ETV Bharat / bharat

Maharashtra Drowning Incidents: মহারাষ্ট্রে দুটি পৃথক দুর্ঘটনায় জলে ডুবে কমপক্ষে 7 জনের মৃত্যু - Maha Drowning Incident

একইদিনে দুটি মর্মান্তিক ঘটনার সাক্ষী মুম্বই । রবিবার সকালে মুম্বইয়ের মার্ভে বিচে সমুদ্রে ডুবে যায় তিন কিশোর। বিকেলে চন্দ্রপুর জেলায় একটি লেকের সামনে সেলফি তুলতে গিয়ে জলে ডুবে আরও 4 জনের প্রাণ যায়।

Drown incident
জলে তলিয়ে গেল কিশোররা
author img

By

Published : Jul 17, 2023, 6:58 AM IST

Updated : Jul 31, 2023, 6:40 AM IST

মুম্বই ও চন্দ্রপুর , 17 জুলাই: মহারাষ্ট্রে দুটি পৃথক ঘটনায় জলে ডুবে প্রাণ গেল কমপক্ষে 7 জনের। মৃতদের মধ্যে তিন কিশোরও আছে বলে জানা গিয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ৷ মুম্বইয়ের মার্ভে বিচের কাছে সমুদ্রের জলে তলিয়ে যায় পাঁচ কিশোর ৷ তাদের মধ্যে দু'জনকে উদ্ধার করে দমকল বাহিনী ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিশোরদের ৷ তবে রবিবার গভীর রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া মেলেনি ৷ ওই পাঁচজনই মালাডের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ দ্বিতীয় ঘটনাটি ঘটে বিকেলে । চন্দ্রপুর জেলার একটি লেকে পিকনিক করতে এসেছিলেন কয়েকজন । লেকের জলের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে কয়েকজন পড়ে যান। বেশ কিছুক্ষণ পর 4 জনের দেহ উদ্ধার হয়।

মার্ভে বিচের ঘটনাস্থলে পৌঁছন মুম্বই পৌরনিগমের আধিকারিকরা ৷ তাঁদের মধ্যে একজন বলেন, "ছেলেগুলি সকাল 9টা নাগাদ বাড়ি থেকে বের হয় ৷ দুর্ঘটনাটি সকাল 9.38 মিনিটে ঘটে ৷ সেসময় 12 থেকে 16 বছর বয়সি ওই পাঁচটি ছেলে সমুদ্র স্নান করতে নামে ৷ তারা উপকূল থেকে সামান্য দূরে অবস্থিত মালাডের খাঁড়িতে ঢুকে পড়ে । তার জেরেই দুর্ঘটনা ৷"

সূত্রের খবর, ওই কিশোরদের মধ্যে 13 এবং 16 বছর বয়সি দু'জনকে উদ্ধার করা গিয়েছে ৷ একজনের নাম কৃষ্ণ জিতেন্দ্র হরিজন এবং অপরজন অঙ্কুশ শিবারে ৷ তাদেরকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে ৷ তবে 12-13 বছর বয়সি সুভম জয়সওয়াল, নিখিল কায়মকুর এবং অজয় ​​হরিজন এখনও নিঁখোজ ৷ ওই তিনজনকে উদ্ধার করতে তল্লাশি অভিযান চলছে ।

মুম্বই দমকল বিভাগের কর্মীরা, পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনীর ডুবুরি এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে ৷ এক পৌর আধিকারিক জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে কিশোরদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে । তল্লাশি অভিযানে উপকূলরক্ষী বাহিনীর কর্মী এবং নৌবাহিনীর ডুবুরিরা সহায়তা করছেন ৷

আরও পড়ুন: বেগুসরাইতে নদীর জলে ভেসে গেল পাঁচ কিশোর

প্রসঙ্গত, এর আগে 14 জুলাই উত্তর-পশ্চিম দিল্লির মুকুন্দপুরের চক এলাকায় বৃষ্টির জলে স্নান করার সময় তিনজন ছেলে ডুবে যায় ৷ মেট্রোর কাজের জেরে গর্ত খোড়া হয়েছিল ৷ ছেলেগুলি তার মধ্যে পড়ে যায় ৷ মৃতরা হল নিখিল (10), পীযূষ (13) এবং আশিস (13) ৷ সকলেই দিল্লির জাহাঙ্গীরপুরির বাসিন্দা ছিল ।

মুম্বই ও চন্দ্রপুর , 17 জুলাই: মহারাষ্ট্রে দুটি পৃথক ঘটনায় জলে ডুবে প্রাণ গেল কমপক্ষে 7 জনের। মৃতদের মধ্যে তিন কিশোরও আছে বলে জানা গিয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ৷ মুম্বইয়ের মার্ভে বিচের কাছে সমুদ্রের জলে তলিয়ে যায় পাঁচ কিশোর ৷ তাদের মধ্যে দু'জনকে উদ্ধার করে দমকল বাহিনী ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিশোরদের ৷ তবে রবিবার গভীর রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া মেলেনি ৷ ওই পাঁচজনই মালাডের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ দ্বিতীয় ঘটনাটি ঘটে বিকেলে । চন্দ্রপুর জেলার একটি লেকে পিকনিক করতে এসেছিলেন কয়েকজন । লেকের জলের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে কয়েকজন পড়ে যান। বেশ কিছুক্ষণ পর 4 জনের দেহ উদ্ধার হয়।

মার্ভে বিচের ঘটনাস্থলে পৌঁছন মুম্বই পৌরনিগমের আধিকারিকরা ৷ তাঁদের মধ্যে একজন বলেন, "ছেলেগুলি সকাল 9টা নাগাদ বাড়ি থেকে বের হয় ৷ দুর্ঘটনাটি সকাল 9.38 মিনিটে ঘটে ৷ সেসময় 12 থেকে 16 বছর বয়সি ওই পাঁচটি ছেলে সমুদ্র স্নান করতে নামে ৷ তারা উপকূল থেকে সামান্য দূরে অবস্থিত মালাডের খাঁড়িতে ঢুকে পড়ে । তার জেরেই দুর্ঘটনা ৷"

সূত্রের খবর, ওই কিশোরদের মধ্যে 13 এবং 16 বছর বয়সি দু'জনকে উদ্ধার করা গিয়েছে ৷ একজনের নাম কৃষ্ণ জিতেন্দ্র হরিজন এবং অপরজন অঙ্কুশ শিবারে ৷ তাদেরকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে ৷ তবে 12-13 বছর বয়সি সুভম জয়সওয়াল, নিখিল কায়মকুর এবং অজয় ​​হরিজন এখনও নিঁখোজ ৷ ওই তিনজনকে উদ্ধার করতে তল্লাশি অভিযান চলছে ।

মুম্বই দমকল বিভাগের কর্মীরা, পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনীর ডুবুরি এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে ৷ এক পৌর আধিকারিক জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে কিশোরদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে । তল্লাশি অভিযানে উপকূলরক্ষী বাহিনীর কর্মী এবং নৌবাহিনীর ডুবুরিরা সহায়তা করছেন ৷

আরও পড়ুন: বেগুসরাইতে নদীর জলে ভেসে গেল পাঁচ কিশোর

প্রসঙ্গত, এর আগে 14 জুলাই উত্তর-পশ্চিম দিল্লির মুকুন্দপুরের চক এলাকায় বৃষ্টির জলে স্নান করার সময় তিনজন ছেলে ডুবে যায় ৷ মেট্রোর কাজের জেরে গর্ত খোড়া হয়েছিল ৷ ছেলেগুলি তার মধ্যে পড়ে যায় ৷ মৃতরা হল নিখিল (10), পীযূষ (13) এবং আশিস (13) ৷ সকলেই দিল্লির জাহাঙ্গীরপুরির বাসিন্দা ছিল ।

Last Updated : Jul 31, 2023, 6:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.