হাভেরি, 26 ডিসেম্বর: কর্ণাটকে একটি বাস দুর্ঘটনার জেরে গুরতর আহত চালক-সহ 3 জন স্কুল পড়ুয়া ৷ এছাড়া স্কুলের এই বাসটি উলটে যাওয়ায় হালকা চোট পেয়েছে আরও 12 জন পড়ুয়া ৷ ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর 6টা নাগাদ ৷ হাভেরি জেলার সাভানুর তালুকের আলিপুর ক্রসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি ৷ আহতদের ভরতি করা হয়েছে হুবলি কিমস হাসপাতালে ৷ সৌভাগ্যবশত, দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি ৷
শুধু ছাত্রছাত্রী নয় বেশকিছু শিক্ষক-শিক্ষিকাও ছিলেন বাসটিতে ৷ তবে তাঁদের তেমন কোনও চোট লাগেনি ৷ ঘটনাটি ঘটেছে সুভানুর থানা এলাকায় ৷ সুভানুর তালুকের সাব-ডিভিশনাল অফিসার ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন ৷ খবর অনুযায়ী, বাসটি ছিল রায়চুর জেলার লিঙ্গাসুগুর তালুকের সজ্জনাগুড্ডার একটি সরকারি স্কুলের ৷
শীতের সময় অনেক সরকারি স্কুল থেকে ছাত্রছাত্রীদের জন্য় ভ্রমণের ব্যবস্থা করা হয় ৷ এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এদিন ছাত্রছাত্রী নিয়ে রওনা দিয়েছিলেন ভ্রমণের উদ্দেশে ৷ কিন্তু সেই ভ্রমণের পরিকল্পনা যে এই দুর্ঘটনায় পর্যবসিত হবে তা কি কেউ জানত ৷ মঙ্গলবার নির্দিষ্ট সময় হাভেরি জেলার বিভিন্ন এলাকায় ভ্রমণের জন্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে বাসটি রওনা দেয় ৷ বাসটি যাচ্ছিল উৎসব রকগার্ডের দিকে ৷ সেসময় আলিপুর ক্রসের কাছে সামনে থেকে আসা একটি গাড়িকে এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান ৷ তার জেরেই উল্টে যায় বাসটি ৷
বাসে মোট 53 জন ছাত্রছাত্রী ছিল ৷ ছিলেন 6 জন শিক্ষক শিক্ষিকাও ৷ দুর্ঘটনায় বাসের চালক গুরুতর আহত হন ৷ তিনজন ছাত্রের অবস্থাও ছিল বেশ জটিল ৷ চালক এবং তিন ছাত্রকে উদ্ধার করে ভরতি করা হয় হুবলির কিমস হাসপাতালে ৷ হালকা চোট পাওয়া 12 জন পড়ুয়াকে সাভানুরের একটি হাসাপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ স্থানীয় একটি স্কুলে সকলের থাকার ব্যবস্থা করা হয়েছে ৷
আরও পড়ুন: