নাসিক (মহারাষ্ট্র), 13 জানুয়ারি: নাসিকের জাতীয় সড়কে বেসরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ৷ শুক্রবার সকালের ঘটনায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে (Many People Died in Truck-Bus Collision Near Pathare in Maharashtra) ৷ আহত হয়েছেন বহু মানুষ ৷ মহারাষ্ট্রের পাথারে ঈশানেশ্বর মন্দিরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ এই দুর্ঘটনায় আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ বাসে 50 জনের কাছাকাছি যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে ৷ তাঁরা সকলে সিরডি যাচ্ছিলেন ৷
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে মহারাষ্ট্রের পাথারের কাছে নাসিক জাতীয় সড়কের উপরে একটি বেসরকারি বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ বাস ও ট্রাকের গতি অত্যাধিক থাকাতেই এই সংঘর্ষ বলে মনে করা হচ্ছে । আর তার অভিঘাতেই বাসটি উলটে যায় ৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ মৃতদের মধ্যে 7 জন মহিলা, 2 জন শিশু এবং 1 জন পুরুষ রয়েছেন ৷ স্থানীয় মানুষজন এবং পুলিশ আহতদের উদ্ধার করে সিন্নার গ্রামীণ হাসপাতাল ও যশবন্ত হাসপাতালে ভরতি করেছে ৷ আহতদের মধ্যেই অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ৷
আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, কনৌজে প্রাণ গেল 3 জনের
পুলিশের তরফে জানানো হয়েছে, বেসরকারি ওই বাসটি থানে জেলার অম্বরনাথ এলাকা থেকে সিরডি যাচ্ছিল ৷ অপর দিকে মালবাহী ট্রাকটি সিরডি বাজু থেকে সিন্নার বাজু যাচ্ছিল ৷ পাথারে ও পিমপালওয়াড়ি টোল বুথের মাঝে জাতীয় সড়কে একদিক দিয়েই যানবাহন চলাচল করছিল ৷ সেখানে অত্যাধিক গতির কারণে বাস এবং মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুখোমুখি ধাক্কা মারে ৷ যে ঘটনায় যাত্রীসহ বাসটি উলটে যায় ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকজন যাত্রী উলটে যাওয়া বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গিয়েছেন ৷