এর জন্য আমি দুঃখিত ৷ আমি নিশ্চিত করে জানাচ্ছি, এটা শুধুমাত্র উচ্চারণের ত্রুটি মাত্র ৷ এর জন্য আমি ক্ষমা চাইছি এবং আপনাকে তা গ্রহণ করতে অনুরোধ করব ৷" বৃহস্পতিবার কংগ্রেস নেতা জানিয়েছিলেন, তিনি বাঙালি ৷ তাই হিন্দি বলায় খুব একটা সাবলীল নন এবং তার জেরেই এমন শব্দ বিভ্রাট ৷ রাষ্ট্রপতি যদি তাঁর এই শব্দে অসম্মানিত বোধ করে থাকেন, তাহলে তিনি (অধীর চৌধুরী) নিজে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে আসবেন ৷

বৃহস্পতিবার 'রাষ্ট্রপত্নী' মন্তব্যে বিজেপি-কংগ্রেস বাগযুদ্ধে উত্তাল হয়ে ওঠে সংসদের বাদল অধিবেশন ৷ এমনকী এর জন্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকেও আক্রমণ করতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও নির্মলা সীতারমন ৷

আরও পড়ুন: 'রাষ্ট্রপত্নী' মন্তব্যের জের ! অধীরকে তলব জাতীয় মহিলা কমিশনের, দায়ের এফআইআর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.