ETV Bharat / bharat

Road Accident at Sitapur: পরিযায়ী শ্রমিকদের নিয়ে পুকুরে পড়ল বাস, আহত অন্তত 50 - উত্তরপ্রদেশের খবর

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সীতাপুরে (Sitapur) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident) ৷ রাস্তার পাশের পুকুরে পড়ে গেল যাত্রীবোঝাই বাস (Tourist Bus Fell into Pond) ৷ জখম অন্তত 50 ৷

several people injured in a Road Accident at Sitapur of Uttar Pradesh
দুর্ঘটনার কবলে ৷
author img

By

Published : Dec 29, 2022, 3:59 PM IST

সীতাপুর (উত্তরপ্রদেশ), 29 ডিসেম্বর: কনকনে শীতের রাতে পুকুরে পড়ে গেল যাত্রীবোঝাই বাস (Tourist Bus Fell into Pond) ৷ বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সীতাপুরে (Sitapur) ৷ ঘটনায় অন্তত 50 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ আহতরা অধিকাংশই পেশায় পরিযায়ী শ্রমিক ৷ সেইসঙ্গে, শ্রমিক পরিবারের অন্য সদস্যরাও এই ঘটনায় জখম হয়েছেন ৷ দুর্ঘটনার সময় ওই বাসটিতে অন্তত 70 জন যাত্রী সওয়ার ছিলেন ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার জন্যই ঘটেছে দুর্ঘটনা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে রেউসা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ যাঁদের আঘাত গুরুতর, তাঁদের সেখান থেকে সীতাপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

এদিকে, দুর্ঘটনার (Road Accident) খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যান সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরা ৷ তাঁরা জানিয়েছেন, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেটি সীতাপুরের রেউসা থানার অধীনস্ত ৷ দুর্ঘটনাগ্রস্ত বাসটি উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় যাচ্ছিল ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর অনেক আগেই রেউসা তাম্বোর সড়কের খারোহা খুরওয়ালিয়ার কাছে একটি পুকুরে পড়ে যায় বাসটি ৷

আরও পড়ুন: মাঝ আকাশে কলকাতাগামী বিমানে যাত্রীদের হাতাহাতি !

প্রসঙ্গত, ইতিমধ্যেই উত্তরপ্রদেশে জাঁকিয়ে শীত পড়েছে ৷ ঘন কুয়াশায় কমে গিয়েছে দৃশ্যমানতা ৷ ফলে রাতে সড়কপথে বাস চলাচাল বন্ধ রাখা হয়েছে ৷ কিন্তু, পর্যটকদের বাস চালানোর ক্ষেত্রে কোনও বিধিনিষেধ জারি করা হয়নি ৷ ফলে ঘন কুয়াশার মধ্যেই যাত্রী বোঝাই করে গন্তব্য়ের উদ্দেশে রওনা দেয় বাসটি ৷ আর তাতেই ঘটে যায় ভয়ঙ্কর বিপত্তি ৷ মনে করা হচ্ছে, একটি কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় ঘন কুয়াশার কারণে রাস্তার কিনারা ঠাওর করতে পারেননি চালক ৷ তার জেরে বাস নিয়ে কালভার্টের একেবারে ধারে চলে আসেন তিনি ৷ তারপরই বাসটি বেসামাল হয়ে পড়ে যায় নীচে ৷ নীচের পুকুরে হুড়মুড় করে ঢুকে যায় বাসটি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসে যাঁরা সওয়ার ছিলেন, তাঁরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ রেউসার ভিথানা, দলপতপুর ও কুশমোড়া গ্রামে তাঁদের বাড়ি ৷ ছত্তিশগড়ে শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন তাঁরা ৷ কয়েকজনের সঙ্গে পরিবার ছিল ৷ বুধবার রাত 11টা 15 মিনিট নাগাদ বাসটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর ৷ এঁরা হলেন ভিথানার বাসিন্দা সন্তোষ, নেকরাম, শান্তরাম, শ্রীরাম ও রাকেশ ৷ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর এই পাঁচজনকেই জেলা হাসপাতালে রেফার করা হয় ৷

সীতাপুর (উত্তরপ্রদেশ), 29 ডিসেম্বর: কনকনে শীতের রাতে পুকুরে পড়ে গেল যাত্রীবোঝাই বাস (Tourist Bus Fell into Pond) ৷ বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সীতাপুরে (Sitapur) ৷ ঘটনায় অন্তত 50 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ আহতরা অধিকাংশই পেশায় পরিযায়ী শ্রমিক ৷ সেইসঙ্গে, শ্রমিক পরিবারের অন্য সদস্যরাও এই ঘটনায় জখম হয়েছেন ৷ দুর্ঘটনার সময় ওই বাসটিতে অন্তত 70 জন যাত্রী সওয়ার ছিলেন ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার জন্যই ঘটেছে দুর্ঘটনা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে রেউসা কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ যাঁদের আঘাত গুরুতর, তাঁদের সেখান থেকে সীতাপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

এদিকে, দুর্ঘটনার (Road Accident) খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যান সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরা ৷ তাঁরা জানিয়েছেন, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেটি সীতাপুরের রেউসা থানার অধীনস্ত ৷ দুর্ঘটনাগ্রস্ত বাসটি উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় যাচ্ছিল ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর অনেক আগেই রেউসা তাম্বোর সড়কের খারোহা খুরওয়ালিয়ার কাছে একটি পুকুরে পড়ে যায় বাসটি ৷

আরও পড়ুন: মাঝ আকাশে কলকাতাগামী বিমানে যাত্রীদের হাতাহাতি !

প্রসঙ্গত, ইতিমধ্যেই উত্তরপ্রদেশে জাঁকিয়ে শীত পড়েছে ৷ ঘন কুয়াশায় কমে গিয়েছে দৃশ্যমানতা ৷ ফলে রাতে সড়কপথে বাস চলাচাল বন্ধ রাখা হয়েছে ৷ কিন্তু, পর্যটকদের বাস চালানোর ক্ষেত্রে কোনও বিধিনিষেধ জারি করা হয়নি ৷ ফলে ঘন কুয়াশার মধ্যেই যাত্রী বোঝাই করে গন্তব্য়ের উদ্দেশে রওনা দেয় বাসটি ৷ আর তাতেই ঘটে যায় ভয়ঙ্কর বিপত্তি ৷ মনে করা হচ্ছে, একটি কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় ঘন কুয়াশার কারণে রাস্তার কিনারা ঠাওর করতে পারেননি চালক ৷ তার জেরে বাস নিয়ে কালভার্টের একেবারে ধারে চলে আসেন তিনি ৷ তারপরই বাসটি বেসামাল হয়ে পড়ে যায় নীচে ৷ নীচের পুকুরে হুড়মুড় করে ঢুকে যায় বাসটি ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসে যাঁরা সওয়ার ছিলেন, তাঁরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ রেউসার ভিথানা, দলপতপুর ও কুশমোড়া গ্রামে তাঁদের বাড়ি ৷ ছত্তিশগড়ে শ্রমিকের কাজ করতে যাচ্ছিলেন তাঁরা ৷ কয়েকজনের সঙ্গে পরিবার ছিল ৷ বুধবার রাত 11টা 15 মিনিট নাগাদ বাসটি দুর্ঘটনার কবলে পড়ে ৷ সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর ৷ এঁরা হলেন ভিথানার বাসিন্দা সন্তোষ, নেকরাম, শান্তরাম, শ্রীরাম ও রাকেশ ৷ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর এই পাঁচজনকেই জেলা হাসপাতালে রেফার করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.