পাঠানমথিট্টা, 28 মার্চ: কেরলে পথ দুর্ঘটনায় (Road Accident) আহত বাসচালক-সহ শবরীমালার একাধিক পুণ্যার্থী ৷ এরা প্রত্যেকেই তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ গাড়িটি মঙ্গলবার কেরালার নীলাক্কল ইলাভুঙ্কাল এলাকায় (Nilakkal Ilavunkal area of Kerala) গভীর খাদে পড়ে যায় ৷ এক পুলিশ আধিকারিকের কথায়, এদিন দুপুর 1টা 15 মিনিট নাগাদ শবরীমালা থেকে ফেরার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ প্রত্যেকেই শবরীমালা দর্শনে গিয়েছিলেন।
সূত্রের খবর, কমপক্ষে 62 জন তীর্থযাত্রী ছিলেন বাসটিতে ৷ বাসটি নীলাক্কল এরুমেলি রোডে থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায় । দুর্ঘটনার কারণ যদিও সঠিক জানা যায়নি । দুর্ঘটনায় বাসের চালক-সহ বেশ কয়েকজন তীর্থযাত্রী আহত হয়েছেন বলে একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন। তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে সাত শিশুও রয়েছে (Several Sabarimala pilgrims injured as Bus falls into gorge in Kerala) ।
পাঠানমথিট্টার জেলাশাসক (District Collector Pathanamthitta) জানিয়েছেন, ঘটনার খবর পাওয়া মাত্রই তীর্থযাত্রীদের উদ্ধার অভিযান শুরু করা হয় প্রশাসনের তরফে । বাস থেকে 62 জন যাত্রীকে বের করে আনা হয়েছে । আহতদের চিকিৎসার জন্য কোট্টায়াম মেডিক্যাল কলেজ (Kottayam Medical college) এবং জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বাসচালকের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে ।
প্রসঙ্গত, সোমবার পাইনকুনি উৎসবের (Painkuni festival) জন্য শবরীমালা মন্দির তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছিল। এক মাস আগে কেরলের বালুসেরি রোডের কারুমালায় (Karumala) একটি বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেওয়ালে ধাক্কা মারার পরে ফের দুর্ঘটনা কবলে তীর্থযাত্রীদের গাড়ি । 24 ফেব্রুয়ারিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাট্টিপাড়ার বাসিন্দা এক শিশু-সহ চারজন আহত হয়েছিলেন । সোশাল মিডিয়ায় দুর্ঘটনার সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়ে যায়। বাকি যাত্রীরা সিট বেল্ট পরে থাকায় কোনওমতে তারা প্রাণে বেঁচে যান ।
আরও পড়ুন: সেপটিক ট্যাংক থেকে উদ্ধার যুবকের দেহ, গ্রেফতার অভিযুক্ত স্ত্রী