ভোপাল,25 ফেব্রুয়ারি: মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ । সিধি জেলায় ট্রাকের সঙ্গে তিনটি বাসের সংঘর্ষে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন কমপক্ষে 50 জন। পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে সাতনা জেলায় মাতা সবরীর মন্দিরের 'কল মহাকুম্ভ' অনুষ্ঠান থেকে ফেরার সময় পুণ্যার্থীদের বাসে ধাক্কা মারে ট্রাক । তার জেরেই প্রাণ হারান 14 জন (Several got Killed in road accident) । আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে প্রশাসন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর । কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের কর্তারা। তাঁদের থেকে গোটা বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।পরে নিজেও ঘটনাস্থলে যান। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, নিহতদের পরিবার পিছু 10 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতরা পাবেন 2 লাখ টাকার আর্থিক সাহায্য়। স্থানীয় বিজেপি সাংসদ রীতি পাঠক থেকে শুরু করে অন্য নেতারাও গিয়েছেন । কংগ্রেসের কয়েক জন নেতাও ঘটনাস্থলে পৌঁছেছেন বলে খবর।
-
सीधी (म.प्र) में हुआ सड़क हादसा अत्यंत दुःखद है। इस हादसे में जान गंवाने वाले लोगों के परिजनों के प्रति गहरी संवेदना व्यक्त करता हूँ। ईश्वर उन्हें यह दुःख सहने की शक्ति दें। प्रशासन द्वारा घायलों को उपचार उपलब्ध कराया जा रहा है। घायलों के शीघ्र स्वस्थ होने की प्रार्थना करता हूँ।
— Amit Shah (@AmitShah) February 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">सीधी (म.प्र) में हुआ सड़क हादसा अत्यंत दुःखद है। इस हादसे में जान गंवाने वाले लोगों के परिजनों के प्रति गहरी संवेदना व्यक्त करता हूँ। ईश्वर उन्हें यह दुःख सहने की शक्ति दें। प्रशासन द्वारा घायलों को उपचार उपलब्ध कराया जा रहा है। घायलों के शीघ्र स्वस्थ होने की प्रार्थना करता हूँ।
— Amit Shah (@AmitShah) February 24, 2023सीधी (म.प्र) में हुआ सड़क हादसा अत्यंत दुःखद है। इस हादसे में जान गंवाने वाले लोगों के परिजनों के प्रति गहरी संवेदना व्यक्त करता हूँ। ईश्वर उन्हें यह दुःख सहने की शक्ति दें। प्रशासन द्वारा घायलों को उपचार उपलब्ध कराया जा रहा है। घायलों के शीघ्र स्वस्थ होने की प्रार्थना करता हूँ।
— Amit Shah (@AmitShah) February 24, 2023
দুর্ঘটনার খবর পেয়ে শোকজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । টুইটারে তিনি লিখেছেন, "সিধির পথ দুর্ঘটনা অন্তত দু:খের বিষয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিন । আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে প্রশাসন । তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।"
অন্যদিকে, এই ঘটনার দায় নিয়ে রাজ্য সরকারের নিহতদের পরিবারকে 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মনে করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগবিজয় সিং । টুইটারে তিনি লেখেন, "দুর্ঘটনায় আহত এবং নিহতরা সকলেই কল মহাকুম্ভে যোগ দিতে গিয়েছিলেন। এই অনুষ্ঠান আয়োজনের ভার ছিল মধ্যপ্রদেশ সরকারের। আর তাই দুর্ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর উচিত নিহতদের পরিবার প্রতি 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া।" দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন রাজ্যের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথও ।