গোন্ডা (উত্তরপ্রদেশ), 31 জানুয়ারি : উত্তরপ্রদেশ পিকআপ ভ্যান উল্টে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে (4 People Dead in Uttar Pradesh After Pickup Van Overturns) ৷ আহত হয়েছেন 25 জন ৷ সোমবার সকালে উত্তরপ্রদেশের গোন্ডা জেলার তারাবগঞ্জ থানার রানীপুর হিল এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে (Pickup Van Overturns in Uttar Pradesh) ৷ গাড়িটি প্রয়াগরাজে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল ৷
আরও পড়ুন : Pakur Road Accident : ঝাড়খণ্ডের পাকুড়ে বাসের পিছনে ট্রাকের ধাক্কা, মৃত অন্তত 16
উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, গাঙ্গওয়াল থেকে প্রয়াগরাজ যাচ্ছিল পিকআপ ভ্যানটি ৷ গাড়িতে উপস্থিত সকলেই তীর্থযাত্রী ছিলেন ৷ তাঁরা সবাই উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ ঘটনায় আহত 15 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ তীর্থযাত্রীদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি ৷ আহতদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ ৷