ETV Bharat / bharat

ছত্তিশগড়ে উলটে গেল বিএসএফের গাড়ি, আহত 17 জওয়ান - Road Accident BSF Vehicle

BSF vehicle accident: ছত্তিশগড়ের কাঙ্কেরে দুর্ঘটনার কবলে পড়ল বিএসএফের গাড়ি । 17 জন আহত বিএসএফ জওয়ানের মধ্যে গুরুতর অবস্থা 5 জনের। নারায়ণপুর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের ।

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 6:58 PM IST

কাঙ্কের (ছত্তিশগড়), 5 জানুয়ারি: দুর্ঘটনার কবলে বিএসএফ জওয়ানদের গাড়ি । দুর্ঘটনায় 17 জন বিএসএফ জওয়ান আহত হয়েছেন । তাঁদের মধ্যে 5 জনের অবস্থা আশংকাজনক । শুক্রবার দুপুরের দিকে রাওঘাট থানা এলাকার কুমহারি গ্রামের কাছে আন্তাগড় নারায়ণপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ।

নারায়ণপুরের এসপি পুষ্কর শর্মা বলেন, "দুর্ঘটনাটি নারায়ণপুর ও কাঙ্কেরের রাওঘাট এবং তাডোকি জেলা সীমান্ত থানার মধ্যে হয়েছে । যেখানে 162 ব্যাটালিয়ন বিএসএফ জওয়ান গাড়িতে করে যাচ্ছিলেন । গাড়িটি কুমহারি গ্রামের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । ঘটনায় 17 জন জওয়ান আহত হয়েছেন । খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে পৌঁছয় । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নারায়ণপুর জেলা হাসপাতালে । সেখানে চার-পাঁচ জন সেনার অবস্থা আশংকাজনক । বাকি জওয়ানরা সুস্থ আছেন । তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । যাঁদের অবস্থা আশংকাজনক তাঁদের রায়পুরে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।"

জানা গিয়েছে, মাওবাদী অধ্যুষিত এলাকায় টহলের দায়িত্বে ছিলেন জওয়ানরা । তাঁরা জঙ্গল থেকে নিজেদের বেসক্যাম্প কাঙ্কেরের সারগিপাল ফুলপাড়ে ফিরছিলেন । ছুটির কারণে জওয়ানরা ব্যক্তিগত বিএসএফ গাড়িতে আন্তাগড়ের উদ্দেশে রওনা হয়েছিলেন । আচমকাই স্টিয়ারিং বিকল হয়ে যাওয়ায় গাড়িটি ধাক্কা খেয়ে উলটে যায় ।

উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনে ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনী ও পুলিশ কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে মাওবাদীদের ৷ গুলিতে 6 মাস বয়সি এক শিশুর মৃত্যু হয় ৷ গুরুতর আহত হন শিশুর মা-সহ আরও দুই ডিআরজি জওয়ান ।

আরও পড়ুন

1. সংসদে হামলায় অভিযুক্তদের পলিগ্রাফ, নারকো ও ব্রেন ম্যাপিং টেস্ট করানোর নির্দেশ আদালতের

2. স্বাতী মালিওয়ালকে রাজ্যসভার জন্য মনোনীত করল আপ, তালিকায় নাম রয়েছে ধৃত সঞ্জয় সিংয়েরও

3. হরিয়ানা খনি দুর্নীতি মামলায় বিদেশি অস্ত্র ও নগদ 5 কোটি টাকা উদ্ধার করল ইডি

কাঙ্কের (ছত্তিশগড়), 5 জানুয়ারি: দুর্ঘটনার কবলে বিএসএফ জওয়ানদের গাড়ি । দুর্ঘটনায় 17 জন বিএসএফ জওয়ান আহত হয়েছেন । তাঁদের মধ্যে 5 জনের অবস্থা আশংকাজনক । শুক্রবার দুপুরের দিকে রাওঘাট থানা এলাকার কুমহারি গ্রামের কাছে আন্তাগড় নারায়ণপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ।

নারায়ণপুরের এসপি পুষ্কর শর্মা বলেন, "দুর্ঘটনাটি নারায়ণপুর ও কাঙ্কেরের রাওঘাট এবং তাডোকি জেলা সীমান্ত থানার মধ্যে হয়েছে । যেখানে 162 ব্যাটালিয়ন বিএসএফ জওয়ান গাড়িতে করে যাচ্ছিলেন । গাড়িটি কুমহারি গ্রামের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । ঘটনায় 17 জন জওয়ান আহত হয়েছেন । খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে পৌঁছয় । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নারায়ণপুর জেলা হাসপাতালে । সেখানে চার-পাঁচ জন সেনার অবস্থা আশংকাজনক । বাকি জওয়ানরা সুস্থ আছেন । তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । যাঁদের অবস্থা আশংকাজনক তাঁদের রায়পুরে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।"

জানা গিয়েছে, মাওবাদী অধ্যুষিত এলাকায় টহলের দায়িত্বে ছিলেন জওয়ানরা । তাঁরা জঙ্গল থেকে নিজেদের বেসক্যাম্প কাঙ্কেরের সারগিপাল ফুলপাড়ে ফিরছিলেন । ছুটির কারণে জওয়ানরা ব্যক্তিগত বিএসএফ গাড়িতে আন্তাগড়ের উদ্দেশে রওনা হয়েছিলেন । আচমকাই স্টিয়ারিং বিকল হয়ে যাওয়ায় গাড়িটি ধাক্কা খেয়ে উলটে যায় ।

উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনে ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনী ও পুলিশ কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে মাওবাদীদের ৷ গুলিতে 6 মাস বয়সি এক শিশুর মৃত্যু হয় ৷ গুরুতর আহত হন শিশুর মা-সহ আরও দুই ডিআরজি জওয়ান ।

আরও পড়ুন

1. সংসদে হামলায় অভিযুক্তদের পলিগ্রাফ, নারকো ও ব্রেন ম্যাপিং টেস্ট করানোর নির্দেশ আদালতের

2. স্বাতী মালিওয়ালকে রাজ্যসভার জন্য মনোনীত করল আপ, তালিকায় নাম রয়েছে ধৃত সঞ্জয় সিংয়েরও

3. হরিয়ানা খনি দুর্নীতি মামলায় বিদেশি অস্ত্র ও নগদ 5 কোটি টাকা উদ্ধার করল ইডি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.