ETV Bharat / bharat

Firing at Bathinda Military Station: ভাতিন্ডার সেনা ছাউনিতে শুটআউট, নিহত অন্তত 4

সেনা ছাউনিতে শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ৷ পঞ্জাবের ভাতিন্ডা সেনা ছাউনিতে গুলি চালোনার ঘটনা ঘটেছে ৷ সেখানে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷

Firing at Bathinda Military Station ETV BHARAT
Firing at Bathinda Military Station
author img

By

Published : Apr 12, 2023, 10:43 AM IST

Updated : Apr 12, 2023, 10:58 AM IST

ভাতিন্ডা (পঞ্জাব), 12 এপ্রিল: পঞ্জাবের ভাতিন্ডার সেনা ছাউনিতে শুটআউট ৷ ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে ৷ বুধবার ভোরে এই ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে ৷ জানা গিয়েছে, আজ ভোর 4 টে 35 মিনিটে গুলি চলে সেনা ক্যাম্পের ভিতরে ৷ ঘটনায় তৎক্ষণাত কুইক রিঅ্যাকশন টিমকে সেখানে মোতায়েন করা হয়েছে ৷ ওই সেনা ক্যাম্পটিকে ঘিরে ফেলা হয়েছে ৷ কারা গুলি চালিয়েছে বা কেন ? সেই সম্পর্কে বিস্তারিত কিছু সেনার তরফে জানানো হয়নি ৷

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, সেনার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ঘটনা সম্পর্কে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘আজ ভোরবেলা আনুমানিক 4টে 35 মিনিটে ভাতিন্ডা সেনা ছাউনির ভিতরে একটি গুলি চালানোর ঘটনা ঘটেছে ৷ সেখানে​ কুইক রিঅ্যাকশন টিম পৌঁছে গিয়েছে ৷ তাঁরা পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং সেনা ক্যাম্প সিল করে দেওয়া হয়েছে ৷’’

সেনার তরফে এও জানানো হয়েছে, ঘটনায় তল্লাশি অভিযান চলছে ৷ এখনও পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এই গুলি চালানোর ঘটনায় ৷ তবে, সেনা ছাউনির ভিতরে ঠিক কী ঘটেছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ৷ কুইক রিঅ্যাকশন টিমের পরবর্তী রিপোর্ট পাওয়া গেলে, তা বিস্তারিতভাবে জানা যাবে ৷ অন্যদিকে, পঞ্জাব পুলিশের একটি সূত্রের তরফে জানানো হয়েছে, দু’দিন আগে সেনা ছাউনি থেকে একটি ইনসাস রাইফেল এবং 28টি কার্তুজ হারিয়ে গিয়েছিল ৷ এই ঘটনার সঙ্গে হারিয়ে যাওয়া রাইফেল এবং কার্তুজের কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন: মায়ানমারে সাগাইং এলাকায় এয়ারস্ট্রাইক, মৃত কমপক্ষে 100

পুলিশের সন্দেহ, রাইফেল ও কার্তুজ হারানোর ঘটনায় কোনও সেনা কর্মী জড়িত ছিলেন ৷ তবে এখনও এই বিষয়ে কোনও সরকারি তথ্য পাওয়া যায়নি। এমন সন্দেহের আদৌ কোনও যুক্তি আছে কি না সেটাও স্পষ্ট নয়। কুইক রেসপন্স টিম সেনা ছাউনির ভিতরে তল্লাশি চালাচ্ছে ৷ পঞ্জাব পুলিশ সেনা ছাউনির বাইরে ব্যারিকেড করে এলাকা ঘিরে দিয়েছে ৷ ওই এলাকার আশপাশ দিয়ে মানুষজন বা গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না ৷

ভাতিন্ডা (পঞ্জাব), 12 এপ্রিল: পঞ্জাবের ভাতিন্ডার সেনা ছাউনিতে শুটআউট ৷ ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে ৷ বুধবার ভোরে এই ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে ৷ জানা গিয়েছে, আজ ভোর 4 টে 35 মিনিটে গুলি চলে সেনা ক্যাম্পের ভিতরে ৷ ঘটনায় তৎক্ষণাত কুইক রিঅ্যাকশন টিমকে সেখানে মোতায়েন করা হয়েছে ৷ ওই সেনা ক্যাম্পটিকে ঘিরে ফেলা হয়েছে ৷ কারা গুলি চালিয়েছে বা কেন ? সেই সম্পর্কে বিস্তারিত কিছু সেনার তরফে জানানো হয়নি ৷

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, সেনার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ঘটনা সম্পর্কে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘আজ ভোরবেলা আনুমানিক 4টে 35 মিনিটে ভাতিন্ডা সেনা ছাউনির ভিতরে একটি গুলি চালানোর ঘটনা ঘটেছে ৷ সেখানে​ কুইক রিঅ্যাকশন টিম পৌঁছে গিয়েছে ৷ তাঁরা পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং সেনা ক্যাম্প সিল করে দেওয়া হয়েছে ৷’’

সেনার তরফে এও জানানো হয়েছে, ঘটনায় তল্লাশি অভিযান চলছে ৷ এখনও পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এই গুলি চালানোর ঘটনায় ৷ তবে, সেনা ছাউনির ভিতরে ঠিক কী ঘটেছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ৷ কুইক রিঅ্যাকশন টিমের পরবর্তী রিপোর্ট পাওয়া গেলে, তা বিস্তারিতভাবে জানা যাবে ৷ অন্যদিকে, পঞ্জাব পুলিশের একটি সূত্রের তরফে জানানো হয়েছে, দু’দিন আগে সেনা ছাউনি থেকে একটি ইনসাস রাইফেল এবং 28টি কার্তুজ হারিয়ে গিয়েছিল ৷ এই ঘটনার সঙ্গে হারিয়ে যাওয়া রাইফেল এবং কার্তুজের কোনও সম্পর্ক রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন: মায়ানমারে সাগাইং এলাকায় এয়ারস্ট্রাইক, মৃত কমপক্ষে 100

পুলিশের সন্দেহ, রাইফেল ও কার্তুজ হারানোর ঘটনায় কোনও সেনা কর্মী জড়িত ছিলেন ৷ তবে এখনও এই বিষয়ে কোনও সরকারি তথ্য পাওয়া যায়নি। এমন সন্দেহের আদৌ কোনও যুক্তি আছে কি না সেটাও স্পষ্ট নয়। কুইক রেসপন্স টিম সেনা ছাউনির ভিতরে তল্লাশি চালাচ্ছে ৷ পঞ্জাব পুলিশ সেনা ছাউনির বাইরে ব্যারিকেড করে এলাকা ঘিরে দিয়েছে ৷ ওই এলাকার আশপাশ দিয়ে মানুষজন বা গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না ৷

Last Updated : Apr 12, 2023, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.