ETV Bharat / bharat

5 Pepole Drowned: নর্মদা খালে ডুবে মৃত তিন মহিলা-সহ একই পরিবারের 5 - 5 People Drowned in Narmada Canal

গুজরাতের নর্মদা খালে ডুবে মৃত্যু হল একই পরিবারের পাঁচজনের ৷ মৃতদের মধ্যে তিনজন মহিলা ও দু'জন পুরুষ ৷ সোমবার রাতে ওই পাঁচজনের দেহ উদ্ধার করা হয় ওই খাল থেকে (5 Peole Drowned in Narmada Canal) ৷

5 Peole Drowned
গুজরাতের নর্মদা খালে একই পরিবারের ডুবে মৃত্যু হল 5 জনের
author img

By

Published : Nov 14, 2022, 10:00 PM IST

Updated : Nov 14, 2022, 11:08 PM IST

কচ্ছ (গুজরাত), 14 নভেম্বর: নর্মদা খালে একই পরিবারের পাঁচ জনের ডুবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ মৃতদের মধ্যে তিনজন মহিলা ও দু'জন পুরুষ ৷ ঘটনাটি গুজরাতের কচ্ছ জেলার অন্তর্গত গুন্ডালা গ্রামের কাছে যে নর্মদা খাল রয়েছে তাতেই এই দুর্ঘটনাটি ঘটে (5 People Drowned in Narmada Canal) ৷ সোমবার রাতে ওই পাঁচজনের দেহ উদ্ধার করা হয় ওই খাল থেকে ৷

আরও পড়ুন: মার্কিন সিরিজ দেখেই খুনের ছক, নতুন ফ্রিজে প্রেমিকার টুকরো দেহ সংরক্ষণ আফতাবের

তাঁদের ডুবে যাওয়ার খবর পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধারের জন্য ওই খালে নেমে পড়েন ৷ কিন্তু শেষ চেষ্টা করেও রক্ষা হয়নি ৷ কাউকেই বাঁচানো যায়নি ৷ তাঁদের দেহ হাসপাতালে নিয়ে যাওয়ার পর নিহতদের পরিবার সেখানে পৌঁছয় ৷ পরিবারের সকলে শোকাহত ও মর্মাহত ৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ কী কারণে এ ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ৷

কচ্ছ (গুজরাত), 14 নভেম্বর: নর্মদা খালে একই পরিবারের পাঁচ জনের ডুবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ মৃতদের মধ্যে তিনজন মহিলা ও দু'জন পুরুষ ৷ ঘটনাটি গুজরাতের কচ্ছ জেলার অন্তর্গত গুন্ডালা গ্রামের কাছে যে নর্মদা খাল রয়েছে তাতেই এই দুর্ঘটনাটি ঘটে (5 People Drowned in Narmada Canal) ৷ সোমবার রাতে ওই পাঁচজনের দেহ উদ্ধার করা হয় ওই খাল থেকে ৷

আরও পড়ুন: মার্কিন সিরিজ দেখেই খুনের ছক, নতুন ফ্রিজে প্রেমিকার টুকরো দেহ সংরক্ষণ আফতাবের

তাঁদের ডুবে যাওয়ার খবর পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধারের জন্য ওই খালে নেমে পড়েন ৷ কিন্তু শেষ চেষ্টা করেও রক্ষা হয়নি ৷ কাউকেই বাঁচানো যায়নি ৷ তাঁদের দেহ হাসপাতালে নিয়ে যাওয়ার পর নিহতদের পরিবার সেখানে পৌঁছয় ৷ পরিবারের সকলে শোকাহত ও মর্মাহত ৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ কী কারণে এ ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ৷

Last Updated : Nov 14, 2022, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.