ETV Bharat / bharat

Ganesh Idol Immersion: হরিয়ানায় গণেশ পুজোর বিসর্জনে ডুবে মৃত্যু 6 জনের - Ganesh Idol Immersion

শুক্রবার সন্ধ্যায় মহেন্দ্রগড়ে গণেশ পুজোর বিসর্জনের (Ganesh Idol Immersion) সময় খালে পড়ে চারজনের মৃত্যু হয় এবং ন'জন যুবক নিখোঁজ হয়ে যায় । এরপর চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় । জেলা প্রশাসন ও এনডিআরএফ-এর সহায়তায় বাকিদের উদ্ধার কাজ চালানো হয় ৷

several drowned during ganesh idol immersion in Haryana
several drowned during ganesh idol immersion in Haryana
author img

By

Published : Sep 10, 2022, 12:30 PM IST

মহেন্দ্রগড় (হরিয়ানা), 10 সেপ্টেম্বর: শুক্রবার হরিয়ানায় গণেশ পুজোর বিসর্জনে (Ganesh Idol Immersion) দুটি পৃথক ঘটনায় ডুবে মৃত্যু হয়েছে ছ'জনের । মহেন্দ্রগড় জেলায় চারজন ও সোনিপাতে দু'জন এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় মহেন্দ্রগড়ে গণেশ পুজোর বিসর্জনের সময় খালে পড়ে চারজনের মৃত্যু হয় এবং ন'জন যুবক নিখোঁজ হয়ে যায় । এরপর চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় । জেলা প্রশাসন ও এনডিআরএফ-এর সহায়তায় বাকিদের উদ্ধার কাজ চালানো হয় ৷ বাকিদের উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করা হয় ।

জানা গিয়েছে, নিহত চারজনের নাম আকাশ, নিকুঞ্জ, টিংকু ও নীতিন । তারা সকলেই মহেন্দ্রগড়ের ধনি মহল্লার বাসিন্দা । প্রত্যক্ষদর্শীদের মতে, ঝাগডোলিতে বিসর্জনের জন্য একদল গণেশ মূর্তি নিয়ে খালে নেমে পড়ে । তারা খালে জলের গভীরতা না বুঝেই নেমে পড়ে ৷ এরপর প্রচণ্ড জলের স্রোত থাকায় তাদের মধ্যে বেশ কয়েকজন তলিয়ে যায় । এদের মধ্যে যারা সাঁতার জানতো তারা ডুবে যাওয়া ব্যক্তিদের খুঁজতে শুরু করে । এছাড়াও সোনিপাতের ঘটনায় যমুনা নদীতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে (several drowned during ganesh idol immersion in Haryana) ।

আরও পড়ুন: ভেস্তে গেল নাশকতার পরিকল্পনা,নাকা চেকিংয়ে গ্রেফতার 2

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার ৷ তিনি টুইটে লেখেন "মহেন্দ্রগড় এবং সোনিপাত জেলায় গণপতি বিসর্জনের সময় ডুবে একাধিক মৃত্যুর ঘটনা দুঃখজনক । আমরা সবাই এই কঠিন সময়ে মৃতদের পরিবারের পাশে আছি । এনডিআরএফ অনেক মানুষকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে ৷ আমি বাকিদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।"

মহেন্দ্রগড় (হরিয়ানা), 10 সেপ্টেম্বর: শুক্রবার হরিয়ানায় গণেশ পুজোর বিসর্জনে (Ganesh Idol Immersion) দুটি পৃথক ঘটনায় ডুবে মৃত্যু হয়েছে ছ'জনের । মহেন্দ্রগড় জেলায় চারজন ও সোনিপাতে দু'জন এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় মহেন্দ্রগড়ে গণেশ পুজোর বিসর্জনের সময় খালে পড়ে চারজনের মৃত্যু হয় এবং ন'জন যুবক নিখোঁজ হয়ে যায় । এরপর চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় । জেলা প্রশাসন ও এনডিআরএফ-এর সহায়তায় বাকিদের উদ্ধার কাজ চালানো হয় ৷ বাকিদের উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করা হয় ।

জানা গিয়েছে, নিহত চারজনের নাম আকাশ, নিকুঞ্জ, টিংকু ও নীতিন । তারা সকলেই মহেন্দ্রগড়ের ধনি মহল্লার বাসিন্দা । প্রত্যক্ষদর্শীদের মতে, ঝাগডোলিতে বিসর্জনের জন্য একদল গণেশ মূর্তি নিয়ে খালে নেমে পড়ে । তারা খালে জলের গভীরতা না বুঝেই নেমে পড়ে ৷ এরপর প্রচণ্ড জলের স্রোত থাকায় তাদের মধ্যে বেশ কয়েকজন তলিয়ে যায় । এদের মধ্যে যারা সাঁতার জানতো তারা ডুবে যাওয়া ব্যক্তিদের খুঁজতে শুরু করে । এছাড়াও সোনিপাতের ঘটনায় যমুনা নদীতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে (several drowned during ganesh idol immersion in Haryana) ।

আরও পড়ুন: ভেস্তে গেল নাশকতার পরিকল্পনা,নাকা চেকিংয়ে গ্রেফতার 2

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার ৷ তিনি টুইটে লেখেন "মহেন্দ্রগড় এবং সোনিপাত জেলায় গণপতি বিসর্জনের সময় ডুবে একাধিক মৃত্যুর ঘটনা দুঃখজনক । আমরা সবাই এই কঠিন সময়ে মৃতদের পরিবারের পাশে আছি । এনডিআরএফ অনেক মানুষকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে ৷ আমি বাকিদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.