ETV Bharat / bharat

Sharad Yadav: কংগ্রেস-বিরোধী তরুণ নেতা হিসেবে শুরু, ফিরে দেখা শরদ পাওয়ারের পাঁচ দশকের রাজনৈতিক সফর - A socialist leader

স্বাধীনতার পরে দু'দশক কেটেছে ৷ দেশে তখন কংগ্রেস জমানা ৷ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷ প্রাচীন শাসকদলটির বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভ জমছে ৷ জন্ম নিচ্ছে সামাজিক আন্দোলন ৷ সেই সময়ের তরুণ নেতা শরদ যাদব (Sharad Yadav Political Journey) ৷

Sharad Yadav
শরদ যাদব
author img

By

Published : Jan 13, 2023, 9:49 AM IST

Updated : Jan 13, 2023, 10:26 AM IST

নয়াদিল্লি, 13 জানুয়ারি: সত্তরের দশক ৷ উত্তাল দেশ ৷ কংগ্রেসের বিরোধী জনমত সংগঠনেক কাজ করে চলেছে জনতা দল । লোক দলের সঙ্গে জোটও বাঁধছে জনতা দল ৷ সেই সময় সমাজবাদী আন্দোলনে উদ্বুদ্ধ একঝাঁক তরুণ নেতারা পথে নেমেছেন ৷ দেশের বিভিন্ন অংশে ডানা মেলেছিল সমাজবাদী আন্দোলন। লালুপ্রসাদ যাদব, নীতীশ কুমার, রামবিলাস পাসোয়ান, রবিশংকর প্রসাদ আর শরদ যাদব সকলেই উঠে এসেছিলেন এই আন্দোলন থেকেই ৷ তালিকাটা অবশ্য আরও অনেক লম্বা । বর্ষীয়ান এই নেতা বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷

রাজনৈতিক জীবনে অনেক মোড় দেখেছেন এই নেতা ৷ দল ছেড়েছেন, গড়েছেন ৷ জোটের অংশ হয়েছেন । বেরিয়েও গিয়েছেন । রাজনৈতিক সতীর্থরা কখনও শত্রু হয়েছে ৷ কখনও তিনি নিজেই ফিরে গিয়েছেন বন্ধুদের কাছে ৷ কেমন ছিল তাঁর পাঁচ দশকের দীর্ঘ রাজনৈতিক জীবন (A socialist leader whose political journey saw turns, splits and alliances) ?

1947 সালের 1 জুলাই মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের বাবাই গ্রামে জন্মগ্রহণ করেন সমাজবাদী আন্দোলনের নেতা (tall socialist leader) শরদ যাদব ৷ রাজনীতিতে তিনি পা রাখেন সত্তরের দশকে ৷ 1974 সালে মধ্যপ্রদেশের জব্বলপুরে লোকসভা উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন তিনি ৷ সে সময় দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷

জরুরি অবস্থা (25 June, 1975 - 21 March, 1977) উঠে গিয়েছে ৷ কিন্তু দেশে ইমার্জেন্সি-বিরোধী আন্দোলন চলছে এবং তার অন্যতম নেতা শরদ যাদব ৷ 1979 সালে তিনি লোকদলের জাতীয় সাধারণ সম্পাদক হন (national general secretary of the Lok Dal) ৷ 1987 সালে জনতা দল গঠনের আগে নানারকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন ৷ এরপর 1988 সালে দেশের ভিপি সিংয়ের নেতৃত্বে জনতা দল তৈরি হয় ৷ এর অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী হন ভিপি সিং । কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা হয় শরদের । বস্ত্র মন্ত্রক ছাড়াও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্ব পান । ঠিক দশ বছর বাদে মাধেপুরা লোকসভা কেন্দ্র থেকে লালুপ্রসাদ যাদবকে হারিয়ে কেরিয়ারের রাজনৈতিক সাফল্যের চরমে পৌঁছন শরদ । জায়গা মেলে অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভাতেও ।

আরও পড়ুন: প্রয়াত শদর যাদব, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

নয়াদিল্লি, 13 জানুয়ারি: সত্তরের দশক ৷ উত্তাল দেশ ৷ কংগ্রেসের বিরোধী জনমত সংগঠনেক কাজ করে চলেছে জনতা দল । লোক দলের সঙ্গে জোটও বাঁধছে জনতা দল ৷ সেই সময় সমাজবাদী আন্দোলনে উদ্বুদ্ধ একঝাঁক তরুণ নেতারা পথে নেমেছেন ৷ দেশের বিভিন্ন অংশে ডানা মেলেছিল সমাজবাদী আন্দোলন। লালুপ্রসাদ যাদব, নীতীশ কুমার, রামবিলাস পাসোয়ান, রবিশংকর প্রসাদ আর শরদ যাদব সকলেই উঠে এসেছিলেন এই আন্দোলন থেকেই ৷ তালিকাটা অবশ্য আরও অনেক লম্বা । বর্ষীয়ান এই নেতা বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷

রাজনৈতিক জীবনে অনেক মোড় দেখেছেন এই নেতা ৷ দল ছেড়েছেন, গড়েছেন ৷ জোটের অংশ হয়েছেন । বেরিয়েও গিয়েছেন । রাজনৈতিক সতীর্থরা কখনও শত্রু হয়েছে ৷ কখনও তিনি নিজেই ফিরে গিয়েছেন বন্ধুদের কাছে ৷ কেমন ছিল তাঁর পাঁচ দশকের দীর্ঘ রাজনৈতিক জীবন (A socialist leader whose political journey saw turns, splits and alliances) ?

1947 সালের 1 জুলাই মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের বাবাই গ্রামে জন্মগ্রহণ করেন সমাজবাদী আন্দোলনের নেতা (tall socialist leader) শরদ যাদব ৷ রাজনীতিতে তিনি পা রাখেন সত্তরের দশকে ৷ 1974 সালে মধ্যপ্রদেশের জব্বলপুরে লোকসভা উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন তিনি ৷ সে সময় দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ৷

জরুরি অবস্থা (25 June, 1975 - 21 March, 1977) উঠে গিয়েছে ৷ কিন্তু দেশে ইমার্জেন্সি-বিরোধী আন্দোলন চলছে এবং তার অন্যতম নেতা শরদ যাদব ৷ 1979 সালে তিনি লোকদলের জাতীয় সাধারণ সম্পাদক হন (national general secretary of the Lok Dal) ৷ 1987 সালে জনতা দল গঠনের আগে নানারকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন ৷ এরপর 1988 সালে দেশের ভিপি সিংয়ের নেতৃত্বে জনতা দল তৈরি হয় ৷ এর অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী হন ভিপি সিং । কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা হয় শরদের । বস্ত্র মন্ত্রক ছাড়াও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্ব পান । ঠিক দশ বছর বাদে মাধেপুরা লোকসভা কেন্দ্র থেকে লালুপ্রসাদ যাদবকে হারিয়ে কেরিয়ারের রাজনৈতিক সাফল্যের চরমে পৌঁছন শরদ । জায়গা মেলে অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভাতেও ।

আরও পড়ুন: প্রয়াত শদর যাদব, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

Last Updated : Jan 13, 2023, 10:26 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.