ETV Bharat / bharat

Emergency Alert in Phone: ফোনের ঘনঘন সাইরেনে আতঙ্কিত ? বিশেষ পরীক্ষা চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ - পরীক্ষা চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ

মোবাইল ফোনে হঠাৎ সাইরেন বাজল ? একের পর এক মেসেজ ঢুকছে ? এতে কিছু করার নেই ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ একটি পরীক্ষা চালাচ্ছে ৷ তার জন্যেই এমন আজব কাণ্ড কারখানা হচ্ছে ফোনে ৷

ETV Bharat
ফোনে সাইরেন বাজলে আতঙ্কিত হওয়ার দরকার নেই
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 12:47 PM IST

Updated : Sep 21, 2023, 1:55 PM IST

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: সাতসকালে ফোনে সাইরেনের শব্দ বেজে উঠেছে ? এর সঙ্গে একর পর এক মেসেজও ঢুকছে ? আর সেই মেসেজ নিজে থেকেই পড়া হয়ে যাচ্ছে ৷ এমন অদ্ভুতূড়ে কাণ্ড হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ এমনটাই জানিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ৷ এনডিএমএ সকালে সেল ব্রডকাস্টিং সিস্টেমের পরীক্ষা-নিরীক্ষা করছিল ৷ তার ফলেই এভাবে মোবাইলে মেসেজ এসেছিল। তবে অ্যাপল ফোনে এই মেসেজ বা সাইরেন বেজে ওঠেনি বলেই জানা গিয়েছে ৷

তার জন্য দেশের প্রায় সব ফোনেই নমুনাস্বরূপ কয়েকটি অ্যালার্ট পাঠিয়েছে বিপর্যয় মোকাবিলা সংস্থা ৷ তার ফলেই মোবাইলে মাঝে মাঝে সাইরেনের শব্দ বেজে উঠছে ৷ কখনও বা মেসেজের পর মেসেজ আসছে ৷ তবে আপনাকে কিছুই করতে হবে না ৷ আর ভয় পাওয়ারও কোনও দরকার নেই ৷

এই সাইরেন, মেসেজগুলি আসলে বিপদকালীন সংকেত ৷ একটি বার্তাও আসছে মোবাইল ফোনে ৷ তাতে জানানো হয়েছে, "একটা নমুনা পরীক্ষার জন্য পাঠানো মেসেজ ৷ ভারত সরকারের টেলিকমিউনিকেশন দফতর থেকে সেল ব্রডকাস্টিং সিস্টেম দেশের প্রায় সব মোবাইলে এই সতর্ককীরণ মেসেজ পাঠাচ্ছে ৷ তাই আপনাকে কিছু করতে হবে না ৷"

একদিকে মোবাইল ফোনে হঠাৎ সাইরেন বেজে উঠছে ৷ চমকে উঠছে ফোনের কাছে থাকা মানুষ ৷ অন্যদিকে মেসেজ আসছে ৷ তাতে লেখা, "অনুগ্রহ করে, এই মেসেজটি উপেক্ষা করুম ৷ গ্রাহকদের এর জন্য় কিছু করতে হবে না ৷"

বৃহস্পতিবার সকাল 11.41 মিনিটে সবচেয়ে বেশি সংখ্যায় অ্যান্ড্রয়েড ফোনে সাইরেন বেজেছে ৷ দিনের শুরুতে এই সময় অফিসের কাজের ব্যস্ততা তুঙ্গে ৷ এর মধ্যেই কাজ করতে করতে হঠাৎ চমকে উঠছেন সবাই ৷ তারপরই ভেসে উঠছে "এটি প্যান-ইন্ডিয়া ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমের অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে" ৷ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা এনডিএমএ এই পরীক্ষা চালাচ্ছে ৷ এই মেসেজে তারিখ ও সময় দেওয়া হচ্ছে ৷ তাতে আরও জানানো হচ্ছে, বিপদকালীন সময়ে জনসাধারণে নিরাপত্তাসূচক এবং সময়মতো অ্যালার্ট করা হচ্ছে ৷

আরও পড়ুন: পেগাসাস তদন্তে সহযোগিতা করেনি কেন্দ্র, চাঞ্চল্যকর দাবি আদালত নিযুক্ত কমিটির

দুপুর 12.04 মিনিটে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে দ্বিতীয় একটি মেসেজ আসছে মোবাইলে ৷ সেটি আঞ্চলিক ভাষায় লেখা ৷ টেলিকমিউনিকেশন দফতর থেকেই এই মেসেজ পাঠানো হচ্ছে ৷ 12.25 মিনিটে তৃতীয় মেসেজটি ফোনে এসেছে ৷ সেটি হিন্দিতে লেখা ৷

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: সাতসকালে ফোনে সাইরেনের শব্দ বেজে উঠেছে ? এর সঙ্গে একর পর এক মেসেজও ঢুকছে ? আর সেই মেসেজ নিজে থেকেই পড়া হয়ে যাচ্ছে ৷ এমন অদ্ভুতূড়ে কাণ্ড হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ এমনটাই জানিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ৷ এনডিএমএ সকালে সেল ব্রডকাস্টিং সিস্টেমের পরীক্ষা-নিরীক্ষা করছিল ৷ তার ফলেই এভাবে মোবাইলে মেসেজ এসেছিল। তবে অ্যাপল ফোনে এই মেসেজ বা সাইরেন বেজে ওঠেনি বলেই জানা গিয়েছে ৷

তার জন্য দেশের প্রায় সব ফোনেই নমুনাস্বরূপ কয়েকটি অ্যালার্ট পাঠিয়েছে বিপর্যয় মোকাবিলা সংস্থা ৷ তার ফলেই মোবাইলে মাঝে মাঝে সাইরেনের শব্দ বেজে উঠছে ৷ কখনও বা মেসেজের পর মেসেজ আসছে ৷ তবে আপনাকে কিছুই করতে হবে না ৷ আর ভয় পাওয়ারও কোনও দরকার নেই ৷

এই সাইরেন, মেসেজগুলি আসলে বিপদকালীন সংকেত ৷ একটি বার্তাও আসছে মোবাইল ফোনে ৷ তাতে জানানো হয়েছে, "একটা নমুনা পরীক্ষার জন্য পাঠানো মেসেজ ৷ ভারত সরকারের টেলিকমিউনিকেশন দফতর থেকে সেল ব্রডকাস্টিং সিস্টেম দেশের প্রায় সব মোবাইলে এই সতর্ককীরণ মেসেজ পাঠাচ্ছে ৷ তাই আপনাকে কিছু করতে হবে না ৷"

একদিকে মোবাইল ফোনে হঠাৎ সাইরেন বেজে উঠছে ৷ চমকে উঠছে ফোনের কাছে থাকা মানুষ ৷ অন্যদিকে মেসেজ আসছে ৷ তাতে লেখা, "অনুগ্রহ করে, এই মেসেজটি উপেক্ষা করুম ৷ গ্রাহকদের এর জন্য় কিছু করতে হবে না ৷"

বৃহস্পতিবার সকাল 11.41 মিনিটে সবচেয়ে বেশি সংখ্যায় অ্যান্ড্রয়েড ফোনে সাইরেন বেজেছে ৷ দিনের শুরুতে এই সময় অফিসের কাজের ব্যস্ততা তুঙ্গে ৷ এর মধ্যেই কাজ করতে করতে হঠাৎ চমকে উঠছেন সবাই ৷ তারপরই ভেসে উঠছে "এটি প্যান-ইন্ডিয়া ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমের অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে" ৷ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা এনডিএমএ এই পরীক্ষা চালাচ্ছে ৷ এই মেসেজে তারিখ ও সময় দেওয়া হচ্ছে ৷ তাতে আরও জানানো হচ্ছে, বিপদকালীন সময়ে জনসাধারণে নিরাপত্তাসূচক এবং সময়মতো অ্যালার্ট করা হচ্ছে ৷

আরও পড়ুন: পেগাসাস তদন্তে সহযোগিতা করেনি কেন্দ্র, চাঞ্চল্যকর দাবি আদালত নিযুক্ত কমিটির

দুপুর 12.04 মিনিটে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে দ্বিতীয় একটি মেসেজ আসছে মোবাইলে ৷ সেটি আঞ্চলিক ভাষায় লেখা ৷ টেলিকমিউনিকেশন দফতর থেকেই এই মেসেজ পাঠানো হচ্ছে ৷ 12.25 মিনিটে তৃতীয় মেসেজটি ফোনে এসেছে ৷ সেটি হিন্দিতে লেখা ৷

Last Updated : Sep 21, 2023, 1:55 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.