বুলধানা, 2 অক্টোবর: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজন শ্রমিকের ৷ দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোর সাড়ে 5টা নাগাদ মহারাষ্ট্রের বুলধানা এলাকায় ছ’নম্বর জাতীয় সড়কে ৷ রাস্তার পাশের একটি ঝুপড়িতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন ৷ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ম্যাটাডোর ওই ঝুপড়িতে ধাক্কা মারে ৷ তার জেরেই তিনজনের মৃত্যু হয় ৷ গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দু’জন ৷ বাকিরাও আহত হয়েছেন৷ তাঁরাও হাসপাতালে ভরতি ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ও আহত শ্রমিকরা অন্য জায়গা থেকে কাজের সন্ধানে বুলধানায় এসেছিলেন ৷ তাঁদের কেউ মেলঘাট থেকে এসেছিলেন ৷ আবার কেউ এসেছিলেন চিখলদারা তালুকের মোরগাঁও থেকে ৷ সেখানে একটি রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত ছিলেন তাঁরা ৷ দিনভর কাজের পর রাস্তার পাশের ওই ঝুপড়িতে ঘুমোচ্ছিলেন ওই শ্রমিকরা ৷ ঘুমন্ত অবস্থাতেই তাঁদের পিষে দেয় ঘাতক ম্যাটাডোর ৷
পুলিশ জানিয়েছে, নিহতদের নাম হল - জাম্বেকর, পঙ্কজ তুলসিরাম জাম্বেকর, অভিষেক রমেশ জাম্বেকর ৷ এঁদের মধ্যে জাম্বেকর ও পঙ্কজ ঘটনাস্থলেই মারা যান ৷ তাঁদের বয়স জানা যায়নি ৷ অন্যদিকে অভিষেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় ৷ অভিষেকের বয়স 18 ৷
পুলিশ আরও জানিয়েছে, রাজা জাদু জাম্বেকর ও দীপক শুজি বেলসারে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৷ তাঁদের স্থানীয় মলকাপুরের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাঁরা আপাতত সেখানেই চিকিৎসাধীন৷ তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷ অন্য আহতরাও হাসপাতালে চিকিৎসাধীন ৷
ঘটনার খবর পাওয়ার পরই সেখানে যায় পুলিশ ৷ পুলিশই গিয়ে উদ্ধার করে আহত ও নিহতদের ৷ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ৷ ঘাতক ম্যাটাডোরটিকে চিহ্নিত করেছে পুলিশ ৷ তবে সেটিকে বা ওই ম্যাটাডোরের চালককে আটক করা গিয়েছে কি না, এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য মেলেনি ৷
আরও পড়ুন: জমি বিবাদে দেওয়ারির এক পরিবারের পাঁচ সদস্য-সহ ছ’জনকে খুন