অযোধ্যা, 22 এপ্রিল: ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশ। লখনউ-গোরক্ষপুর হাইওয়ে শুক্রবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গিয়েছে 7 জনের। আহত হয়েছেন 40 জন। অযোধ্যার দিক থেকে আসা বাসটি আম্বেদকর নগরের কাছে বাঁক নেওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে বাসটি কার্যত ট্রাকের নীচে চাপা পড়ে যায়। অযোধ্যার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অজয় রাজা জানিয়েছেন, দুর্ঘটনায় সাতজনের প্রাণ গিয়েছে। আহত কমপক্ষে 40। শুক্রবারের পর শনিবার সকালেও উদ্ধার কাজ চলেছে । দুর্ঘটনার খবর পেয়েই শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কার্যালয়ের তরফে টুইটারে লেখা হয়, দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মর্মাহত হয়েছেন। স্বজনহারাদের সমবেদনা জানিয়েছন যোগী। পাশাপাশি আহতদের যাতে দ্রুত সুচিকিৎসা হয় সেই নির্দেশও দিয়েছেন। উদ্ধারকাজ থেকে শুরু করে আহতদের চিকিৎসায় যাতে কোনও সমস্যা না হয় তার জন্য জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।
-
#UPCM @myogiadityanath ने जनपद अयोध्या में सड़क हादसे में हुई जनहानि पर गहरा दुःख प्रकट किया है। मुख्यमंत्री जी ने दिवंगत आत्मा की शांति की कामना करते हुए शोक संतप्त परिजनों के प्रति संवेदना व्यक्त की है।
— CM Office, GoUP (@CMOfficeUP) April 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
मुख्यमंत्री जी ने घायलों को तत्काल अस्पताल पहुंचाकर जिला प्रशासन के…
">#UPCM @myogiadityanath ने जनपद अयोध्या में सड़क हादसे में हुई जनहानि पर गहरा दुःख प्रकट किया है। मुख्यमंत्री जी ने दिवंगत आत्मा की शांति की कामना करते हुए शोक संतप्त परिजनों के प्रति संवेदना व्यक्त की है।
— CM Office, GoUP (@CMOfficeUP) April 21, 2023
मुख्यमंत्री जी ने घायलों को तत्काल अस्पताल पहुंचाकर जिला प्रशासन के…#UPCM @myogiadityanath ने जनपद अयोध्या में सड़क हादसे में हुई जनहानि पर गहरा दुःख प्रकट किया है। मुख्यमंत्री जी ने दिवंगत आत्मा की शांति की कामना करते हुए शोक संतप्त परिजनों के प्रति संवेदना व्यक्त की है।
— CM Office, GoUP (@CMOfficeUP) April 21, 2023
मुख्यमंत्री जी ने घायलों को तत्काल अस्पताल पहुंचाकर जिला प्रशासन के…
এদিকে দুর্ঘটনা স্থলে গিয়েছেন অযোধ্যার জেলাশাসক নীতীশ কুমার । সংবাদসংস্থা এএনআইকে তিনি জানান, উদ্ধার কাজ ভালোভাবে করতে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এখনও কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । জেলাশাসক ছাড়াও জেলা প্রশাসনের শীর্ষ কর্তারাও ঘটনাস্থলে গিয়েছেন। আহতদের মধ্যে 7 জনকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 5 জনের শারীরিক পরিস্থিতির গুরুতর হওয়ায় তাঁদের স্থানীয় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের অন্যত্র চিকিৎসা চলছে।
-
#UPDATE | Around 12 people have been sent to the hospital. 5 have been sent to the district hospital and 7 to medical college. Some casualties also occurred. The rescue operation has been completed: Nitish Kumar, District Magistrate, Ayodhya, Uttar Pradesh pic.twitter.com/5vJhBw19UE
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#UPDATE | Around 12 people have been sent to the hospital. 5 have been sent to the district hospital and 7 to medical college. Some casualties also occurred. The rescue operation has been completed: Nitish Kumar, District Magistrate, Ayodhya, Uttar Pradesh pic.twitter.com/5vJhBw19UE
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 21, 2023#UPDATE | Around 12 people have been sent to the hospital. 5 have been sent to the district hospital and 7 to medical college. Some casualties also occurred. The rescue operation has been completed: Nitish Kumar, District Magistrate, Ayodhya, Uttar Pradesh pic.twitter.com/5vJhBw19UE
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 21, 2023
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। অতিরিক্ত গতির ফলেই এই দুর্ঘটনা ঘটেছে নাকি এর নেপথ্যে কোনও যান্ত্রিক ত্রুটি আছে তা খুঁজে দেখছে পুলিশ। আহতদের শারীরিক পরিস্থিতি ভালো হলে তাঁদের সঙ্গেও কথা বলা হবে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে দেশের উত্তরাংশের একাধিক রাজ্যে গত কয়েকদিনে একাধিক পথদুর্ঘটনার খবর মিলেছে। এছাড়া মাত্র দু'দিন আগে কর্ণাটকেও একটি পথ দুর্ঘটনায় 11 জনের প্রাণ গিয়েছিল ।
আরও পড়ুন: পুলওয়ামা নিয়ে মুখ খোলার জের, সত্যপাল মালিককে তলব সিবিআইয়ের