ETV Bharat / bharat

Maharashtra Road Accident: পরপর কয়েকটি গাড়িকে ধাক্কা মেরে হোটেলে ঢুকে পড়ল কন্টেনার, মৃত 10 - মহারাষ্ট্রের ধুলে

মহারাষ্ট্রের ধুলেতে পরপর কয়েকটি গাড়িকে ধাক্কা মেরে সোজা হাইওয়ের ধারের একটি হোটেলে ঢুকে পড়ল একটি বেলাগাম গতিতে চলা কন্টেনার ৷ এই ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 15 জন ৷

Maharashtra Road Accident
Maharashtra Road Accident
author img

By

Published : Jul 4, 2023, 2:53 PM IST

Updated : Jul 4, 2023, 5:37 PM IST

পরপর কয়েকটি গাড়িকে ধাক্কা মেরে হোটেলে ঢুকে পড়ল কন্টেনার

ধুলে (মহারাষ্ট্র), 4 জুলাই: মহারাষ্ট্রে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 10 জনের ৷ আহত হয়েছেন 15 জন ৷ জানা গিয়েছে, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের সীমান্তে ধুলে জেলার পালাসনার গ্রামে মুম্বই-আগ্রা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে ৷

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার কবলে পড়ে চার থেকে পাঁচটি গাড়ি । পাথর বোঝাই একটি দ্রুতগামী কন্টেনারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি গাড়িকে ধাক্কা দেয় । এরপর কন্টেনারটি তিন থেকে চারটি মোটরসাইকেল ও গাড়িকে পরপর ধাক্কা দেয় ৷ সবশেষে বেলাগাম গতিতে চলা কন্টেনারটি বেসামাল হয়ে হাইওয়ের পাশের একটি ছোট হোটেলে ঢুকে পড়ে । এই ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের ৷ জখন আরও অনেকে ৷

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে ৷ এমন ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় ভিড় জমিয়েছেন মানুষজন ৷ দুর্ঘটনার ফলে হাইওয়ের একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায় । দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলি সরিয়ে হাইওয়ে পরিষ্কার করা হয় । পেছন থেকে ধাক্কা খেয়ে একটি গাড়ি পরের কন্টেনারকে ধাক্কা দেয় ৷ জানা গিয়েছে, সেই গাড়িতে ছিলেন স্বামী-স্ত্রী, দুই সন্তান ও চালক । স্বামী, দুই সন্তান ও চালক গুরুতর আহত হলেও ঘটনাস্থলেই স্ত্রী-র মৃত্যু হয় ৷

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট নাবালককে নিয়ে দ্রুতগতির বোলেরোর সঙ্গে ট্রাকের ধাক্কা ! মৃত 7

ধুলের পুলিশ সুপার সঞ্জয় বারকুণ্ড ইটিভি ভারতকে জানিয়েছেন যে, মৃতদের মধ্যে চারজন পুরুষ, দু জন মহিলা এবং তিনজন শিশু । তিনি বলেন, "আহতদের শিরপুর এবং ধুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । মুম্বই-আগ্রা হাইওয়েতে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ ছিল যান চলাচল ৷ তবে পরে তা স্বাভাবিক হয় ৷" অন্য একজন শীর্ষ পুলিশ কর্তা জানান, ধুলে জেলার মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের সীমান্তে পালাসনার গ্রামে দুর্ঘটনাটি ঘটে ।

1 জুলাই, শনিবার সমৃদ্ধি মহামার্গে বুলধানা জেলায় একটি বাসে আগুন লেগে 26 জনের মৃত্যু হয় । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ভয়াবহ সেই দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেন এবং মৃতদের আত্মীয়দের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন ।

পরপর কয়েকটি গাড়িকে ধাক্কা মেরে হোটেলে ঢুকে পড়ল কন্টেনার

ধুলে (মহারাষ্ট্র), 4 জুলাই: মহারাষ্ট্রে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 10 জনের ৷ আহত হয়েছেন 15 জন ৷ জানা গিয়েছে, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের সীমান্তে ধুলে জেলার পালাসনার গ্রামে মুম্বই-আগ্রা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে ৷

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার কবলে পড়ে চার থেকে পাঁচটি গাড়ি । পাথর বোঝাই একটি দ্রুতগামী কন্টেনারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি গাড়িকে ধাক্কা দেয় । এরপর কন্টেনারটি তিন থেকে চারটি মোটরসাইকেল ও গাড়িকে পরপর ধাক্কা দেয় ৷ সবশেষে বেলাগাম গতিতে চলা কন্টেনারটি বেসামাল হয়ে হাইওয়ের পাশের একটি ছোট হোটেলে ঢুকে পড়ে । এই ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের ৷ জখন আরও অনেকে ৷

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে ৷ এমন ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় ভিড় জমিয়েছেন মানুষজন ৷ দুর্ঘটনার ফলে হাইওয়ের একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায় । দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলি সরিয়ে হাইওয়ে পরিষ্কার করা হয় । পেছন থেকে ধাক্কা খেয়ে একটি গাড়ি পরের কন্টেনারকে ধাক্কা দেয় ৷ জানা গিয়েছে, সেই গাড়িতে ছিলেন স্বামী-স্ত্রী, দুই সন্তান ও চালক । স্বামী, দুই সন্তান ও চালক গুরুতর আহত হলেও ঘটনাস্থলেই স্ত্রী-র মৃত্যু হয় ৷

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট নাবালককে নিয়ে দ্রুতগতির বোলেরোর সঙ্গে ট্রাকের ধাক্কা ! মৃত 7

ধুলের পুলিশ সুপার সঞ্জয় বারকুণ্ড ইটিভি ভারতকে জানিয়েছেন যে, মৃতদের মধ্যে চারজন পুরুষ, দু জন মহিলা এবং তিনজন শিশু । তিনি বলেন, "আহতদের শিরপুর এবং ধুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । মুম্বই-আগ্রা হাইওয়েতে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ ছিল যান চলাচল ৷ তবে পরে তা স্বাভাবিক হয় ৷" অন্য একজন শীর্ষ পুলিশ কর্তা জানান, ধুলে জেলার মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের সীমান্তে পালাসনার গ্রামে দুর্ঘটনাটি ঘটে ।

1 জুলাই, শনিবার সমৃদ্ধি মহামার্গে বুলধানা জেলায় একটি বাসে আগুন লেগে 26 জনের মৃত্যু হয় । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ভয়াবহ সেই দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেন এবং মৃতদের আত্মীয়দের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন ।

Last Updated : Jul 4, 2023, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.