ETV Bharat / bharat

Dubai Job Fraud: চাকরির খোঁজে গিয়ে দুবাইয়ে বন্দি উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের 5 যুবক, ভিডিয়ো বার্তায় সাহায্যের আর্জি - পাসপোর্ট বাজেয়াপ্ত করা

চাকরি দেবে বলে উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের পাঁচ যুবককে দুবাই পাঠিয়ে ছিল এজেন্টরা ৷ তারপর সেখানে পৌঁছতেই পাঁচ যুবকের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় ৷ মজুরি না দিয়ে আটকে রাখা হয় ৷ এহেন পরিস্থিতির কথা জানিয়ে ভিডিয়ো পোস্ট করে সরকারের কাছে সাহায্য চাইলেন যুবকরা ৷

Etv Bharat
আটকে পড়া তিন যুবক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 10:31 PM IST

কাশীপুর (উত্তরাখণ্ড), 29 সেপ্টেম্বর: চাকরির সন্ধানে দুবাইয়ে গিয়েছিলেন পাঁচ যুবক ৷ এরপর সেখানেই বন্দি করা হয় তাঁদের ৷ তাঁরা উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ওই ব্যক্তিদের করা একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে ৷ সেই ভিডিয়োতে দেখা গিয়েছে যুবকরা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সরকারের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন ৷ তবে যুবকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী ধামির কাছে ৷

যুবকরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়টি জানিয়েছেন ৷ পাশাপাশি অনুরোধ করেছেন তাঁদের ভারতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ৷ এই কথা জানার পর পরিবারের সদস্যরা তাঁদের দুবাই পাঠানোর এজেন্টদের জানালে তাঁরা দেড় লাখ টাকা দাবি করে ৷ এরপর বিষয়টি নিয়ে যুবকদের পরিবার বিদেশমন্ত্রক ও মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে একটি চিঠি পাঠিয়ে তাঁদের ফিরিয়ে আনার অনুরোধ করেছে ৷

উত্তরাখণ্ড সীমান্তে অবস্থিত রায়পুরী গ্রামের বাসিন্দা শীলা দেবী জানান, দু'মাস আগে দিল্লির দুই এজেন্ট এদের দুবাই পাঠায় ৷ যার মধ্যে ছিল তাঁর ছেলে অমিত কুমার ৷ এছাড়াও রায়পুরীর বাসিন্দা দিলশাদ, অঙ্গদপুর গ্রামের বাসিন্দা মহসিন, নীরজ ও কৌদিয়া গ্রামের বাসিন্দা হরিরাজের ছেলে অভিষেক ৷ এই পাঁচ যুবককেই চাকরির সন্ধানে দুবাই পাঠায় এজেন্টরা ৷ তারা সংযুক্ত আরব আমিরশাহীর সনিয়া, শারজা ও দুবাইয়ে অবস্থিত একটি কোম্পানিতে পাঁচ যুবককে কাঠমিস্ত্রির কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ৷ কোম্পানির কর্মকর্তারা সব যুবকের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে ৷ এছাড়া তাদের মজুরিও দেওয়া হয়নি ৷ টাকা পয়সা না থাকায় তারা ঠিকমতো খেতেও পাচ্ছে না ৷ এই অবস্থায় সন্তানদের নিরাপদে দেশে ফেরত পাঠানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন ৷

এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি গুঞ্জন সুখিজা জানান, তিনি জানতে পেরেছেন জেলার কিছু যুবক দুবাইয়ে আটকে পড়েছে ৷ বিদেশে গিয়ে কারও কাছে প্রতারণার শিকার না হওয়ার জন্য তিনি জনসাধারণকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ৷ প্রথম থেকে সম্পূর্ণ তথ্য নিয়ে তারপর বিদেশ যাওয়ার কথা বলেছেন ৷ তাঁর বক্তব্য, এমন কিছু ঘটনা প্রকাশ্যে আসছে যেখানে দেখা গিয়েছে অন্যায়ভাবে মানুষকে বিদেশে পাঠানো হচ্ছে ৷ প্রশাসন এই ধরনের এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷ বিজেপির জেলা সভাপতি বলেছেন যে, যারা বিদেশে আটকে পড়েছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সম্ভাব্য সব ধরনের সাহায্য করা হবে ৷ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকেও বিষয়টি জানানো হবে । এছাড়াও, সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ​​ভাটের মাধ্যমেও সম্ভাব্য সমস্ত সাহায্য করা হবে ।

আরও পড়ুন : নিজ্জার হত্যার পর কানাডায় হিন্দু-বিরোধী বিদ্বেষমূলক প্রচারের নিন্দা ভারতীয়-আমেরিকানদের

কাশীপুর (উত্তরাখণ্ড), 29 সেপ্টেম্বর: চাকরির সন্ধানে দুবাইয়ে গিয়েছিলেন পাঁচ যুবক ৷ এরপর সেখানেই বন্দি করা হয় তাঁদের ৷ তাঁরা উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ওই ব্যক্তিদের করা একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে ৷ সেই ভিডিয়োতে দেখা গিয়েছে যুবকরা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সরকারের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন ৷ তবে যুবকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও সাহায্য চেয়েছেন মুখ্যমন্ত্রী ধামির কাছে ৷

যুবকরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়টি জানিয়েছেন ৷ পাশাপাশি অনুরোধ করেছেন তাঁদের ভারতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ৷ এই কথা জানার পর পরিবারের সদস্যরা তাঁদের দুবাই পাঠানোর এজেন্টদের জানালে তাঁরা দেড় লাখ টাকা দাবি করে ৷ এরপর বিষয়টি নিয়ে যুবকদের পরিবার বিদেশমন্ত্রক ও মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে একটি চিঠি পাঠিয়ে তাঁদের ফিরিয়ে আনার অনুরোধ করেছে ৷

উত্তরাখণ্ড সীমান্তে অবস্থিত রায়পুরী গ্রামের বাসিন্দা শীলা দেবী জানান, দু'মাস আগে দিল্লির দুই এজেন্ট এদের দুবাই পাঠায় ৷ যার মধ্যে ছিল তাঁর ছেলে অমিত কুমার ৷ এছাড়াও রায়পুরীর বাসিন্দা দিলশাদ, অঙ্গদপুর গ্রামের বাসিন্দা মহসিন, নীরজ ও কৌদিয়া গ্রামের বাসিন্দা হরিরাজের ছেলে অভিষেক ৷ এই পাঁচ যুবককেই চাকরির সন্ধানে দুবাই পাঠায় এজেন্টরা ৷ তারা সংযুক্ত আরব আমিরশাহীর সনিয়া, শারজা ও দুবাইয়ে অবস্থিত একটি কোম্পানিতে পাঁচ যুবককে কাঠমিস্ত্রির কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ৷ কোম্পানির কর্মকর্তারা সব যুবকের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে ৷ এছাড়া তাদের মজুরিও দেওয়া হয়নি ৷ টাকা পয়সা না থাকায় তারা ঠিকমতো খেতেও পাচ্ছে না ৷ এই অবস্থায় সন্তানদের নিরাপদে দেশে ফেরত পাঠানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন ৷

এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি গুঞ্জন সুখিজা জানান, তিনি জানতে পেরেছেন জেলার কিছু যুবক দুবাইয়ে আটকে পড়েছে ৷ বিদেশে গিয়ে কারও কাছে প্রতারণার শিকার না হওয়ার জন্য তিনি জনসাধারণকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ৷ প্রথম থেকে সম্পূর্ণ তথ্য নিয়ে তারপর বিদেশ যাওয়ার কথা বলেছেন ৷ তাঁর বক্তব্য, এমন কিছু ঘটনা প্রকাশ্যে আসছে যেখানে দেখা গিয়েছে অন্যায়ভাবে মানুষকে বিদেশে পাঠানো হচ্ছে ৷ প্রশাসন এই ধরনের এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ৷ বিজেপির জেলা সভাপতি বলেছেন যে, যারা বিদেশে আটকে পড়েছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সম্ভাব্য সব ধরনের সাহায্য করা হবে ৷ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকেও বিষয়টি জানানো হবে । এছাড়াও, সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ​​ভাটের মাধ্যমেও সম্ভাব্য সমস্ত সাহায্য করা হবে ।

আরও পড়ুন : নিজ্জার হত্যার পর কানাডায় হিন্দু-বিরোধী বিদ্বেষমূলক প্রচারের নিন্দা ভারতীয়-আমেরিকানদের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.