ETV Bharat / bharat

Anantnag ITBP Bus Accident অনন্তনাগে নদীতে বাস উলটে মৃত 8 জওয়ান - Anantnag Pahalgam ITBP Bus Accident

37 জন আইটিবিপি জওয়ান নিয়ে বাসটি যাচ্ছিল ৷ পহেলগাঁওয়ের অনন্তনাগে নদীতে পড়ে যায় বাসটি ৷ মারা গিয়েছেন 7 জওয়ান (Anantnag ITBP Bus Accident) ৷

Jammu and Kashmir Bus Accident
অনন্তনাগে উল্টে গেছে বাস
author img

By

Published : Aug 16, 2022, 1:03 PM IST

Updated : Aug 16, 2022, 4:37 PM IST

শ্রীনগর, 16 অগস্ট: নদীর ধারে উল্টে গেল জওয়ানভর্তি বাস ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও শ্রীনগরের পহলগাঁওতে ৷ বাসটিতে 37 জন ইন্দো-টিবেতান বা আইটিবিপি জওয়ান ছিলেন ৷ পহেলগাঁওয়ের অনন্তনাগে ফ্রিসলান চন্দনওয়ারি রোড এলাকায় এই বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 8 জন জওয়ান ৷ বাকি আহতদের বিমানে শ্রীনগরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আইটিবিপি জওয়ান ছাড়াও জন্মু ও কাশ্মীরের দু'জন পুলিশ কর্মীও নদীতে পড়ে যান (Several Jawans died as bus carrying ITBP personnel falls into riverbed in Anantnag Pahalgam) ৷

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এই আইটিবিপি জওয়ানরা অমরনাথ যাত্রার ডিউটি সেরে ফিরছিলেন ৷ বাসটি চন্দনওয়ারি এবং পহলগাঁওয়ের মাঝে নদীর খাদে পড়ে যায় ৷ 32জন জখম হয়েছেন ৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দু'জন আইটিবিপি জওয়ান দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান এবং পরে মৃত্যু হয়েছে আরও 6 জনের ৷ আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের বিশেষ চিকিৎসার জন্য শ্রীনগরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

  • #WATCH Injured ITBP personnel rushed to a hospital in Anantnag, J&K

    6 ITBP personnel have lost their lives, several injured after a bus carrying 37 ITBP personnel and 2 Police personnel fell into riverbed in Pahalgam pic.twitter.com/7QjiswkUnt

    — ANI (@ANI) August 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 25 জন যাত্রী নিয়ে খাদে পড়ল বাস, চলছে উদ্ধার কাজ

আধিকারিক আরও জানান, 11 অগস্ট অমরনাথ যাত্রা শেষ হয় ৷ তারপর 37 জন আইটিবিপি জওয়ান এবং 2 জন জম্মু-কাশ্মীর পুলিশ সেখান থেকে ফিরছিলেন ৷ দিল্লিতে এক আইটিবিপি মুখপাত্র বলেন, "একটি বাসে 39 জন নিরাপত্তারক্ষী ছিলেন ৷ সেটি রাস্তার ধারে নদীতে পড়ে যায় ৷ জানা গিয়েছে, বাসটির ব্রেক কাজ করছিল না ৷ বাসটি চন্দনওয়ারি থেকে পহলগাঁওয়ের পথে যাচ্ছিল ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ আরও বিস্তারিত তথ্য আসবে ৷" বিএসএফ-এর একটি হেলিকপ্টার আহতদের নিয়ে যাতায়াত করছে, জানিয়েছেন আধিকারিক ৷

  • Saddened to learn about the accident in Pahalgam, J&K.

    We have lost several precious jawans and police personnel in this tragic accident and I offer my heartfelt condolences to the bereaved families.

    May the injured recover at the earliest.

    — Abhishek Banerjee (@abhishekaitc) August 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শ্রীনগর, 16 অগস্ট: নদীর ধারে উল্টে গেল জওয়ানভর্তি বাস ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও শ্রীনগরের পহলগাঁওতে ৷ বাসটিতে 37 জন ইন্দো-টিবেতান বা আইটিবিপি জওয়ান ছিলেন ৷ পহেলগাঁওয়ের অনন্তনাগে ফ্রিসলান চন্দনওয়ারি রোড এলাকায় এই বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 8 জন জওয়ান ৷ বাকি আহতদের বিমানে শ্রীনগরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আইটিবিপি জওয়ান ছাড়াও জন্মু ও কাশ্মীরের দু'জন পুলিশ কর্মীও নদীতে পড়ে যান (Several Jawans died as bus carrying ITBP personnel falls into riverbed in Anantnag Pahalgam) ৷

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এই আইটিবিপি জওয়ানরা অমরনাথ যাত্রার ডিউটি সেরে ফিরছিলেন ৷ বাসটি চন্দনওয়ারি এবং পহলগাঁওয়ের মাঝে নদীর খাদে পড়ে যায় ৷ 32জন জখম হয়েছেন ৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দু'জন আইটিবিপি জওয়ান দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান এবং পরে মৃত্যু হয়েছে আরও 6 জনের ৷ আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের বিশেষ চিকিৎসার জন্য শ্রীনগরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

  • #WATCH Injured ITBP personnel rushed to a hospital in Anantnag, J&K

    6 ITBP personnel have lost their lives, several injured after a bus carrying 37 ITBP personnel and 2 Police personnel fell into riverbed in Pahalgam pic.twitter.com/7QjiswkUnt

    — ANI (@ANI) August 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 25 জন যাত্রী নিয়ে খাদে পড়ল বাস, চলছে উদ্ধার কাজ

আধিকারিক আরও জানান, 11 অগস্ট অমরনাথ যাত্রা শেষ হয় ৷ তারপর 37 জন আইটিবিপি জওয়ান এবং 2 জন জম্মু-কাশ্মীর পুলিশ সেখান থেকে ফিরছিলেন ৷ দিল্লিতে এক আইটিবিপি মুখপাত্র বলেন, "একটি বাসে 39 জন নিরাপত্তারক্ষী ছিলেন ৷ সেটি রাস্তার ধারে নদীতে পড়ে যায় ৷ জানা গিয়েছে, বাসটির ব্রেক কাজ করছিল না ৷ বাসটি চন্দনওয়ারি থেকে পহলগাঁওয়ের পথে যাচ্ছিল ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ আরও বিস্তারিত তথ্য আসবে ৷" বিএসএফ-এর একটি হেলিকপ্টার আহতদের নিয়ে যাতায়াত করছে, জানিয়েছেন আধিকারিক ৷

  • Saddened to learn about the accident in Pahalgam, J&K.

    We have lost several precious jawans and police personnel in this tragic accident and I offer my heartfelt condolences to the bereaved families.

    May the injured recover at the earliest.

    — Abhishek Banerjee (@abhishekaitc) August 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Aug 16, 2022, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.