ETV Bharat / bharat

মোদির সভায় যাওয়ার পথে রাজস্থানে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, মৃত 5

Police Car Accident: রাজস্থানে পুলিশের গাড়ির সঙ্গে ট্রলির সংঘর্ষ ৷ প্রাণ গেল 5 পুলিশ কর্মীর ৷ আহত দু'জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷

Several police personnel died
পুলিশ কর্মীর মৃত্যু
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 10:45 AM IST

Updated : Nov 19, 2023, 11:01 AM IST

নাগৌর(রাজস্থান), 19 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাওয়ার পথে রাজস্থানে দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 5 পুলিশ কর্মীর ৷ গুরুতর আহত হয়েছেন আরও দু'জন ৷ বর্তমানে আহতদের নাগৌরের জেএলএন হাসপাতালে ভরতি করা হয়েছে । দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে নাগৌর জেলার খিনভসারের কাছে ৷

জানা গিয়েছে, ঝুনঝুনুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় নিরাপত্তা দিতে এই পুলিশকর্মীরা খিনভসার থেকে ঝুনঝুনুর দিকে যাচ্ছিলেন । প্রধানমন্ত্রীর সভা নির্বিঘ্নে সম্পন্ন করাই ছিল তাঁদের লক্ষ্য ৷ এই পুলিশ কর্মীরা খুব ভোরে খিনভসা থেকে বেরিয়েছিলেন । জাতীয় সড়ক 58-এ চুরু জেলার কানুটা এবং খাবাদিয়ানার মধ্যে রাস্তায় একটি ট্রলির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ হয় ৷

এতে ঘটনাস্থলেই পাঁচজন পুলিশ কর্মীর মৃত্যু হয় এবং দুই পুলিশ কর্মী আহত হন । আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে । আহতদের মধ্যে একজন কনস্টেবল এবং আরেকজন হেড কনস্টেবল ৷ তাঁদের নাগৌরের জেএলএন হাসপাতালে চিকিৎসা চলছে । পুলিশের তরফে জানানো হয়েছে, পুলিশ গাড়িটি কর্মীদের নিয়ে মোদির সভার দিকে যাচ্ছিল ৷ সেসময় সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ ঘটে ৷ তাতেই পুলিশ কর্মীদের মৃত্যু হয়েছে ৷

নাগৌর জেএলএন হাসপাতাল ফাঁড়ির কনস্টেবল রামকুমার বলেছেন, "সাত পুলিশ কর্মী ঝুনঝুনুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন ৷ যখন গাড়িটি হাইওয়েতে তখন একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই পাঁচ পুলিশ কর্মীর মৃত্যু হয় । দুর্ঘটনাটি ঘটেছে চুরুর সুজানগড় সদর থানা এলাকায় । দুর্ঘটনায় নাগৌর জেলার খিনভসার থানার পুলিশ কর্মী রামচন্দ্র, কুম্ভরাম, থানারাম, লক্ষ্মণ সিং ও সুরেশ নিহত হয়েছেন এবং কনস্টেবল সুখরাম ও হেড কনস্টেবল সুখরাম আহত হয়েছেন । আহতদের নাগৌরের জেএলএন হাসপাতালে ভরতি করা হয়েছে ।"

আরও পড়ুন:

  1. ঘুমিয়ে পড়লেন চালক! গিরিডিতে বিয়েবাড়ি থেকে ফিরতি পথে দুর্ঘটনায় মৃত 6; জখম 2 শিশু-সহ আরও 4
  2. বেআইনি বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাব ইন্সপেক্টরের

নাগৌর(রাজস্থান), 19 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাওয়ার পথে রাজস্থানে দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 5 পুলিশ কর্মীর ৷ গুরুতর আহত হয়েছেন আরও দু'জন ৷ বর্তমানে আহতদের নাগৌরের জেএলএন হাসপাতালে ভরতি করা হয়েছে । দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে নাগৌর জেলার খিনভসারের কাছে ৷

জানা গিয়েছে, ঝুনঝুনুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় নিরাপত্তা দিতে এই পুলিশকর্মীরা খিনভসার থেকে ঝুনঝুনুর দিকে যাচ্ছিলেন । প্রধানমন্ত্রীর সভা নির্বিঘ্নে সম্পন্ন করাই ছিল তাঁদের লক্ষ্য ৷ এই পুলিশ কর্মীরা খুব ভোরে খিনভসা থেকে বেরিয়েছিলেন । জাতীয় সড়ক 58-এ চুরু জেলার কানুটা এবং খাবাদিয়ানার মধ্যে রাস্তায় একটি ট্রলির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ হয় ৷

এতে ঘটনাস্থলেই পাঁচজন পুলিশ কর্মীর মৃত্যু হয় এবং দুই পুলিশ কর্মী আহত হন । আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে । আহতদের মধ্যে একজন কনস্টেবল এবং আরেকজন হেড কনস্টেবল ৷ তাঁদের নাগৌরের জেএলএন হাসপাতালে চিকিৎসা চলছে । পুলিশের তরফে জানানো হয়েছে, পুলিশ গাড়িটি কর্মীদের নিয়ে মোদির সভার দিকে যাচ্ছিল ৷ সেসময় সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ ঘটে ৷ তাতেই পুলিশ কর্মীদের মৃত্যু হয়েছে ৷

নাগৌর জেএলএন হাসপাতাল ফাঁড়ির কনস্টেবল রামকুমার বলেছেন, "সাত পুলিশ কর্মী ঝুনঝুনুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন ৷ যখন গাড়িটি হাইওয়েতে তখন একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই পাঁচ পুলিশ কর্মীর মৃত্যু হয় । দুর্ঘটনাটি ঘটেছে চুরুর সুজানগড় সদর থানা এলাকায় । দুর্ঘটনায় নাগৌর জেলার খিনভসার থানার পুলিশ কর্মী রামচন্দ্র, কুম্ভরাম, থানারাম, লক্ষ্মণ সিং ও সুরেশ নিহত হয়েছেন এবং কনস্টেবল সুখরাম ও হেড কনস্টেবল সুখরাম আহত হয়েছেন । আহতদের নাগৌরের জেএলএন হাসপাতালে ভরতি করা হয়েছে ।"

আরও পড়ুন:

  1. ঘুমিয়ে পড়লেন চালক! গিরিডিতে বিয়েবাড়ি থেকে ফিরতি পথে দুর্ঘটনায় মৃত 6; জখম 2 শিশু-সহ আরও 4
  2. বেআইনি বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাব ইন্সপেক্টরের
Last Updated : Nov 19, 2023, 11:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.