মুম্বই, 25 জানুয়ারি: যে কৃষকরা দিল্লির সীমায় বসে গত 60 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কেন প্রধানমন্ত্রী তাঁদের খোঁজ নিচ্ছেন না৷ সোমবার কৃষক আন্দোলন ইশুতে ঠিক এই ভাষাতেই নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ এদিন মুম্বইয়ের আজাদ ময়দানে কৃষকদের জমায়েতের সামনে ভাষণ দেন শরদ৷ কেন্দ্র নয়া তিনটি কৃষি আইন প্রত্য়াহার না করায় কড়া ভাষায় তার প্রতিবাদ জানান ৷ তাঁর কটাক্ষ, যে কৃষকরা খোলা আকাশের নীচে আন্দোলনে শামিল হয়েছেন, তাঁরা কি পাকিস্তান থেকে এসেছেন! প্রসঙ্গত, নয়া তিন কৃষি আইনের প্রতিবাদ জানাতেই মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসে মুম্বইয়ের আজাদ ময়দানে জড়ো হয়েছেন৷ একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন তাঁরা৷
নয়া কৃষি আইন ও কৃষক আন্দোলন ইশুতে মহারাষ্ট্রের রাজ্য়পাল ভগৎ সিং কোশিয়ারিরও সমালোচনা করেছেন শরদ৷ তিনি বলেন, ‘‘মহারাষ্ট্র কোনও দিন এমন রাজ্য়পাল পায়নি৷ কঙ্গনা রানাওয়াতের সঙ্গে দেখা করার সময় আছে তাঁর৷ কিন্তু কৃষকদের সঙ্গে কথা বলার সময় নেই৷ কিন্তু কৃষকদের সঙ্গে দেখা করা ও কথা বলাটা তাঁর নৈতিক কর্তব্য৷’’
আরও পড়ুন: ট্রাক্টর মিছিলে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র, পাকিস্তান থেকে চালানো হচ্ছে একাধিক টুইটার হ্যান্ডেল !
সর্বভারতীয় কৃষক সভার (এআইকেএস) মহারাষ্ট্র শাখার তরফে একটি বিবৃতি জারি জানানো হয়েছে, গত শনিবারই নাসিক থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তত 15 হাজার কৃষক৷ রাজ্য়ের এই কৃষক আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছে এনসিপি, কংগ্রেস ও শিবসেনা৷ স্থির হয়েছে, এই তিন দলের শীর্ষস্থানীয় নেতারা কৃষকদের জমায়েতে ভাষণ দেবেন৷ মুম্বই আসার পথে কৃষকদের ফুল দিয়ে অভ্য়র্থনা জানিয়েছেন ইগতপুরী ও শাহপুরের বিভিন্ন কলকারখানার সিটু-র শ্রমিক সদস্য়রা৷ সাধারণতন্ত্র দিবস পর্যন্ত কৃষকদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে৷