ETV Bharat / bharat

Five Killed in Chithirai Festival: মাদুরাইয়ের চিথিরাই উৎসবে বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু

মাদুরাইয়ের বিভিন্ন এলাকা থেকে চিথিরাই উৎসবে সামিল হতে এসে পদপিষ্ট হয়ে মৃত্যু হল পাঁচজনের৷ তাঁদের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া যায়নি এখনও ৷

author img

By

Published : May 6, 2023, 1:31 PM IST

Chithirai Festival
চিথিরাই উৎসবে পাঁচজনের মৃত্যু

মাদুরাই(তামিলনাড়ু), 6 মে: মাদুরাইয়ে বিখ্যাত চিথিরাই উৎসবে পদপিষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু ৷ এমনটাই জানিয়েছে পুলিশ ৷ তাঁদের মধ্যে প্রথমে তিনজনের দেহ জলে ভাসতে দেখা যায় ৷ পরে আরও দু'জনের দেহ উদ্ধার হয়েছে। ভগবান কাল্লাঝাগরের ভাইগাই নদীতে প্রবেশের বিশ্ববিখ্যাত উৎসব চিথিরাই থিরুভিঝা উপলক্ষ্যে মীনাচি আম্মান মন্দিরে একটি মেলার আয়োজন করা হয় । সেখানেই ঘটল বিপত্তি।

শুক্রবার ছিল মেলার 11তম দিন ৷ শুধু মাদুরাই শহর নয়, বিভিন্ন এলাকা থেকে সেখানে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছিল । বার্ষিক চিথিরাই উৎসবের সাক্ষী হতে তামিলনাড়ুর বিভিন্ন জেলা থেকে ভক্তরা সেখানে জড়ো হন । মাদুরাই থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত কাল্লাঝাগর মন্দির ৷ সেখানকার প্রধান দেবতা ভগবান কল্লাঝাগরের মূর্তিটি সবুজ কাপড়ে মুড়ে দেওয়া হয়েছিল ৷ আগামী বছর যাতে সমৃদ্ধি আসে সেই কামনা করেই এই উদ্যোগ।

উৎসব উপলক্ষ্যে পুলিশ, জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে সবরকম আয়োজন করা হয় । তারই মধ্যে অনেক ভক্ত কাল্লাঝাগর দর্শনের জন্য বিভিন্ন স্থান থেকে ভাইগাই নদীতে নেমেছিলেন ৷ তারা জলে ঝাঁপ দিয়েছিলেন ভগবানকে দর্শন করার জন্য ৷ এসবেরই মধ্যে পুলিশ জানিয়েছে, ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷

আলভারপুরম এলাকার ব্যারেজ থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির দেহ । বয়স আনুমানিক 40 । তারপর ভাইগাই নদীর কল্পলাম এলাকায় আরও দুটি দেহ ভাসছে বলে পুলিশ খবর পায় । পরে দমকল বিভাগের সহায়তায় দেহ দুটি উদ্ধার করা হয় । তাঁদের মধ্যে একজন মাদুরাইয়ের ভলাচেরির জোসেফ নগরের 18 বছর বয়সি প্রেমকুমার বলে জানা গিয়েছে । শেষে উদ্ধার হয় আরও দুটি দেহ। পাঁচটি দেহই ময়নাতদন্তের জন্য মাদুরাই সরকারি রাজাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

আরও পড়ুন: রাজস্থানে নর্দমা পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তিন যুবকের মৃত্যু

মাদুরাই(তামিলনাড়ু), 6 মে: মাদুরাইয়ে বিখ্যাত চিথিরাই উৎসবে পদপিষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু ৷ এমনটাই জানিয়েছে পুলিশ ৷ তাঁদের মধ্যে প্রথমে তিনজনের দেহ জলে ভাসতে দেখা যায় ৷ পরে আরও দু'জনের দেহ উদ্ধার হয়েছে। ভগবান কাল্লাঝাগরের ভাইগাই নদীতে প্রবেশের বিশ্ববিখ্যাত উৎসব চিথিরাই থিরুভিঝা উপলক্ষ্যে মীনাচি আম্মান মন্দিরে একটি মেলার আয়োজন করা হয় । সেখানেই ঘটল বিপত্তি।

শুক্রবার ছিল মেলার 11তম দিন ৷ শুধু মাদুরাই শহর নয়, বিভিন্ন এলাকা থেকে সেখানে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছিল । বার্ষিক চিথিরাই উৎসবের সাক্ষী হতে তামিলনাড়ুর বিভিন্ন জেলা থেকে ভক্তরা সেখানে জড়ো হন । মাদুরাই থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত কাল্লাঝাগর মন্দির ৷ সেখানকার প্রধান দেবতা ভগবান কল্লাঝাগরের মূর্তিটি সবুজ কাপড়ে মুড়ে দেওয়া হয়েছিল ৷ আগামী বছর যাতে সমৃদ্ধি আসে সেই কামনা করেই এই উদ্যোগ।

উৎসব উপলক্ষ্যে পুলিশ, জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে সবরকম আয়োজন করা হয় । তারই মধ্যে অনেক ভক্ত কাল্লাঝাগর দর্শনের জন্য বিভিন্ন স্থান থেকে ভাইগাই নদীতে নেমেছিলেন ৷ তারা জলে ঝাঁপ দিয়েছিলেন ভগবানকে দর্শন করার জন্য ৷ এসবেরই মধ্যে পুলিশ জানিয়েছে, ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷

আলভারপুরম এলাকার ব্যারেজ থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির দেহ । বয়স আনুমানিক 40 । তারপর ভাইগাই নদীর কল্পলাম এলাকায় আরও দুটি দেহ ভাসছে বলে পুলিশ খবর পায় । পরে দমকল বিভাগের সহায়তায় দেহ দুটি উদ্ধার করা হয় । তাঁদের মধ্যে একজন মাদুরাইয়ের ভলাচেরির জোসেফ নগরের 18 বছর বয়সি প্রেমকুমার বলে জানা গিয়েছে । শেষে উদ্ধার হয় আরও দুটি দেহ। পাঁচটি দেহই ময়নাতদন্তের জন্য মাদুরাই সরকারি রাজাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

আরও পড়ুন: রাজস্থানে নর্দমা পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তিন যুবকের মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.