ETV Bharat / bharat

Poonch Accident: ভূস্বর্গে ভয়াবহ দুর্ঘটনা, খাদে বাস উলটে মৃত অন্তত 11 - রাষ্ট্রপতি ভবন

বুধবার সকালে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চ (Poonch) জেলার সওজিয়ান (Sawjian) এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত 11 জন ৷ আহতের সংখ্য়া কমপক্ষে 26 ৷ ক্ষতিপূরণ ঘোষণা লেফটেন্য়ান্ট জেনারেলের ৷ শোকপ্রকাশ রাষ্ট্রপতির ৷

several people lost lives in Poonch Accident
Poonch Accident: ভূস্বর্গে ভয়াবহ দুর্ঘটনা, খাদে বাস উলটে মৃত অন্তত 11
author img

By

Published : Sep 14, 2022, 1:43 PM IST

পুঞ্চ, 14 সেপ্টেম্বর: বুধের সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হতে হল ভূস্বর্গকে ৷ জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চ (Poonch) জেলার সওজিয়ান (Sawjian) এলাকায় খাদে উলটে গেল যাত্রীবোঝাই বাস ৷ তাতে এখনও পর্যন্ত অন্তত 11 জনের মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন কমপক্ষে আরও 26 জন ৷ তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর ৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক ৷

স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার (Poonch Accident) খবর পাওয়ামাত্রই সেখানে পৌঁছে যান পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ৷ পাঠানো হয় উদ্ধারকারী দল ৷ মান্ডির তহশিলদার শেহজাদ লতিফ জানিয়েছেন, আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে মান্ডিরই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ পরে প্রয়োজন হলে কাউকে অন্যত্র স্থানান্তর করা হতে পারে ৷ শেহজাদ জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটি সওজিয়ান থেকে মান্ডির দিকে যাচ্ছিল ৷ ইতিমধ্যে সেনাবাহিনীও উদ্ধারকাজে হাত লাগিয়েছে ৷

মান্ডির হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন: সাইরাস মিস্ত্রির গাড়ি দুর্ঘটনায় আহত মহিলার অস্ত্রোপচারের প্রয়োজন

এই ঘটনা জানার পরই শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ টুইটারে জানান, এই দুর্ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত হয়েছেন ৷ একইসঙ্গে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি ৷ তাঁর হয়ে রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) তরফে একটি টুইটে লেখা হয়েছে, "পুঞ্চের সওজিয়ানের মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটে যাওয়া মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ৷ স্বজনহারাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি ৷ যাঁরা আহত হয়েছেন, তাঁদেরও দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

  • The loss of lives in a tragic road accident in Sawjian, Poonch is deeply distressing. My thoughts and prayers are with the bereaved families. I wish speedy recovery of the injured.

    — President of India (@rashtrapatibhvn) September 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Saddened by loss of lives due to a road accident in Sawjian, Poonch. Condolences to bereaved families. May the injured recover soon. Rs. 5 lakh would be given to the next of kin of deceased. Directed Police and Civil authorities to provide best possible treatment to the injured.

    — Office of LG J&K (@OfficeOfLGJandK) September 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে জম্মু-কাশ্মীরের লেফটেন্য়ান্ট গভর্নর মনোজ সিনহাও (Manoj Sinha) এই ঘটনার প্রেক্ষতে শোকপ্রকাশ করেন ৷ টুইটারে তিনি লেখেন, "পুঞ্চের সওজিয়ানের পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে আমি ব্যথিত ৷ প্রিয়জনদের যাঁরা হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন ৷" লেফটেন্য়ান্ট গভর্নর ইতিমধ্য়েই এই ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের প্রত্য়েকের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে এককালীন 5 লক্ষ টাকা দেওয়া হবে ৷ আর আহতরা প্রত্য়েকে পাবেন 1 লক্ষ টাকা ৷

পুঞ্চ, 14 সেপ্টেম্বর: বুধের সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হতে হল ভূস্বর্গকে ৷ জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চ (Poonch) জেলার সওজিয়ান (Sawjian) এলাকায় খাদে উলটে গেল যাত্রীবোঝাই বাস ৷ তাতে এখনও পর্যন্ত অন্তত 11 জনের মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন কমপক্ষে আরও 26 জন ৷ তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর ৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক ৷

স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার (Poonch Accident) খবর পাওয়ামাত্রই সেখানে পৌঁছে যান পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ৷ পাঠানো হয় উদ্ধারকারী দল ৷ মান্ডির তহশিলদার শেহজাদ লতিফ জানিয়েছেন, আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে মান্ডিরই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ পরে প্রয়োজন হলে কাউকে অন্যত্র স্থানান্তর করা হতে পারে ৷ শেহজাদ জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটি সওজিয়ান থেকে মান্ডির দিকে যাচ্ছিল ৷ ইতিমধ্যে সেনাবাহিনীও উদ্ধারকাজে হাত লাগিয়েছে ৷

মান্ডির হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন: সাইরাস মিস্ত্রির গাড়ি দুর্ঘটনায় আহত মহিলার অস্ত্রোপচারের প্রয়োজন

এই ঘটনা জানার পরই শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ টুইটারে জানান, এই দুর্ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত হয়েছেন ৷ একইসঙ্গে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি ৷ তাঁর হয়ে রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) তরফে একটি টুইটে লেখা হয়েছে, "পুঞ্চের সওজিয়ানের মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটে যাওয়া মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ৷ স্বজনহারাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি ৷ যাঁরা আহত হয়েছেন, তাঁদেরও দ্রুত আরোগ্য কামনা করছি ৷"

  • The loss of lives in a tragic road accident in Sawjian, Poonch is deeply distressing. My thoughts and prayers are with the bereaved families. I wish speedy recovery of the injured.

    — President of India (@rashtrapatibhvn) September 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Saddened by loss of lives due to a road accident in Sawjian, Poonch. Condolences to bereaved families. May the injured recover soon. Rs. 5 lakh would be given to the next of kin of deceased. Directed Police and Civil authorities to provide best possible treatment to the injured.

    — Office of LG J&K (@OfficeOfLGJandK) September 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে জম্মু-কাশ্মীরের লেফটেন্য়ান্ট গভর্নর মনোজ সিনহাও (Manoj Sinha) এই ঘটনার প্রেক্ষতে শোকপ্রকাশ করেন ৷ টুইটারে তিনি লেখেন, "পুঞ্চের সওজিয়ানের পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে আমি ব্যথিত ৷ প্রিয়জনদের যাঁরা হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন ৷" লেফটেন্য়ান্ট গভর্নর ইতিমধ্য়েই এই ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের প্রত্য়েকের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে এককালীন 5 লক্ষ টাকা দেওয়া হবে ৷ আর আহতরা প্রত্য়েকে পাবেন 1 লক্ষ টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.