ETV Bharat / bharat

Residential Building Collapsed: গুজরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি , মৃত একই পরিবারের 3 - তিনজনের মৃত্যু

গুজরাতে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের ৷ আহত হয়েছেন কমপক্ষে সাতজন । বাড়িটি বসবাসের জন্য নিরাপদ ছিল না বলে জানিয়েছেন স্থানীয় পৌরনিগমের কমিশনার ডিএন মোদি ।

residential building collapses in Gujarat
বিল্ডিং নীচে চাপা পড়ে মৃত্যু
author img

By

Published : Jun 24, 2023, 10:44 AM IST

জামনগর (গুজরাত), 24 জুন: গুজরাতের জামনগরে তিনতলা বাড়ি ভেঙে বড়সড় দুর্ঘটনা ৷ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু ৷ আহত কমপক্ষে সাতজন ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে জামনগরের সাধনা কলোনি এলাকার 69 নম্বর আবাসিক ব্লকে ৷ 30 বছরের পুরনো ওই বাড়িটি গুজরাত হাউজিং বোর্ডের ৷ তিনতলা ভবনটিতে মোট 6টি ফ্ল্যাট ছিল ।

ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায় সেখানে বসবাসকারী পরিবারগুলির সদস্যরা । ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ ৷ দুই পরিবারের নয়জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে । তাঁদেরকে চিকিৎসার জন্য জামনগরের সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।

একই পরিবারের তিনজনের মৃত্যু: এই ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী, স্বামী ও ছেলে ৷ তাঁদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধ্বংসস্তূপ সরাতে জেসিবির সাহায্য নিতে হয় দমকলকে । শুধু দমকল নয়, উদ্ধারকাজে হাত লাগায় কর্পোরেশনের দলও । মোট 6টি ফ্ল্যাটের মধ্যে দুটি ফ্ল্যাটে পরিবার বসবাস করত । এই ঘটনায় নিহত হয়েছেন জয়পাল সাদিয়া, তাঁর স্ত্রী মিতালবেন এবং সাত বছরের ছেলে শিবরাজ ।

মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন: গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন । প্রত্যেক নিহতের পরিবারকে 4 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন । এই ঘটনায় অল্পের জোরে রক্ষা পেয়েছে দুটি মেয়ের জীবন ৷ তাদেরকে প্রধানমন্ত্রী সু-কন্যা প্রকল্পের অধীনে সহায়তা দেওয়া হবে বলে জানা গিয়েছে । পাশাপাশি 51 হাজার টাকা আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে । স্থানীয় বিধায়ক রিভাবা জাদেজা হাসপাতালে গিয়ে এই ঘোষণা করেছেন । ওই দুটি মেয়েই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিল ।

আরও পড়ুন: তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিল্ডিং, দেখুন ভিডিয়ো

এই ভবনটি যেখানে ভেঙে পড়েছে তার চারপাশের রাস্তাগুলো খুবই ছোট । দুর্ঘটনার জেরে যেখানে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে যায় ৷ ফলে উদ্ধার কাজে সমস্যার সৃষ্টি হয় । পুলিশ এসে তাদের সরিয়ে রাস্তা খালি করে যাতে দমকলের গাড়ি ও ডেসিবি ঢুকতে পারে ৷ ঘটনার জেরে ভেঙে পড়ে পুরো এলাকায় বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয় ৷ যার জেরে গভীর রাত পর্যন্ত জেনারেটরের সাহায্যে ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধার কাজ চলে । স্থানীয় বাসিন্দা মনোজ গোস্বামী জানান, বিকেল থেকেইওই বাড়ির ছাদ থেকে ধুলো পড়তে শুরু করেছিল । তারপরই সেটি ধসে পড়ে ।

জামনগর (গুজরাত), 24 জুন: গুজরাতের জামনগরে তিনতলা বাড়ি ভেঙে বড়সড় দুর্ঘটনা ৷ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু ৷ আহত কমপক্ষে সাতজন ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে জামনগরের সাধনা কলোনি এলাকার 69 নম্বর আবাসিক ব্লকে ৷ 30 বছরের পুরনো ওই বাড়িটি গুজরাত হাউজিং বোর্ডের ৷ তিনতলা ভবনটিতে মোট 6টি ফ্ল্যাট ছিল ।

ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায় সেখানে বসবাসকারী পরিবারগুলির সদস্যরা । ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ ৷ দুই পরিবারের নয়জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে । তাঁদেরকে চিকিৎসার জন্য জামনগরের সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।

একই পরিবারের তিনজনের মৃত্যু: এই ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী, স্বামী ও ছেলে ৷ তাঁদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধ্বংসস্তূপ সরাতে জেসিবির সাহায্য নিতে হয় দমকলকে । শুধু দমকল নয়, উদ্ধারকাজে হাত লাগায় কর্পোরেশনের দলও । মোট 6টি ফ্ল্যাটের মধ্যে দুটি ফ্ল্যাটে পরিবার বসবাস করত । এই ঘটনায় নিহত হয়েছেন জয়পাল সাদিয়া, তাঁর স্ত্রী মিতালবেন এবং সাত বছরের ছেলে শিবরাজ ।

মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন: গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন । প্রত্যেক নিহতের পরিবারকে 4 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন । এই ঘটনায় অল্পের জোরে রক্ষা পেয়েছে দুটি মেয়ের জীবন ৷ তাদেরকে প্রধানমন্ত্রী সু-কন্যা প্রকল্পের অধীনে সহায়তা দেওয়া হবে বলে জানা গিয়েছে । পাশাপাশি 51 হাজার টাকা আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে । স্থানীয় বিধায়ক রিভাবা জাদেজা হাসপাতালে গিয়ে এই ঘোষণা করেছেন । ওই দুটি মেয়েই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিল ।

আরও পড়ুন: তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিল্ডিং, দেখুন ভিডিয়ো

এই ভবনটি যেখানে ভেঙে পড়েছে তার চারপাশের রাস্তাগুলো খুবই ছোট । দুর্ঘটনার জেরে যেখানে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে যায় ৷ ফলে উদ্ধার কাজে সমস্যার সৃষ্টি হয় । পুলিশ এসে তাদের সরিয়ে রাস্তা খালি করে যাতে দমকলের গাড়ি ও ডেসিবি ঢুকতে পারে ৷ ঘটনার জেরে ভেঙে পড়ে পুরো এলাকায় বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয় ৷ যার জেরে গভীর রাত পর্যন্ত জেনারেটরের সাহায্যে ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধার কাজ চলে । স্থানীয় বাসিন্দা মনোজ গোস্বামী জানান, বিকেল থেকেইওই বাড়ির ছাদ থেকে ধুলো পড়তে শুরু করেছিল । তারপরই সেটি ধসে পড়ে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.