ETV Bharat / bharat

Indian nationals evacuated from Libya: লিবিয়ায় আটকে পড়া 17 ভারতীয় উদ্ধার বিদেশ মন্ত্রকের চেষ্টায় - তিউনিসের ভারতীয় দূতাবাস

17 Indian Nationals held Captive in Libya Evacuated: লিবিয়ায় গিয়ে আটকে পড়েছিল 17 জন ভারতীয় ৷ তাঁদের বিদেশ মন্ত্রক ও তিউনিসের ভারতীয় দূতাবাসের কূটনৈতিক প্রচেষ্টায় উদ্ধার করা গিয়েছে ৷ তিউনিসের দূতাবাসই লিবিয়ার দায়িত্বে রয়েছে ৷ তাই তাদের তরফে এই নিয়ে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে ৷

Indian nationals evacuated from Libya
লিবিয়ায় আটকে পড়া 17 ভারতীয় উদ্ধার বিদেশ মন্ত্রকের চেষ্টায়
author img

By

Published : Aug 21, 2023, 2:32 PM IST

নয়াদিল্লি, 21 অগস্ট: লিবিয়া থেকে 17 জন ভারতীয়কে উদ্ধার করতে সমর্থ হল সরকার ৷ বিদেশ মন্ত্রক ও তিউনিসে ভারতীয় দূতাবাসের (লিবিয়ার দায়িত্বে রয়েছে) কূটনৈতিক প্রচেষ্টায় এই কাজ সম্ভব হয়েছে ৷ ওই 17 জন পঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা ৷ তাঁদের ভারত থেকে পাচার করে দেওয়া হয় বলে অভিযোগ ৷ তার পর তাঁদের লিবিয়ার জাওয়ারা শহরে একটি সশস্ত্র গোষ্ঠী বন্দী করে রেখেছিল ।

সূত্র মারফত জানা গিয়েছে, আটকে পড়া ভারতীয় নাগরিকদের পরিবারের সদস্যরা চলতি বছরের 26 মে তিউনিসে ভারতীয় দূতাবাসের নজরে আনে বিষয়টি ৷ তার পর বিদেশ মন্ত্রক ও তিউনিসে ভারতীয় দূতাবাস উদ্যোগ নেয় ওই ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ৷

তিউনিসে ভারতীয় দূতাবাস নিয়মিতভাবে লিবিয়ার কর্তৃপক্ষের সঙ্গে মে মাসের শেষে ও জুন মাসের শুরুতে যোগাযোগ রাখে ওই ভারতীয়দের উদ্ধারের জন্য ৷ শেষে গত 13 জুন লিবিয়ান কর্তৃপক্ষ ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে সক্ষম হয় ৷ কিন্তু তাঁদের হেফাজতে নেওয়া হয় ৷ কারণ, তাঁরা অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিল বলে একটি সূত্র থেকে জানানো হয়েছে ইটিভি ভারতকে ৷

তিউনিসে ভারতীয় রাষ্ট্রদূত ও নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে লিবিয়ান কর্তৃপক্ষ তাদের মুক্তি দিতে রাজি হয় । তবে লিবিয়ায় থাকাকালীন ওই 17 জন ভারতীয়ের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ওষুধ ও কাপড় সরবরাহ-সহ জরুরি জিনিসের বিষয় দেখভাল করেছে তিউনিসের দূতাবাস ৷

ওই 17 জনের কাছে পাসপোর্ট ছিল না ৷ তাই তাঁদের ভারতে ফেরার জন্য জরুরি শংসাপত্রও দেওয়া হয় দূতাবাসের তরফে ৷ এছাড়া ভারতে ফেরার জন্য টিকিট ও কিছু টাকা প্রত্যেককে দেওয়া হয় ৷ গতকাল রবিবার সন্ধ্যায় ওই 17 জন ভারতীয় নাগরিক নয়াদিল্লিতে পৌঁছান বলে জানা গিয়েছে একটি সূত্র থেকে ৷

আরও পড়ুন: লিবিয়ায় অপহৃত 7 ভারতীয় "সুরক্ষিত", উদ্ধারে তৎপর বিদেশমন্ত্রক

নয়াদিল্লি, 21 অগস্ট: লিবিয়া থেকে 17 জন ভারতীয়কে উদ্ধার করতে সমর্থ হল সরকার ৷ বিদেশ মন্ত্রক ও তিউনিসে ভারতীয় দূতাবাসের (লিবিয়ার দায়িত্বে রয়েছে) কূটনৈতিক প্রচেষ্টায় এই কাজ সম্ভব হয়েছে ৷ ওই 17 জন পঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা ৷ তাঁদের ভারত থেকে পাচার করে দেওয়া হয় বলে অভিযোগ ৷ তার পর তাঁদের লিবিয়ার জাওয়ারা শহরে একটি সশস্ত্র গোষ্ঠী বন্দী করে রেখেছিল ।

সূত্র মারফত জানা গিয়েছে, আটকে পড়া ভারতীয় নাগরিকদের পরিবারের সদস্যরা চলতি বছরের 26 মে তিউনিসে ভারতীয় দূতাবাসের নজরে আনে বিষয়টি ৷ তার পর বিদেশ মন্ত্রক ও তিউনিসে ভারতীয় দূতাবাস উদ্যোগ নেয় ওই ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ৷

তিউনিসে ভারতীয় দূতাবাস নিয়মিতভাবে লিবিয়ার কর্তৃপক্ষের সঙ্গে মে মাসের শেষে ও জুন মাসের শুরুতে যোগাযোগ রাখে ওই ভারতীয়দের উদ্ধারের জন্য ৷ শেষে গত 13 জুন লিবিয়ান কর্তৃপক্ষ ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে সক্ষম হয় ৷ কিন্তু তাঁদের হেফাজতে নেওয়া হয় ৷ কারণ, তাঁরা অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিল বলে একটি সূত্র থেকে জানানো হয়েছে ইটিভি ভারতকে ৷

তিউনিসে ভারতীয় রাষ্ট্রদূত ও নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে লিবিয়ান কর্তৃপক্ষ তাদের মুক্তি দিতে রাজি হয় । তবে লিবিয়ায় থাকাকালীন ওই 17 জন ভারতীয়ের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ওষুধ ও কাপড় সরবরাহ-সহ জরুরি জিনিসের বিষয় দেখভাল করেছে তিউনিসের দূতাবাস ৷

ওই 17 জনের কাছে পাসপোর্ট ছিল না ৷ তাই তাঁদের ভারতে ফেরার জন্য জরুরি শংসাপত্রও দেওয়া হয় দূতাবাসের তরফে ৷ এছাড়া ভারতে ফেরার জন্য টিকিট ও কিছু টাকা প্রত্যেককে দেওয়া হয় ৷ গতকাল রবিবার সন্ধ্যায় ওই 17 জন ভারতীয় নাগরিক নয়াদিল্লিতে পৌঁছান বলে জানা গিয়েছে একটি সূত্র থেকে ৷

আরও পড়ুন: লিবিয়ায় অপহৃত 7 ভারতীয় "সুরক্ষিত", উদ্ধারে তৎপর বিদেশমন্ত্রক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.