ETV Bharat / bharat

Students Covid-19 in Karnataka : নবীন বরণের অনুষ্ঠানে বিপত্তি, করোনায় আক্রান্ত প্রায় 250 মেডিক্যাল পড়ুয়া - coronavirus

কর্নাটকের এসডিএম কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেস (SDM College of Medical Sciences)-এর নবীন বরণ অনুষ্ঠানের পরই বিপত্তি ৷ প্রায় 250 পড়ুয়ার শরীরে মিলল কোভিড ভাইরাসের উপস্থিতি (Covid-19 Positive) ৷

250 students test covid-19 positive after college program in karnataka
Covid-19 : নবীন বরণের অনুষ্ঠানে বিপত্তি, করোনায় আক্রান্ত প্রায় 250 মেডিক্যাল পড়ুয়া
author img

By

Published : Nov 26, 2021, 3:27 PM IST

ধারওয়াড় (কর্ণাটক), 26 নভেম্বর : কলেজের অনুষ্ঠানে বিপত্তি ৷ প্রথমে 66 জন এবং তার পরদিনই 182 জন কলেজ পড়ুয়া আক্রান্ত হল কোভিড-19 ভাইরাসে (Covid-19 Positive) ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের ধারওয়াড়ের একটি মেডিক্যাল কলেজে ৷ সূত্রের দাবি, কলেজের অনুষ্ঠানেই ছড়িয়েছে সংক্রমণ ৷ আক্রান্তরা সকলেই ডাক্তারি পড়ুয়া এবং তাঁদের প্রত্যেকেরই টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Corona in India : করোনা সংক্রমণ ফের 10 হাজারে

এসডিএম কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেস (SDM College of Medical Sciences)-এর তরফ থেকে জানানো হয়েছে, গত 17 নভেম্বর সেখানে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ তারপরই সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারী 300 জনেরও বেশি ছাত্রছাত্রীর কোভিড পরীক্ষা করানো হয় ৷ তাতেই প্রথমে 66 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে ৷ তারপর আরও 182 জন কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ স্থানীয় স্বাস্থ্য আধিকারিক নীতেশ কে পাতিল জানিয়েছেন, 17 নভেম্বরের ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন অভিভাবকও উপস্থিত ছিলেন ৷ তাঁদের মধ্যে কেউ সংক্রামিত হলে সমস্যা আরও বাড়বে ৷

স্থানীয় স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নবীন বরণের অনুষ্ঠানে যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা সকলেই উপসর্গহীন ৷ এবং সকলেরই টিকার দু’টি ডোজ (Fully Vaccinated Against Covid-19) নেওয়া হয়ে গিয়েছে ৷ আক্রান্তদের সকলকে কলেজ চত্বরেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ কলেজের দু’টি হস্টেলও সিল করে দেওয়া হয়েছে ৷ শুক্রবার আরও অনেকের কোভিড পরীক্ষা করানো হবে ৷ সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে ৷

আরও পড়ুন : Kamal Haasan Tests Positive: করোনায় আক্রান্ত কমল হাসান, ভর্তি হাসপাতালে

আক্রান্তদের কারও শরীরে করোনার নতুন কোনও ভ্য়ারিয়্যান্টের অস্তিত্ব রয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখা হবে ৷ তার জন্য তাঁদের সোয়াবের নমুনা সংশ্লিষ্ট গবেষণাগারে পাঠানো হয়েছে ৷

ধারওয়াড় (কর্ণাটক), 26 নভেম্বর : কলেজের অনুষ্ঠানে বিপত্তি ৷ প্রথমে 66 জন এবং তার পরদিনই 182 জন কলেজ পড়ুয়া আক্রান্ত হল কোভিড-19 ভাইরাসে (Covid-19 Positive) ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের ধারওয়াড়ের একটি মেডিক্যাল কলেজে ৷ সূত্রের দাবি, কলেজের অনুষ্ঠানেই ছড়িয়েছে সংক্রমণ ৷ আক্রান্তরা সকলেই ডাক্তারি পড়ুয়া এবং তাঁদের প্রত্যেকেরই টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Corona in India : করোনা সংক্রমণ ফের 10 হাজারে

এসডিএম কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেস (SDM College of Medical Sciences)-এর তরফ থেকে জানানো হয়েছে, গত 17 নভেম্বর সেখানে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ তারপরই সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারী 300 জনেরও বেশি ছাত্রছাত্রীর কোভিড পরীক্ষা করানো হয় ৷ তাতেই প্রথমে 66 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে ৷ তারপর আরও 182 জন কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ স্থানীয় স্বাস্থ্য আধিকারিক নীতেশ কে পাতিল জানিয়েছেন, 17 নভেম্বরের ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন অভিভাবকও উপস্থিত ছিলেন ৷ তাঁদের মধ্যে কেউ সংক্রামিত হলে সমস্যা আরও বাড়বে ৷

স্থানীয় স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নবীন বরণের অনুষ্ঠানে যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা সকলেই উপসর্গহীন ৷ এবং সকলেরই টিকার দু’টি ডোজ (Fully Vaccinated Against Covid-19) নেওয়া হয়ে গিয়েছে ৷ আক্রান্তদের সকলকে কলেজ চত্বরেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ কলেজের দু’টি হস্টেলও সিল করে দেওয়া হয়েছে ৷ শুক্রবার আরও অনেকের কোভিড পরীক্ষা করানো হবে ৷ সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে ৷

আরও পড়ুন : Kamal Haasan Tests Positive: করোনায় আক্রান্ত কমল হাসান, ভর্তি হাসপাতালে

আক্রান্তদের কারও শরীরে করোনার নতুন কোনও ভ্য়ারিয়্যান্টের অস্তিত্ব রয়েছে কিনা, তা পরীক্ষা করে দেখা হবে ৷ তার জন্য তাঁদের সোয়াবের নমুনা সংশ্লিষ্ট গবেষণাগারে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.