উত্তরাখণ্ড, 7 অক্টোবর: উত্তরকাশিতে তুষার ধসে মৃত 19 পর্বতারোহীর দেহ উদ্ধার (Uttarkashi Avalanche) ৷ মঙ্গলবার তুষারধসে এই পর্বতারোহীদের মৃ্ত্যু হয়েছে (Mountaineers Stuck Due to avalanche) ৷ হেলিকপ্টাররে করে আজ দেহগুলি মাতলি হেলিপ্যাডে নিয়ে আসা হবে ৷ ইতিমধ্যেই 30 সদস্যের উদ্ধারকারী দল রওনা দিয়েছেন দৌপদ্রী দোন্ডার উদ্দেশ্যে ৷ এমনটাই জানিয়েছেন উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার ৷
জানা গিয়েছে, একটি ট্রেকিং ইিন্সটিটিউট থেকে 44 জন সদস্যের পর্বতারোহীর একটি দল ট্রেকিংয়ে গিয়েছিল ৷ গত মঙ্গলবারটি ওই দলটি তুষার ধসের কবলে পড়ে ৷ মৃত্যু হয় 2 প্রশিক্ষক-সহ 17 জন শিক্ষানবিশ পর্বোতারোহীর ৷
আরও পড়ুন: ভয়াবহ তুষারধসের কবলে প্রাণ হারালেন 10 পর্বতারোহী, এখনও আটকে 25 জন
পর্বতারোহীদের দেহ খুঁজে বের করতে ইতিমধ্যেই উত্তরাখণ্ড প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে ৷ ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি, এসডিআরএফ এবং জেলা প্রশাসন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ।