গড়চিরৌলি, 13 নভেম্বর : মহারাষ্ট্র পুলিশের সি-60 ইউনিটের সঙ্গে গুলির লড়াইয়ে 26 জন মাওবাদীর মৃত্যু হল মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় ৷ গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল জানিয়েছেন, এই সংঘর্ষে আহত হয়েছেন তিন জওয়ানও ৷
জানা গিয়েছে, শনিবার সকাল থেকে গড়চিরৌলির মুরুমগাঁও এলাকার জঙ্গলে এই গুলির লড়াই শুরু হয় ৷ সংঘর্ষে বেশ কয়েকজন মাওবাদীর আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে ৷
আরও পড়ুন : Manipur Ambush: মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, কম্যান্ডিং অফিসার ও পরিবার-সহ মৃৃত 7
ছত্তিশগড় লাগোয়া ঘন জঙ্গলে এই গুলির লড়াই চলায়, মাওবাদীদের দমনে বেশ বেগ পেতে হচ্ছে নিরাপত্তা বাহিনীকে ৷ মহারাষ্ট্রের এক শীর্ষ পুলিশ কর্তা জানিয়েছেন, মুম্বই থেকে প্রায় 920 কিলোমিটার দূরের এই জঙ্গলে এদিন নিরাপত্তা বাহিনী যখন তল্লাশি চালাচ্ছিল তখন তাঁদের উপর হামলে চালায় মাওবাদীরা ৷ শুরু হয় দু'পক্ষের গুলির লড়াই ৷