ETV Bharat / bharat

Durga Puja Pandal Catches Fire: উত্তরপ্রদেশে দুর্গা পুজোর মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত দুই শিশু-সহ 5

পুজোর আনন্দের মধ্যেই মর্মান্তিক ঘটনা ঘটল উত্তর প্রদেশের একটি পুজো মণ্ডপে (Durga Puja Pandal Catches Fire) ৷ আরতির সময় মণ্ডপে আগুন লেগে মৃত্যু হল 5 জনের ৷ এর মধ্যে একজন কিশোরী ও দু‘জন শিশুও আছে বলে জানা গিয়েছে ৷

Durga Puja Pandal Catches Fire
উত্তরপ্রদেশে দুর্গা পুজোর মণ্ডপে অগ্নিকান্ড
author img

By

Published : Oct 3, 2022, 10:15 AM IST

Updated : Oct 3, 2022, 12:01 PM IST

উত্তরপ্রদেশ, 3 অক্টোবর: আরতি করার সময় মণ্ডপে আগুন লেগে অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশে (Durga Puja Pandal Catches Fire in Utter Paradesh) ৷ ঘটনায় মত্যু হয়েছে দুই শিশু-সহ 5 জনের ৷ অগ্নিদগ্ধ অবস্থায় 70 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ রবিবার রাতে উত্তর প্রদেশের ভাদোহী জেলার পোখরা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই ঘটনাটি ঘটেছে ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে সপ্তমীর আরতিতে অংশ নিতে বহু মানুষ মণ্ডেপে হাজির হন ৷ সেইসময়ে আচমকা আগুন লেগে যায় ৷ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুজো মণ্ডপে ৷ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অনুষ্কা(1), ঋষভ চৌরাসিয়া (2), গুলাবী দেবী(16), সরিতা চৌরাসিয়া (14), সন্ধ্যা চৌরাসিয়া(14) এবং সাক্ষী (18) ৷ গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় অবস্থায় রঞ্জনা দেবী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ আরও 70 জনতে স্থানীয় সূর্য ট্রমা সেন্টার, আনন্দ হাসপাতাল, কমিউনিটি হেলথ সেন্টার, ও বারাণসী ট্রমা সেন্টারে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন: আইসিইউ-তে ভর্তি মুলায়ম, রয়েছেন স্থিতিশীল

দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেই ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাঠি বলেন, ‘‘ দুর্গাপুজোর মণ্ডপে আগুন লাগার ঘটনাটি দুঃখ জনক ৷ দুর্ঘটনার সময় প্রায় 150জন ভক্ত উপস্থিত ছিলেন সেখানে ৷ অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুই শিশুর ৷ একজন কিশোরীকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে ৷’’

উত্তরপ্রদেশ, 3 অক্টোবর: আরতি করার সময় মণ্ডপে আগুন লেগে অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশে (Durga Puja Pandal Catches Fire in Utter Paradesh) ৷ ঘটনায় মত্যু হয়েছে দুই শিশু-সহ 5 জনের ৷ অগ্নিদগ্ধ অবস্থায় 70 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ রবিবার রাতে উত্তর প্রদেশের ভাদোহী জেলার পোখরা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই ঘটনাটি ঘটেছে ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে সপ্তমীর আরতিতে অংশ নিতে বহু মানুষ মণ্ডেপে হাজির হন ৷ সেইসময়ে আচমকা আগুন লেগে যায় ৷ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুজো মণ্ডপে ৷ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অনুষ্কা(1), ঋষভ চৌরাসিয়া (2), গুলাবী দেবী(16), সরিতা চৌরাসিয়া (14), সন্ধ্যা চৌরাসিয়া(14) এবং সাক্ষী (18) ৷ গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় অবস্থায় রঞ্জনা দেবী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ আরও 70 জনতে স্থানীয় সূর্য ট্রমা সেন্টার, আনন্দ হাসপাতাল, কমিউনিটি হেলথ সেন্টার, ও বারাণসী ট্রমা সেন্টারে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন: আইসিইউ-তে ভর্তি মুলায়ম, রয়েছেন স্থিতিশীল

দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেই ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাঠি বলেন, ‘‘ দুর্গাপুজোর মণ্ডপে আগুন লাগার ঘটনাটি দুঃখ জনক ৷ দুর্ঘটনার সময় প্রায় 150জন ভক্ত উপস্থিত ছিলেন সেখানে ৷ অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুই শিশুর ৷ একজন কিশোরীকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে ৷’’

Last Updated : Oct 3, 2022, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.