ETV Bharat / bharat

Bus Accident in Andhra Pradesh: অন্ধ্রে বাস দুর্ঘটনায় মৃত 8 - অন্ধ্রে বাস দুর্ঘটনায় মৃত 8

বুধবার এক বাস দুর্ঘটনায় অন্ধ্রের পূর্ব-গোদাবরী জেলায় প্রাণ হারিয়েছেন 8 জন (8 people died in a bus accident in west godavari of andhra pradesh) ৷ আহত 6 ৷

Bus Accident in Andhra
অন্ধ্রে বাস দুর্ঘটনায় মৃত 8
author img

By

Published : Dec 15, 2021, 4:28 PM IST

পূর্ব গোদাবরী, 15 ডিসেম্বর : ভয়াবহ এক পথ দুর্ঘটনায় বুধবার অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় প্রাণ হারালেন কমপক্ষে 8 জন (8 people died in a bus accident in west godavari of andhra pradesh) ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন 6 জন ৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷

জানা গিয়েছে, এদিন আরটিসি-এর বাসে করে অন্ধ্রের ভেলেরুপাদু থেকে জনগারেড্ডিগুদেম যাচ্ছিলেন 40 জন ৷ সেই সময় দুর্ঘটনার মুখে পড়ে বাসটি ৷ জল্লেরুর কাছে একটি ব্রিজের রেলিংয়ে ধাক্কা মেরে এক জলাশয়ে পড়ে যায় বাসটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 8 জনের ৷ বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের মধ্যে 6 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন :উত্তর হাইতিতে ট্যাঙ্কার বিস্ফোরণে 75 জনের মৃত্যু

মৃতহের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন বলে খবর ৷

পূর্ব গোদাবরী, 15 ডিসেম্বর : ভয়াবহ এক পথ দুর্ঘটনায় বুধবার অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় প্রাণ হারালেন কমপক্ষে 8 জন (8 people died in a bus accident in west godavari of andhra pradesh) ৷ এই দুর্ঘটনায় আহত হয়েছেন 6 জন ৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷

জানা গিয়েছে, এদিন আরটিসি-এর বাসে করে অন্ধ্রের ভেলেরুপাদু থেকে জনগারেড্ডিগুদেম যাচ্ছিলেন 40 জন ৷ সেই সময় দুর্ঘটনার মুখে পড়ে বাসটি ৷ জল্লেরুর কাছে একটি ব্রিজের রেলিংয়ে ধাক্কা মেরে এক জলাশয়ে পড়ে যায় বাসটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 8 জনের ৷ বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের মধ্যে 6 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন :উত্তর হাইতিতে ট্যাঙ্কার বিস্ফোরণে 75 জনের মৃত্যু

মৃতহের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.