লক্ষ্মীসরাই (বিহার), 1 সেপ্টেম্বর : ফের মাওবাদীদের (Naxal) সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ের ঘটনা ঘটল ৷ মঙ্গলবার ঘটনাটি বিহারের (Bihar) লক্ষ্মীসরাই জেলায় ঘটেছে ৷ নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে ৷ এই ঘটনায় বেশ কয়েকজন মাওবাদী নিহত হয়েছে ৷ তবে সেই সংখ্যাটা এখনও নিশ্চিত করে জানা যায়নি ৷ তবে একটি সূত্র থেকে জানা গিয়েছে যে এই ঘটনায় অন্তত দু’জন মাওবাদী নিহত হয়েছে ৷
আরও পড়ুন : LPG Cylinder Price Hike : ফের রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, আজ থেকে সিলিন্ডারপিছু দাম 911 টাকা
লক্ষ্মীসরাইয়ের (Lakhisarai) পুলিশ সুপার সুশীল কুমার জানিয়েছেন, মাওবাদীদের বালেশ্বর কোড়া গ্যাং-কে পুলিশ ঘিরে ধরে এই অভিযান চালায় ৷ এখনও তল্লাশি অভিযান চলছে ৷ পুলিশের একটি সূত্র জানিয়েছে যে ওই এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর বেশ কয়েকদিন আগে জানা গিয়েছিল ৷ তার পর সুশীল কুমারের তত্ত্বাবধানেই মাওবাদীদের গতিবিধির উপর নজরদারি চলতে থাকে ৷
তার পর পরিকল্পনামাফিক জামালপুরের ভীমা ড্যাম, অভয়পুর, কাজরা ও লক্ষ্মীসরাইয়ের পিরি বাজারের ঘন জঙ্গলে পুলিশি অভিযান শুরু হয় ৷ অভিযানের নেতৃত্ব দেয় এসএসবি-র 32 জন জওয়ান, বিএসএফ-এর একজন শীর্ষস্থানীয় কমান্ডার এবং আধা সামরিক বাহিনী ৷ কিন্তু পুলিশ ও আধা সামরিক বাহিনী পৌঁছতেই মাওবাদীরা গুলি চালাতে শুরু করে বলে জানা গিয়েছে ৷ ভোর পাঁচটা নাগাদ এই গুলির লড়াই শুরু হয় বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : Baby Rhino rescued : 10 দিনের শিশু গন্ডারকে জলপ্লাবিত কাজিরাঙা থেকে উদ্ধার করল বন দফতর
পুলিশের তরফে জানা গিয়েছে, এই অভিযানের পরিকল্পনা রূপায়ণের কাজ করেন প্রাক্তন এডিজি এসসি এসটি জেনারেল ডিরেক্টর ও আরও কয়েকজন আধিকারিক ৷ এছাড়া ছিলেন জামুই, লক্ষ্মীসরাই, শেইখপুরা-র পুলিশ সুপার ৷