ETV Bharat / bharat

Marwah Accident: কিশতওয়ারে গাড়ি দুর্ঘটনায় মৃত কমপক্ষে 8 - মারওয়াহে দুর্ঘটনা

সুমো গাড়ি গভীর খাদে পড়ে 8 যাত্রীর মৃত্যু হয়েছে ৷ দুর্ঘটনাটি জম্মু-কাশ্মীরের কিশতওয়ারের মারওয়াহ এলাকায় আস্তাঙ্গাম-রেনাই সড়কের আলিস্যারিতে (Marwah Accident) ৷

Marwah Accident
মারওয়াহে দুর্ঘটনায় মৃত 8
author img

By

Published : Nov 16, 2022, 8:34 PM IST

Updated : Nov 16, 2022, 8:46 PM IST

কিশতওয়ার (জম্মু-কাশ্মীর), 16 নভেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে একটি সুমো গাড়ি গভীর খাদে পড়ে আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বুধবার দুর্ঘটনাটি ঘটে কিশতওয়ারের মারওয়াহ এলাকার আস্তাঙ্গাম-রেনাই সড়কের আলিস্যারিতে (Marwah Accident) ৷ এদিন সন্ধ্যা সাড়ে 5টা নাগাদ একটি গাড়ি গভীর খাদে পড়ে গেলে আট জন যাত্রী মারা গিয়েছেন বলে জানিয়েছেন কিশতওয়ারের ডেপুটি কমিশনার ৷

জানা গিয়েছে, সীমান্তবর্তী জেলা কিশতওয়ারের মারওয়াহ এলাকার ওপর দিয়ে এদিন সন্ধ্যা নাগাদ ওই সুমো গাড়িটি যাচ্ছিল ৷ সেইসময় চালক আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সঙ্গে সঙ্গে সুমোটি রাস্তা থেকে গভীর খাদে গিয়ে পড়ে । ঘটনার পর স্থানীয়দের চেষ্টায় লোকজনকে খাদ থেকে উদ্ধার করা হয় ।

এই দুর্ঘটনায় 8 জন যাত্রী মারা যান । পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয় । দুর্ঘটনা থেকে 8টি মৃতদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ৷ পরে দেহগুলিকে সনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ খবর পেয়ে পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷

আরও পড়ুন: সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু বালকের

কিশতওয়ার (জম্মু-কাশ্মীর), 16 নভেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে একটি সুমো গাড়ি গভীর খাদে পড়ে আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বুধবার দুর্ঘটনাটি ঘটে কিশতওয়ারের মারওয়াহ এলাকার আস্তাঙ্গাম-রেনাই সড়কের আলিস্যারিতে (Marwah Accident) ৷ এদিন সন্ধ্যা সাড়ে 5টা নাগাদ একটি গাড়ি গভীর খাদে পড়ে গেলে আট জন যাত্রী মারা গিয়েছেন বলে জানিয়েছেন কিশতওয়ারের ডেপুটি কমিশনার ৷

জানা গিয়েছে, সীমান্তবর্তী জেলা কিশতওয়ারের মারওয়াহ এলাকার ওপর দিয়ে এদিন সন্ধ্যা নাগাদ ওই সুমো গাড়িটি যাচ্ছিল ৷ সেইসময় চালক আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সঙ্গে সঙ্গে সুমোটি রাস্তা থেকে গভীর খাদে গিয়ে পড়ে । ঘটনার পর স্থানীয়দের চেষ্টায় লোকজনকে খাদ থেকে উদ্ধার করা হয় ।

এই দুর্ঘটনায় 8 জন যাত্রী মারা যান । পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয় । দুর্ঘটনা থেকে 8টি মৃতদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ৷ পরে দেহগুলিকে সনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ খবর পেয়ে পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷

আরও পড়ুন: সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু বালকের

Last Updated : Nov 16, 2022, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.