শোপিয়ান, 12 অক্টোবর : জঙ্গি বিরোধী অভিযানে ফের থমথমে উপত্যকা ৷ গত 30 ঘণ্টায় সেখানে সেনার সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে 7 জঙ্গির ৷ অন্য দিকে, জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় চলাকালীন প্রাণ হারিয়েছেন 5 ভারতীয় জওয়ানও ৷ তবে মঙ্গলবার দুপুরের পরেও জঙ্গি বিরোধী অভিযানে ইতি পড়েনি ৷ বরং শোপিয়ানে সেনা-জঙ্গি গুলি বিনিময় অব্যাহত ৷
জঙ্গি বিরোধী আভিযানে সোমবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগ এবং বন্দিপোরায় সেনার সঙ্গে দু’টি পৃথক সংঘর্ষে এক জন করে জঙ্গির মৃত্যু হয় ৷ পুঞ্চের সুরানকোট অরণ্যে আবার জঙ্গিদের গুলিতে এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও)-সহ পাঁচ জওয়ান প্রাণ হারান ৷ এর পর, মঙ্গলবার ভোরে শোপিয়ানের তুরান ইমামসাহিব এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাধে জওয়ানদের ৷ তাতে তিন জঙ্গি নিহত হয় ৷
আরও পড়ুন: Delhi Police : দিল্লিতে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার পাকিস্তানি নাগরিক
অন্য দিকে, মঙ্গলবার শোপিয়ানে উপত্যকা পুলিশের সঙ্গেও জঙ্গিদের গুলি বিনিময় শুরু হয় ৷ তাতে দু’জন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে ৷ তবে মঙ্গলবার দুপুরের পরও গুলি বিনিময় অব্যাহত সেখানে ৷ তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা ৷
গোপনসূত্রে খবর পেয়েই উপত্যকায় সোমবার অভিযান শুরু হয় বলে জানিয়েছেন শ্রীনগরে মোতায়েন সেনার 15 নম্বর বাহিনীর জেনারেল অফিসার কম্যান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল পান্ডে ৷ তবে তিনি বলেন, ‘‘এই মুহূর্তে শ্রীনগর এববং অন্যান্য এলাকার ঘটনার সঙ্গে জঙ্গি বিরোধী অভিযানকে জুড়ব না আমি ৷ ’’
তবে বিগত কয়েক দিনে উপত্যকায় যতগুলি জঙ্গি বিরোধী অভিযান হয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই তা চালানো হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ড জেনারেল পান্ডে ৷ তাঁর কথায়, ‘‘নাগরিকদের হত্যা অত্যন্ত নিন্দনীয় ৷ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ মানুষ, উভয়কেই যত্নশীল হতে হবে ৷ অনুপ্রবেশ রুখতে সীমান্তে সতর্ক প্রহরী বসানো হয়েছে ৷ মানুষের সহযোগিতাই সীমান্ত এলাকায় জঙ্গিদের সঙ্গে যুঝতে সাহায্য করবে আমাদের ৷ সেনা দক্ষ হাতেই পরিস্থিতি সামাল দিচ্ছে ৷ অতিরিক্ত বাহিনীর প্রয়োজন নেই ৷’’ জঙ্গি বিরোধী অভিযানে প্রাণ হারানো জওয়ানদের শ্রদ্ধাও জানান লেফটেন্যান্ট জেনারেল পান্ডে ৷