ETV Bharat / bharat

West Bengal-Kerala Bus Accident : পশ্চিমবঙ্গ থেকে কেরল যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, আহত 21

পশ্চিমবঙ্গ থেকে বাসে করে কেরল যাচ্ছিলেন 41 জন ৷ অন্ধ্রপ্রদেশের তামরাপল্লির কাছে উলটে গেল সেই বাস । ঘটনায় আহত হয়েছেন 21 জন (Several People Injured as Bengal-Kerala Bus Overturned) ৷ তাঁদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর ৷

Bus Accident
মর্মান্তিক বাস দুর্ঘটনায় আহত 21
author img

By

Published : Jun 20, 2022, 12:36 PM IST

Updated : Jun 20, 2022, 2:03 PM IST

তামরাপল্লি (অন্ধ্রপ্রদেশ), 20 জুন : বিকট এক আওয়াজ ! মাঝরাতে সবাই তখন নিদ্রামগ্ন ৷ সেই সময়েই দুর্ঘটনার কবলে পড়ল পশ্চিমবঙ্গ-কেরলগামী বাস । অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার তামরাপল্লির কাছে রবিবার মধ্যরাতে ঘটেছে মর্মান্তিক পথ দুঘর্টনাটি ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 21 জন (Several People Injured as Bengal-Kerala Bus Overturned)৷

তাঁদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক । আহতদের চিকিৎসার জন্য টেক্কালী হাসপাতালে ভর্তি করা হয়েছে । দুর্ঘটনার সময় বাসটিতে মোট 41 জন যাত্রী ছিলেন । জানা গিয়েছে, তাঁরা সবাই এরাজ্য থেকে কেরলে যাচ্ছিলেন ৷ আহত যাত্রীর কথায়, শনিবার দুপুর 12টার সময় বাড়ি থেকে বেরোন তাঁরা ৷ বাচ্চা-বৃদ্ধ মিলিয়ে মোট 17 জন রওনা দেন ৷ খুব অন্ধকারের কারণে শনিবার রাত্রে বালাসোরে বাসটি দাঁড়িয়ে ছিল ৷

দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গ-কেরলগামী বাস

আরও পড়ুন : রায়বাঘিনী মোড়ে গরুবোঝাই গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ, মৃত 4

রবিবার সকালে ফের কেরল যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় বাসটি ৷ রবিবার রাতে বাসটি যখন টেক্কালী অতিক্রম করছিল ঠিক তখন হঠাৎই উলটে যায় সেটি ৷ পূর্ব মেদিনীপুর থেকে কেরলের দিকে রওনা দেওয়া আরেক আহত যাত্রী বলেন, "আমরা এলাচ বাগানে যেতাম ৷ রওনা দিয়েছিলাম 17 জন ৷'' আহত 21 জনের মধ্যে সকলেই পূর্ব মেদিনীপুরের ৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই ৷

তামরাপল্লি (অন্ধ্রপ্রদেশ), 20 জুন : বিকট এক আওয়াজ ! মাঝরাতে সবাই তখন নিদ্রামগ্ন ৷ সেই সময়েই দুর্ঘটনার কবলে পড়ল পশ্চিমবঙ্গ-কেরলগামী বাস । অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার তামরাপল্লির কাছে রবিবার মধ্যরাতে ঘটেছে মর্মান্তিক পথ দুঘর্টনাটি ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 21 জন (Several People Injured as Bengal-Kerala Bus Overturned)৷

তাঁদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক । আহতদের চিকিৎসার জন্য টেক্কালী হাসপাতালে ভর্তি করা হয়েছে । দুর্ঘটনার সময় বাসটিতে মোট 41 জন যাত্রী ছিলেন । জানা গিয়েছে, তাঁরা সবাই এরাজ্য থেকে কেরলে যাচ্ছিলেন ৷ আহত যাত্রীর কথায়, শনিবার দুপুর 12টার সময় বাড়ি থেকে বেরোন তাঁরা ৷ বাচ্চা-বৃদ্ধ মিলিয়ে মোট 17 জন রওনা দেন ৷ খুব অন্ধকারের কারণে শনিবার রাত্রে বালাসোরে বাসটি দাঁড়িয়ে ছিল ৷

দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গ-কেরলগামী বাস

আরও পড়ুন : রায়বাঘিনী মোড়ে গরুবোঝাই গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ, মৃত 4

রবিবার সকালে ফের কেরল যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় বাসটি ৷ রবিবার রাতে বাসটি যখন টেক্কালী অতিক্রম করছিল ঠিক তখন হঠাৎই উলটে যায় সেটি ৷ পূর্ব মেদিনীপুর থেকে কেরলের দিকে রওনা দেওয়া আরেক আহত যাত্রী বলেন, "আমরা এলাচ বাগানে যেতাম ৷ রওনা দিয়েছিলাম 17 জন ৷'' আহত 21 জনের মধ্যে সকলেই পূর্ব মেদিনীপুরের ৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই ৷

Last Updated : Jun 20, 2022, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.