নয়াদিল্লি/গাজিয়াবাদ, 11 জুলাই: উত্তরপ্রদেশে গাড়ির সঙ্গে স্কুল বাসের সংঘর্ষে মহিলা-সহ 6 জনের মৃত্যু হয়েছে ৷ কমপক্ষে দু'জন আহত হয়েছেন বলে খবর ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে গাজিয়াবাদে দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে ৷ সেখানে মাঝ রাস্তায় উলটো দিক থেকে আসা একটি চারচাকা গাড়ির সঙ্গে স্কুল বাসের সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদেহ গুলিকে উদ্ধার করেছে পুলিশ ৷ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য ৷
অতিরিক্ত অ্যাডিশনাল পুলিশ কমিশনার (ট্রাফিক) জানিয়েছেন, রাহুল বিহারের কাছে সকাল 6টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ সে সময় ওই স্কুল বাসে কোনও পড়ুয়া ছিল না । স্কুল বাসটি ভুল দিক থেকে আসছিল । ওই পুলিশ আধিকারিক বলেন, "গাজিপুরের কাছে দিল্লি থেকে সিএনজি ভরতি করে একটি বাস আসছিল ৷ ওই বাসের চালক ভুল দিক থেকে আসছিলেন । ওপর দিক থেকে আসা গাড়িতে গিয়ে ধাক্কা মারে ৷ ওই চারচাকা গাড়িটি মেরঠ থেকে আসছিল এবং গুরুগ্রামের দিকে যাচ্ছিল ৷"
তিনি জানান, আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে । দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে । পুলিশ দুর্ঘটনাস্থল থেকে দুটি গাড়িই সরানোর ব্যবস্থা করছে । এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত করা হবে । পুলিশ এই ঘটনায় বাস চালককে আটক করেছে ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷ বাস চালক মদ্যপান করেছিলেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ দুর্ঘটনায় চারচাকা গাড়িটি দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: ঘুমিয়ে পড়লেন চালক, অন্ধ্রপ্রদেশে বাস উলটে মৃত 7
প্রসঙ্গত, এর আগে সোমবার উত্তরপ্রদেশের প্রতাপগড়ে একটি দ্রুতগতিতে আসা ট্যাঙ্কারের সঙ্গে টেম্পোর সংঘর্ষের ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় অন্তত নয়জন নিহত হন । আহত হন অনেকে ৷ প্রতাপগড়ের লীলাপুর থানা এলাকার মোহনগঞ্জ বাজারের কাছে লখনউ বারাণসী হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে ।