টুমাকুরু, 19 মার্চ : বাস উল্টে কমপক্ষে 5 জন মারা গেলেন দুর্ঘটনাস্থলেই ৷ এর মধ্যে 4 জন ছাত্র ৷ শনিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের পাভাগাড়া অঞ্চলের পালাবল্লি ঘাটের কাছে ৷ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয় ৷ আরেকজন পরে মারা গিয়েছেন ৷ যাত্রীবোঝাই প্রাইভেট বাসটি ওয়াইএন হোসকট্টে থেকে পাভাগাড়ার দিকে (Pavagada from YN Hoskotte) যাচ্ছিল ৷ কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ সীমানায় পালাবল্লি ঘাটের কাছে উল্টে যায় ৷ 25 জনেরও বেশি যাত্রী গুরুতর জখম হয়েছেন ৷ তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ পাভাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে (Several injured as bus overturns near Palavalli Ghat in Pavagada Karnataka) ৷
টুমাকুরুর গ্রামীণ এসপি রাহুল কুমার জানিয়েছেন, মৃতরা অমূল্য (18), অজিত (16), আরেক অজিত (17) শাহনওয়াজ (18) এবং কল্যাণ (18) ৷ এসপি বলেন, "সকাল 9টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ পালাবল্লি ঘাটের কাছে একটি বাঁকে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায় ৷"
আরও পড়ুন : Kanpur Bus Accident : কানপুরে বেপরোয়া বাসের বলি 6, শোকপ্রকাশ রাষ্ট্রপতির
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসচালক পালিয়ে গিয়েছে ৷ বাসে প্রায় 60 জন যাত্রী ছিলেন ৷ কেউ কেউ আবার বাসের ছাদে বসে যাচ্ছিলেন ৷ পাভাগাড়ার কংগ্রেস বিধায়ক ভেঙ্কটারমনাপ্পা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ তাঁর অভিযোগ, প্রাইভেট পরিবহণ সংস্থাগুলি টিকিটের দাম নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নামে ৷ তার ফলেই এমন মর্মান্তিক দুর্ঘটনা এবং পড়ুয়ারা এমন পরিবহণ পছন্দ করেন ৷
রাজ্য সরকার পরিচালিত বাসগুলির তুলনায় বেশকিছু প্রাইভেট বাসের ভাড়া কম ৷ তাই পড়ুয়ারা ও অন্য যাত্রীরা এই সব বাসে যাতায়াত করেন ৷ দুর্ঘটনার পর এই রাস্তায় দু'টি প্রাইভেট বাসের চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে ৷ কংগ্রেস বিধায়ক আরও জানান, জায়গার তুলনায় বেশি ভিড় হয়ে এমন ঘটনা ৷