কারাড (মহারাষ্ট্র), 3 জুলাই: সাম্প্রদায়িক বিভাজন রুখতে ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলার পক্ষে সওয়াল করলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র প্রধান শরদ পাওয়ার ৷ সোমবার তিনি বলেন, ‘‘মহারাষ্ট্র ও দেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চলছে । শান্তিপ্রিয় নাগরিকদের মধ্যে ভীতি সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে ৷’’
প্রসঙ্গত, শরদ পাওয়ারের দলে রবিবার দুপুরের পর থেকে অস্থিরতা তৈরি হয়েছে ৷ তাঁর ভাইপো অজিত পাওয়ার বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন ৷ শিবসেনা ও বিজেপি জোটের সরকারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ অজিতের দাবি, তাঁর সঙ্গে রয়েছেন এনসিপি-র অধিকাংশ বিধায়ক ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর সঙ্গেই ছিলেন বিধায়ক ছগন ভুজবল ও সাংসদ প্রফুল প্যাটেল ৷ ভুজবল মন্ত্রীও হয়েছেন ৷
এই ঘটনাকে ‘ডাকাতি’ বলে উল্লেখ করেছেন পাওয়ার৷ প্রতিষ্ঠাতা হিসেবে তিনিই যে এখনও শিবসেনার ধারক-বাহক, তা বোঝানোর চেষ্টা করেছেন ৷ কিন্তু তাঁর পক্ষ থেকে অজিতদের বিরুদ্ধ কোনও কড়া আক্রমণ করা হয়নি ৷ অন্যদিকে অজিত-প্রফুলরা পাওয়ারকেই তাঁদের নেতা হিসেবে এখনও উল্লেখ করছেন ৷
আরও পড়ুন: বিরাশিতেও দলের মুখ তিনিই, ভাইপোর দলত্যাগের পরেও আত্মবিশ্বাসী শরদ
এই পরিস্থিতিতে কোনও কোনও মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে, তাহলে কি বিজেপির সঙ্গে সমঝোতার নেপথ্যে পাওয়ারই রয়েছেন ? আর সেটা যদি সত্যি হয়, তাহলে বিরোধী জোটের ভবিষ্যৎ কি ? এই পরিস্থিতি সোমবার মারাঠা রাজনীতির এই স্ট্রংম্যানের নিজের বক্তব্যের মাধ্যমে বিজেপি বিরোধিতার স্বর আরও জোরালো করার চেষ্টা করেছেন ৷
-
NCP chief Sharad Pawar, says "Many from there (Ajit Pawar) camp called me and said that their ideology is not different from that of NCP and they will take a final call in the next few days" pic.twitter.com/AnjbSxesC3
— ANI (@ANI) July 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">NCP chief Sharad Pawar, says "Many from there (Ajit Pawar) camp called me and said that their ideology is not different from that of NCP and they will take a final call in the next few days" pic.twitter.com/AnjbSxesC3
— ANI (@ANI) July 3, 2023NCP chief Sharad Pawar, says "Many from there (Ajit Pawar) camp called me and said that their ideology is not different from that of NCP and they will take a final call in the next few days" pic.twitter.com/AnjbSxesC3
— ANI (@ANI) July 3, 2023
82 বছর বয়সি এ দিন গুরু পূর্ণিমা উপলক্ষ্যে প্রীতি সঙ্গম অনুষ্ঠানে অংশ নেন ৷ সেখানেই তিনি বিজেপির বিরুদ্ধে বার্তা দেন৷ বলেন, ‘‘আমাদের দেশের গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে ৷’’ আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকারে অজিত পাওয়ার ও অন্য আটজনের অন্তর্ভুক্তি নিয়ে তিনি বলেন, ‘‘আমাদের কিছু লোক অন্য দল ভাঙার বিজেপির কৌশলের শিকার হয়েছে ৷’’
তবে এ দিন শুধু বার্তা দিয়েই থেমে যাননি শরদ পাওয়ার ৷ বরং পুনে থেকে কানাড আসার পথে রাস্তার ধারে অপেক্ষমান সমর্থকদের অনেকের সঙ্গে তিনি কথা বলেন ৷ যে অনুষ্ঠানস্থলে এ দিন তিনি আসেন, সেখানেও এনসিপি-র অনেক সমর্থক উপস্থিত ছিলেন ৷ তাঁদের সঙ্গেও তিনি কথা বলেন ৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের পৃথ্বিরাজ চহ্বন ৷ তিনিও পাওয়ারের পাশে থাকার বার্তা দেন ৷
আরও পড়ুন: ভাইপো'র হাতেই ভাঙল শরদের দল, 40 বিধায়ক নিয়ে এনডিএ জোটে অজিত; নিলেন শপথ